এইচএসসি ২০২১ ফিন্যান্স
এসাইনমেন্ট উত্তর ১ম
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এইচএসসি
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: হিসাববিজ্ঞান পত্র : প্রথম বিষয়
কোড: ২৫৩ স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট শিরোনাম : হিসাবের বইসমূহের পরিচিতি
(ক) হিসাব চক্র:
হিসাব চক্র বলতে হিসাববিজ্ঞানের ধারাবাহিক কার্যপ্রক্রিয়াকে
বুঝায়। হিসাবিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী
অনন্ত কাল ধরে চলতে থাকবে।
এই অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলে। প্রত্যেক হিসাবকালে হিসাব
সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত
হিসাব চক্র বলতে হিসাববিজ্ঞানের ধারাবাহিক ৪০, কার্যপ্রক্রিয়াকে
বুঝায়। হিসাবিজ্ঞানের চলমান ও প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্ত
কাল ধরে চলতে থাকবে।
এই অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলে। প্রত্যেক হিসাবকালে
হিসাব সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয়। হিসাব সংক্রান্ত কার্যাবলীর
এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাবচক্র বলে।
বি:দ্র:
# নিচের ছবিটি দেখে হুবুহু চক্র তৈরী করে নাও #
ছবিটি আপনারা YouTube Channel এ দেখতে পারবেন
হিসাবচক্রের ধাপসমূহ : (১) লেনদেনসমূহ চিহ্নিত
ও পরিমাপকরণ; (২) জাবেদাভুক্তকরণ; (৩) খতিয়ানভুক্তকরণ; (৪) রেওয়ামিল
প্রস্তুতকরণ,
(৫) সমন্বয় ও ভুল সংশোধনী দাখিলা; (৬)
সমন্বিত রেওয়ামিল; (৭) আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণ; (৮) নামিক
হিসাবসমূহের সমাপনী দাখিলা; (৯) সমাপনী উত্তর রেওয়ামিল; (১০) বিপরীত দাখিলা
১। লেনদেনসমূহ চিহ্নিতকরণ ও পরিমাপকরণ (Identification & Measurement of Transactions) : হিসাবচক্রের প্রথম কাজটি শুরু হয় লেনদেনসমূহ চিহ্নিত ও পরিমাপকরণের মাধ্যমে।
যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি দিনই ঘটনাবহুল।
এসকল ঘটনার মধ্যে আর্থিক ঘটনাগুলোকেই লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়
ও সে সকল লেনদেন নিয়েই পরবর্তী ধাপগুলোতে কাজ করা হয়। প্রামাণ্য দলিল প্রস্তুত বা
সংগ্রহ করে লেনদেন চিহ্নিত করা হয়।
বি:দ্র:
# নিচের ছবিটি দেখে লেখা গুলো লিখে নাও #
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#TwoLearning
#hsc_assignment_2021
1 Comments
Download HSC assignment PDF 2021
ReplyDeleteLove from mrlaboratory.info ❤❤
Please do not enter any spam link in the comment box.