এইচএসসি বিএম হিসাববিজ্ঞান
এসাইনমেন্ট সমাধান
Two Learning
বাংলাদেশ কারিগরি
শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এইচ.এস.সি
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১ বিষয় কোড: ১৮১৭ স্তর: এইচ.এস.সি একাদশ
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট শিরোনাম : বাংলাদেশের ব্যবসায় উন্নয়নে কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট প্রতিবন্ধকতা ও দূরীকরণের উপায় নিরুপণ।
কোভিড-১৯ এর ধারণা :
করোনা
ভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণিকে বোঝায় যেগুলি স্তন্যপায়ী প্রাণী এবং
পাখিদেরকে আক্রান্ত করে। মানুষের মধ্যে করোনা ভাইরাস শ্বাসনালীর সংক্রমণ ঘটায়।
এই
সংক্রমণের লক্ষণ মৃদু হতে পারে, অনেকসময় যা সাধারণ সর্দিকাশির ন্যায় মনে হয়
(এছাড়া অন্য কিছুও হতে পারে, যেমন রাইনোভাইরাস), কিছু ক্ষেত্রে তা অন্যান্য
মারাত্মক ভাইরাসের জন্য হয়ে থাকে, যেমন সার্স, মার্স এবং কোভিউ-১৯।
অন্যান্য
প্রজাতিতে এই লক্ষণের তারতম্য দেখা যায়। যেমন মুরগির মধ্যে এটা ঊর্ধ্ব শ্বাসনালী
সংক্রমণ ঘটায়, আবার গরু ও শূকরে এটি ডায়রিয়া সৃষ্টি করে।
মানবদেহে
সৃষ্ট করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর মত কোনো টিকা বা অ্যান্টিভাইরাল ওষুধ আজও
আবিষ্কৃত হয়নি ।
মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১ ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার
মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক
করে।
এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। তবে ঠিক কীভাবে এর সংক্রমণ
শুরু হয়েছিল, তা এখনও নিশ্চিত করে বলতে পারেরনি বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্ভবত কোনও
প্রাণী এর উৎস ছিল।
নিয়মিত রুটিন অনুযায়ী এইচএসসি (বিএম), এইচএসসি (ভোক) এবং ডিপ্লোমা ইন কমার্স
সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর প্রশ্নপত্রসহ সমাধান পেতে
Two Learning YouTube চ্যানেলের সাথেই থাকুন।
প্রাণী থেকেই প্রথমে ভাইরাসটি কোনও মানুষের দেহে ঢুকেছে এবং তারপর মানুষ
থেকে মানুষে ছড়িয়েছে।
এর আগে সার্স ভাইরাসের ক্ষেত্রে
প্রথমে বাদুড় এবং পরে গন্ধগোকুল থেকে মানুষের দেহে ঢোকার নজির রয়েছে। আর মার্স
ভাইরাস ছড়িয়েছিল উট থেকে।
ব্যবসায় উন্নয়নের ধারণা :
অর্থশাস্ত্রের
পরিভাষায় ব্যবসায় এক ধরনের সামাজিক কর্মকাণ্ড (বিজ্ঞান) যেখানে নির্দিষ্ট
সৃষ্টিশীল ও উৎপাদনীয় লক্ষ্যকে সামনে রেখে বৈধভাবে সম্পদ উপার্জন বা লাভের
উদ্দেশ্যে লোকজনকে সংগঠিত করা হয় ।
তাদের
উৎপাদনীয় কর্মকাণ্ড রক্ষণাবেক্ষণ করা হয়। ব্যক্তির মুনাফা পাওয়ার আশায়
পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও
অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন এবং এর সহায়ক সবরকম বৈধ,ঝুঁকিবহুল ও
ধারাবাহিক কার্যকে ব্যবসা বলে।
আইনানুসারে,
ব্যবসা বলতে সেই সংগঠনকে বুঝায়, যা অর্থের বিনিময়ে ভোক্তাকে। পণ্য বা সেবা
কিংবা, দুটো সুবিধাই প্রদান করে। পুঁজিবাদ অর্থনীতিতে ব্যবসায় লণীয়ভাবে বিদ্যমান
এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এখানে
প্রায়, সব ব্যবসায় প্রতিষ্ঠান ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়, যা গঠন করা হয়
মূলত মুনাফা অর্জন
করে
মালিকের পুঁজি বৃদ্ধির জন্যে।
ব্যবসায়
মুনাফার জন্য ব্যক্তি মালিকানার। ব্যবসায় প্রতিষ্ঠান গুলোর মালিক বা
পরিচালকবৃন্দের মূল উদ্দেশ্যের মধ্যে একটি হলো, ঝুঁকি গ্রহণ ও কার্যের বিপরীতে
বিনিয়োগকৃত পুঁজি ফেরত পাওয়া।
মুনাফাবিহীন
বা রাষ্ট্র মালিকানার অধীনেও ব্যবসায় করা যায়।
==================
এইচএসসি বিএম হিসাববিজ্ঞান এসাইনমেন্ট সম্পূর্ণ সমাধান পেতে আমাদের
Two Learning YouTube চ্যানেলে দেখে আসুন...
HSC BM Accounting Assignment Answer 2021
================
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#TwoLearning
#HSC_BM_Accounting_Assignment_Answer_2021
#এইচএসসি_বিএম_পরীক্ষা_২০২১_অ্যাসাইনমেন্ট
#HSC_bm_Assignment_2021_Update_News
Thank You............
0 Comments
Please do not enter any spam link in the comment box.