ssc assignment 2021 6th week
accounting answer
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১
সালের এস.এস.সি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: হিসাববিজ্ঞান বিষয় কোড: ১৪৬ স্তর: এস.এস.সি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৪
অ্যাসাইনমেন্ট
শিরোনাম : লেনদেন লিপিবদ্ধ করণে বিশেষ জাবেদা
প্রস্তুত
(ক) কারবারি বাট্টা ও
নগদ বাট্টা তুলনামূলক বিশ্লেষণ
বাট্টার
ধারণা:
ব্যবসা ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসারে প্রাপ্য
টাকা বা বিক্রয় মূল্য থেকে নির্দিষ্ট হারে যে পরিমাণ টাকা ছেড়ে দেয়া হয় বা
ক্রয়ের ক্ষেত্রে যে অর্থ কম দেয়া হয় তাকে বাট্টা বলে। ব্যবসা প্রতিষ্ঠানে এই
বাট্টা দেওয়া ও পাওয়া উভয়ই হয়ে থাকে।
সাধারণ
অর্থে, কোন বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে, যতটুকু
মূল্য কম পরিশোধ করা হলো তা-ই বাট্টা।
বাট্টা: ১. কারবারি
বাট্টা ২. নগদ বাট্টা
ক্রয় বাট্টা প্রদত্ত বাট্টা
বিক্রয় বাট্টা প্রাপ্ত বাট্টা
কারবারি
বাটা:
বিক্রেতা
পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন
পূর্বনির্ধারিত বিক্রয়মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে, তা কারবারি
বাট্টা হিসেবে গণ্য করা হয়। কারবারি বাট্টা দুই ধরণের হয়
১. ক্রয় বাট্টা
২. বিক্রয় বাটা
১. ক্রয় বাট্টা : পন্য ক্রয়ের সময় যে বাট্টা উল্লেখ থাকে তাকে ক্রয় বাট্টা বলে। উদাহরন: রানার নিকট থেকে ১০% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয়।
এখানে জাবেদাভুক্ত হবে ৯০০০ টাকার লেনদেন।
অর্থাৎ ১০০০ টাকা কারবারি বাট্টা বা ক্রয় বাট্টা সেহেতু ১০০০ টাকা হিসাবভুক্ত বা
জাবেদাভুক্ত হবে না।
২. বিক্রয় বাট্টা: পন্য বিক্রয়ের সময় যে বাট্টা উল্লেখ থাকে তাকে বিক্রয় বাট্টা বলে। উদাহরন : সোহানের নিকট ১০% বাট্টায় ২০,০০০ টাকার পণ্য বিক্রয়।
এখানে জাবেদাভুক্ত হবে ১৮,০০০ টাকার
লেনদেন। অর্থাৎ ২০০০ টাকা কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা সেহেতু ২০০০ টাকা
হিসাবভুক্ত বা জাবেদাভূক্ত হবে না।
নগদ বাট্টা : ব্যবসায়ের ক্রয়-বিক্রয় প্রায়ই বাকিতে সংঘটিত হয়। ক্রেতা-বিক্রেতার মাঝে দেনা-পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাকে নগদ বাট্টা বলে।
এই বাট্টা
বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা। উভয় পক্ষ তাদের
হিসাবের বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে।
১. প্রদত্ত বাট্টা: দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে টাকা পাবার সময় যে পরিমান টাকা কম পাওয়া যায় বা দেনাদারকে ছাড় দেয়া হয় সে পরিমান টাকাকে প্রদত্ত বাট্টা বলা হয়।
প্রদত্ত বাট্টা
প্রতিষ্ঠানের জন্য খরচ বা ক্ষতি এজন্য প্রদত্ত বাট্টা ডেবিট হয়।
উদাহরন:
মাসুদের নিকট পাওনা ১০,০০০ টাকার পূর্ন নিস্পত্তিতে ৯০০০ টাকা পাওয়া গেল। এখানে
প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট ১০০০ টাকা হবে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#ssc_assignment_2021_6th_week_accounting_answer #ssc_2021_accounting_assignment_6th_week #ssc_assignment_6th_week_accounting #ssc_2021_assignment_6th_week #twolearning #class_10_assignment_2021_6th_week
0 Comments
Please do not enter any spam link in the comment box.