এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
অ্যাসাইনমেন্ট ২য় পত্রের উত্তর
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এইচএসসি
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পত্র : দ্বিতীয় বিষয় কোড: ২৭৮ স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২
অ্যাসাইনমেন্ট শিরোনাম : একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য
নির্ভর করে ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলি বিশ্লেষণ ও প্রয়োগের উপর – উক্তিটি
মূল্যায়ন করা হলো
(ক) ব্যবস্থাপনার
ধারণা
উত্তরঃ
একটি প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের নিমিত্তে
প্রয়োজনীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য যেসব কার্যাবলি সম্পাদন করে
সেগুলোকে একত্রে ব্যবস্থাপনা বলে।
প্রতিষ্ঠানের মানব সম্পদ, বস্তুগত সম্পদ,
আর্থিক সম্পদ ও তথ্য সম্পদ হলো একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সম্পদ।
আর এ সম্পদের ব্যবহার নিশ্চিত করার জন্য
পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা ও নেতৃত্বদান, সমন্বয়সাধন, প্রেষণা এবং
নিয়ন্ত্রণ প্রয়োজন। ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনাকে বিভিন্নভাবে ব্যাখা
করেছেন।
নিচে
তুলে ধরা হল :
> আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল - এর
মতে, “ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন করা, সংগঠিত করা, নির্দেশ
প্রদান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ।”
Two Learning
ফেওলের
সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হলো কী কী করণীয় তা আগে
থেকেই অনুমান করা (পুর্বানুমান),
এরপর পরিকল্পনা তৈরি করা এবং বিভিন্ন সম্পদ
সংগঠিতকরণ, কর্মীদেরকে নির্দেশনা প্রদানসহ সকল কাজের মধ্যে সমন্বয়সাধনের সাথে
সাথে সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রল করা।
> জর্জ আর, টেরি বলেছেন, “ব্যবস্থাপনা হলো
এমন একটি স্বতন্ত্র সামাজিক প্রক্রিয়া যা মানুষ ও সম্পদসমূহের সুষ্ঠু ব্যবহারের
নিমিত্তে লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন ও নিয়ন্ত্রণ কাজের
সাথে সম্পৃক্ত”।
জর্জ টেরি ব্যবস্থাপনাকে সামাজিক প্রক্রিয়া
হিসেবে আখ্যায়িত করেছেন এবং প্রতিষ্ঠানের কর্মীবৃন্দসহ সকল প্রকার সম্পদের সঠিক
ব্যবহারের উপর জোর দিয়েছেন।
> আর, ডাব্লিউ. গ্রিফিন -এর মতে, ব্যবস্থাপনা হলো কতগুলো কার্যাবলির সমষ্টি (যথা পরিকল্পনা ও সিদ্ধান্তগ্রহণ, সংগঠিতকরণ, নেতৃত্বদান ও নিয়ন্ত্রণ)
যা একটি
প্রতিষ্ঠানের সম্পদশূহ কাজে লাগানোর জন্য পরিচালিত হয়, আর এর উদ্দেশ্য হচ্ছে
নিপুণতার সাথে ও ফলপ্রসূ উপায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা।
উপরের
আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পনা, সংগঠন,
কর্মীসংস্থান, নির্দেশনা ও নেতৃত্বদান, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ ইত্যাদি
কার্যাবলির সমষ্টিগত রূপ।
প্রতিষ্ঠানের
পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের নিমিত্তে বিভিন্ন প্রকার সম্পদের সুষ্ঠু ব্যবহারের
জন্য এ সকল কার্য সম্পাদন করা হয়।
উপরের
আলোচনা থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে, ব্যবস্থাপনা -
€ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সাথে সম্পৃক্ত;
€ প্রতিষ্ঠানের সর্ব প্রকার সম্পদের
সুষ্ঠু ব্যবহারের সাথে জড়িত।
€ পরিকল্পনা তৈরি, সংগঠিতকরণ,
কর্মীদেরকে নেতৃত্বদান ও পরিচালনা, কর্মীদের প্রেষণাদান ও তাদের কাজের সমন্বয়সাধন
ও নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত।
Two Learning
(খ) ব্যবস্থাপনার
কার্যাবলি
উত্তরঃ
ব্যবস্থাপনার কার্যাবলিকে সাধারণত ৭ ভাগে ভাগ করা হয়েছে।
নিচে
আলোচনা করা হলো :
এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রের উত্তর ২য়সপ্তাহের অ্যাসাইনমেন্ট পুরো উত্তরটি পেতে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..
👇👇👇👇👇👇
এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের উত্তর ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পুরো উত্তরটি পেতে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..
👇👇👇👇👇👇
এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
HSC Assignment Cover page Download Link.....
👇👇👇👇👇
How to Write HSC Assignment Cover Page 2021
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#TwoLearning
#hsc_assignment_2021
#1st_Week_Business_Organization_and_Management_Answer
Thank You............
1 Comments
Download HSC assignment PDF 2021
ReplyDeleteLove from mrlaboratory.info ❤❤
Please do not enter any spam link in the comment box.