এইচএসসি ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এসাইনমেন্ট
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২২
সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পত্র
: প্রথম বিষয় কোড: ২৭৭
স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট শিরোনাম : দেশের
অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার অবদান বিশ্লেষণ
–
(ক)
ব্যবসায়ের ধারণা
প্রশ্ন
ক : উদাহরণসহ ব্যবসায়ের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা ।
উত্তর: সাধারণত মুনাফার লাভের উদ্দেশ্যে
পরিচালিত, নিয়ন্ত্রিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে।
গত কয়েকদিন আগে আমি
মাঠে খেলতে গিয়ে কয়েকজন বন্ধুদের কাছ থেকে জিঞ্জেস করলাম যে, তাদের কার বাবা কি
করে।
অনেকেই বলল ঔষধের দোকান, মুদির দোকান, শাড়ির দোকান, কসমেটিকস এর দোকান ইত্যাদি পেশায় নিয়োজিত থাকে।
তাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভূক্ত হবে যদি তারা
জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকেন।
মূলত মুনাফা অর্জনের
লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য
খাদ্য উৎপাদন করা, হাস-মুরগি পালন করা, সবজি চায় করাকে ব্যবসায় বলা যায় না।
কিন্তু যখন কোনো কৃষক
মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি চাষ করাকে ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফা
অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকান্ড ব্যবসা বলে গণ্য হবে যদি
সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়।
ব্যবসায়ের আরও
কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে।
ব্যবসায়ের সাথে জড়িত
পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এর
সাথে ঝুঁকির সম্পর্ক।
মূলত মুনাফা অর্জনের
আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডর মাধ্যমে মুনাফা
অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে।
এখানে মুনাফা অর্জনের
উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। অর্থনৈতিক কাজ বলতে
অর্থ উপার্জন বা আয়-রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বুঝায়।
কোনো কাজ অর্থনীতি সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসায় বলা যায়
না। ঐ কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য যেমনি থাকতে হয় তেমনি তা আইনত
বৈধ হওয়া আবশ্যক।
ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে
ও বণ্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে
শিল্প, বাণিজ্য ও এর সহায়ক সকল কাজই ব্যবসায়।
(খ)
ব্যবসায়ের আওতা
মুনাফা
অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বণ্টন ও এর সহায়ক যাবতীয়।
কাজের সমষ্টিকে ব্যবসায় বলে এই উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বণ্টন
সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়।
বণ্টনের
ক্ষেত্রে ক্রয়-বিক্রয় বা পণ্য বিনিময় মুখ্য কাজ হিসেবে গণ্য। অন্যান্য কাজ পণ্য
বিনিময়ের সহায়ক কার্যাবলি হিসেবে বিবেচিত হয়।
ব্যবসায়কে
শিল্প এবং বাণিজ্যের সমষ্টি গণ্য করা হলেও সমাজে প্রত্যক্ষ সেবা ক্রয়-বিক্রয়
বর্তমানকালে। গুরুত্বপূর্ণ আরেকটি অর্থনৈতিক কার্য হিসেবে বিবেচিত। তাই ব্যবসায়ের
আওতা বা পরিধি নিমোক্ত, রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা যায় :
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#hsc_2022_business_organization_6th_week_assignment_answer #HSC_2022_Class_11_Assignment_6th_Week #এইচএসসি_২০২২_৬ষ্ঠ_সপ্তাহের_ব্যবসায়_সংগঠন_ও_ব্যবস্থাপনা_এসাইনমেন্ট #hsc_2022_6th_week_assignment_answer #twolearning #hsc_assignment_2021 #assignment_class_11_business_answer #hsc_assignment_2021_6th_week #hsc_assignment_2022_6th_week #hsc_assignment_answer #hsc_assignment #class_11_assignment #assignment_answer_2021 #class_11_assignment_2021
0 Comments
Please do not enter any spam link in the comment box.