Header Ads Widget

Responsive Advertisement

HSC BM 2021 Marketing 3rd Week Assignment Answer | HSC 2021 BM Marketing 2 |এইচএসসি বিএম তৃতীয় সপ্তাহ | Two Learning | 30minuteeducation

 

এইচএসসি বিএম

মার্কেটিং নীতি ও প্রয়োগ ২ এসাইনমেন্ট উত্তর


HSC BM 2021 Marketing 3rd Week Assignment Answer | HSC 2021 BM Marketing 2 |এইচএসসি বিএম তৃতীয় সপ্তাহ | Two Learning | 30minuteeducation


বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এইচ.এস.সি (বিএম) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

 

    বিষয়: মার্কেটিং নীতি ও প্রয়োগ-২     শ্রেণী: দ্বাদশ     

                                      বিষয় কোড: ১৮২৮     স্তর: এইচ.এস.সি (বিএম)


অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর:

অ্যাসাইনমেন্ট শিরোনাম :দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান নিরুপণ---


(ক) নং প্রশ্নের উত্তর :


অর্থনৈতিক উন্নয়নের ধারণা:

অর্থনৈতিক উন্নয়ন এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যা উদীয়মান অর্থনীতিগুলিকে উন্নতমান অর্থনীতিতে পরিণত করে। অন্যভাবে বলা যায়, যে প্রক্রিয়ায় নিম্ন জীবিত মানের দেশগুলিতে উচ্চ জীবনযাত্রার মানদণ্ডে পরিণত হয়।


অর্থনৈতিক উন্নয়ন বলতে অর্থনীতির সামগ্রিক পরিবর্তনের মাধ্যমে জনগণের মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধিকে বোঝায়। অতএব, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মোট জাতীয় আয় বৃদ্ধিই যথেষ্ট।

আর অর্থনৈতিক উন্নয়ন হলে বুঝতে হবে প্রবৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন হয়েছে।


এ জন্য লেখা যায়, অর্থনৈতিক উন্নয়ন = অর্থনৈতিক প্রবৃদ্ধি + অর্থনীতির গুণগত পরিবর্তন।

যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি একান্ত প্রয়োজন।


কোনো দেশে প্রাকৃতিক সম্পদ, মূলধন ইত্যাদি পর্যাপ্ত থাকলেও যদি দক্ষ জনশক্তি না থাকে, তাহলে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় না।

 উন্নত দেশ দক্ষ জনশক্তি গঠনে বিশেষ নজর রাখে। উন্নত শিক্ষাব্যবস্থা, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হয়।



(খ) নং প্রশ্নের উত্তর:


ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধারণা:

ক্ষুদ্র শিল্প সেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য বা প্রতিস্থাপন ব্যয় অনধিক ১.৫০ কোটি টাকা সেসব প্রতিষ্ঠানকে ক্ষুদ্রশিল্প বলে।


উৎপাদন শিল্পের ক্ষেত্রে 'ক্ষুদ্র শিল্প' বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বুঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিষ্ঠান ব্যয়সহ ৫০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ২৫-৯৯ জন শ্রমিক কাজ করে।


👇👇👇👇

বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#hsc_bm_marketing_assignment_2021 #hsc_bm_3rd_week_marketing_assignment_2021 #hsc_bm_marketing_2_assignment #hsc_bm_marketing_two_learning #এইচএসসি_বিএম_মার্কেটিং_নীতি_ও_প্রয়োগ_২_এসাইনমেন্ট_উত্তর #twolearning

Post a Comment

0 Comments