Header Ads Widget

Responsive Advertisement

এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের উত্তর | HSC 2021 Business Organization & Management Assignment Answer 1st Week

 

এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 

১ম পত্রের উত্তর 



এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের উত্তর  | 30minuteeducation


hsc 2021 business organization assignment answer 1st week

Two Learning

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

 

    বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা       পত্র : প্রথম বিষয়          কোড: ২৭৭          স্তর: এইচএসসি

 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১

অ্যাসাইনমেন্ট শিরোনাম : একটি দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হল ব্যবসায় উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ –

 

 

(ক) ব্যবসায়ের ধারণা

প্রশ্ন ক : উদাহরণসহ ব্যবসায়ের ধারণা যথাযথভাবে ব্যাখ্যা ।

 

উত্তর: সাধারণত মুনাফার লাভের উদ্দেশ্যে পরিচালিত, নিয়ন্ত্রিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে।

গত কয়েকদিন আগে আমি মাঠে খেলতে গিয়ে কয়েকজন বন্ধুদের কাছ থেকে জিঞ্জেস করলাম যে, তাদের কার বাবা কি করে।

অনেকেই বলল ঔষধের দোকান, মুদির দোকান, শাড়ির দোকান, কসমেটিকস এর দোকান ইত্যাদি পেশায় নিয়োজিত থাকে। তাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভূক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকেন।

মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাস-মুরগি পালন করা, সবজি চায় করাকে ব্যবসায় বলা যায় না।

কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি চাষ করাকে ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকান্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়।



================

 সবার আগে সকল শ্রেণীর এ্যাসাইনমেন্ট সমাধান পেতে হলে আমাদের YouTube Channel টি এখনি Subscribe করে ফেলুন......


👇👇👇👇

Our YouTube Channel Link.. Two Learning

===================






 ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে।

ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক।

মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। ব্যবসায়িক কর্মকাণ্ডর মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে।

 এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন বা আয়-রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে বুঝায়।

কোনো কাজ অর্থনীতি সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসায় বলা যায় না। ঐ কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য যেমনি থাকতে হয় তেমনি তা আইনত বৈধ হওয়া আবশ্যক।

ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে ও বণ্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প, বাণিজ্য ও এর সহায়ক সকল কাজই ব্যবসায়।




এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের উত্তর ১ম সপ্তাহের  অ্যাসাইনমেন্ট পুরো উত্তরটি পেতে আমাদের  ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..


👇👇👇👇👇👇


এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা



How to Write HSC Assignment Cover Page 2021





If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#TwoLearning

#hsc_assignment_2021

#1st_Week_Business_Organization_and_Management_Answer


Thank You............


Post a Comment

0 Comments