১০ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং
এসাইনমেন্ট ৫ম সপ্তাহ
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২২
সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় কোড: ১৫২ স্তর: এস.এস.সি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট
শিরোনাম : সরকারি অর্থায়ন ও
ব্যবসায় অর্থায়নের সম্পর্ক বিশ্লেষণ-
অর্থায়নের ধারণা :
অর্থায়নের গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায়
অর্থায়ন। ব্যবসায়ের জন্য প্রয়োজন তহবিলের। আর এই তহবিলের উৎস হল নিজিস্ব মূলধন
বা ঋণ।
তহবিলকে সঠিকভাবে ব্যবহারের জন্য দরকার হয়
অর্থায়ন ব্যবস্থাপনার। অর্থায়ন ব্যবস্থাপনা সঠিক না হলে ব্যবসা ফলপ্রসু হয় না।
উদাহরণসরূপ বলা যায়, ব্যবসায়ের জন্য একটি
মেশিন ক্রয় করা হল। মেশিনটি ক্রয়ের জন্য তহবিলের প্রয়োজন, তহবিল সংগ্রহের
মাধ্যম কী হবে, কত টাকা ঋণ নিতে হবে এবং কীভাবে মেশিনটি থেকে কাঙ্ক্ষিত উপযোগ
পাওয়া সম্ভব, মেশিনটি ক্রয়ের ফলে মুনাফা বৃদ্ধি পাবে কিনা এসব কিছুই অর্থায়নের
ধারনার অন্তর্ভুক্ত।
অর্থায়ন প্রক্রিয়া:
ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন এবং কোন কোন উৎস হতে সে অর্থ সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকে বুঝায়।
অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরণা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠান বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্য লাভ বা ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত প্রতিষ্ঠানকে বুঝায়।
ফলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রয়োজনীয় তহবিল সংগ্রহ
ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে, তাকে ব্যবসায় অর্থায়ন বলে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#twolearning
#Class_10_Finance_Assignment_5th_Week #SSC_2022_Finance_Assignment_Solution_5th_week #১০ম_শ্রেণির_ফিন্যান্স_ও_ব্যাংকিং_এসাইনমেন্ট #Class_10_Finance_and_Banking_Assignemnt
0 Comments
Please do not enter any spam link in the comment box.