Header Ads Widget

Responsive Advertisement

How to be a Successful Entrepreneur | Successful Entrepreneur of Bangladesh

 

How to be a Successful Entrepreneur




How to be a Successful Entrepreneur #30minuteeducation
How to be a Successful Entrepreneur #30minuteeducation




#30minuteeducation
Published Date: 08/06/2021



কীভাবে সফল উদ্যোক্তা হবেন ?



উদ্যোক্তা হবার স্বপ্ন আমাদের অনেকের। বিশ্ববিদ্যালয় পড়ার এই অবস্থাতেই আমরা অনেকেই উদ্যোক্তা হবার জন্য চেষ্টা করছি আবার কেউ কেউ ছোট করে কোন ব্যবসা শুরু করে দিয়েছি। 


এই উদ্যোক্তা হবার পথে আমাদের সামনে চলে আসে বিভিন্ন চ্যলেঞ্জ। এবং চ্যালেঞ্জ পেড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবার মধ্যেই আসে সাফল্য। 


এখন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে যেকোন কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তেমনি একটি বিষয় হচ্ছে PESTEL Analysis 




👉𝐏𝐄𝐒𝐓𝐄𝐋 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬 কি ?


একটা বিজনেসের দুই রকমের environment রয়েছে । Internal Environment এবং External Environment .


SWOT Analysis এ Strength এবং Weakness গুলো হলো কোন ব্যবসা প্রতিষ্ঠানের Internal Environment


আর 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 এবং 𝐓𝐡𝐫𝐞𝐚𝐭𝐬 গুলো হলো তার 𝐄𝐱𝐭𝐞𝐫𝐧𝐚𝐥 𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭। 𝐄𝐱𝐭𝐞𝐫𝐧𝐚𝐥 𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭 গুলো ব্যাখ্যা করার জন্য 𝐏𝐄𝐒𝐓𝐀𝐋 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬 ব্যবহার করা হয় ।




🟨 𝐏𝐄𝐒𝐓𝐀𝐋 এর সংক্ষিপ্ত রুপ –



How to be a Successful Entrepreneur #30minuteeducation #pestel analysis
How to be a Successful Entrepreneur #30minuteeducation




🟥𝐏- 𝐏𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐚𝐥


ধরুন আপনি একটা নতুন আবাসান খাতের ব্যাবসা শুরু করলেন । দেখা গেল ওই সময় দেশের রাজনৈতিক অবস্তা ভাল না বা নতুন সরকার আসছে ক্ষমতায় তখন সে সরকার দেখা গেল |


হয়তো আবাসন খাতের ব্যবসার উপর নতুন করে ট্যাক্স বাড়ালো বা দেশের রাজনৈতিক অবস্তার কারণে জনগণের ক্রয় ক্ষমতা অনেক কমে গেল তখন আপনার ব্যবসা টা ক্ষতির সম্মুখীন হতে পারে ।



তাই ব্যবসা শুরু করার আগে দেশের রাজনৈতিক অবস্তা বা আপনার ব্যবসার উপর রাজনৈতিক প্রভাব কেমন হতে পারে তা মাথায় রাখতে হবে ।




Useful Life Hacks.....full information click this link.....Life Hacks




🟥𝐄- 𝐄𝐜𝐨𝐧𝐨𝐦𝐢𝐜


একটা ব্যবসায় সবচেয়ে বড় প্রভাব রাখে ইকনোমিক ফ্যাক্টর গুলো । যেমন- ধরুন আপনি বাহির থেকে ইলেক্ট্রনিক পন্য এনে দেশে বিক্রি করতেছেন , 


কিন্ত দেখা গেল ফরেন এক্সচেঞ্জ রেট বেড়ে গেল, আমদানি শুল্ক বাড়ানো হলো বা ব্যাংক লোন এর সুদের হার বাড়ানো হলো এতে করে আপনার ব্যবসা ক্ষতির সম্মুখীন হতে পারে ।


তাই এ ক্ষেত্রে ইকনোমিক ফ্যাক্টর গুলো মাথায় রাখতে হবে।




🟥𝐒 – 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥


কোন একটা ব্যবসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বয়সভেদে, সাংস্কৃতিভেদে ,উৎসবভেদে কোন সময় কোনটার প্রচলন বেশি হচ্ছে সেই দিকে নজর রাখতে হবে আর ভোক্তার চাহিদাকে বুঝতে হবে।

এবং সে অনুযায়ী পন্যের উৎপাদন এবং সরবরাহ করতে হবে ।


তাহলে ব্যবসায় সফলতা আসবে ।




How To Achieve Success In Your Social And Professional Life ....full information click this link......How to Achieve Success in Your Life





🟥𝐓-𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲


ব্যবসায় সফলতার জন্য সময়ের সাথে সাথে কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।


যেমন একসময় Blackbaerry মোবাইল পুরো আমেরিকায় মোবাইল মার্কেট এ ৫০% শেয়ার ছিল আর পুরো বিশ্বে মোবাইল মার্কেট এ শেয়ার ছিল ২০% । 


কিন্ত স্মার্ট ফোন আসার পরে আস্তে আস্তে তাদের শেয়ার মোবাইল মার্কেটে একেবারে শূন্যতে চলে গেছে । 


কেননা তারা সময়ের সাথে সাথে মানুষের চাহিদা অনুযায়ী প্রযুক্তিতে নিজেদের উন্নত করতে পারে নাই।





🟥𝐄- 𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭


একটা ব্যবসার সফলতা অনেকাংশে তার চারপাশের পরিবেশের উপর নির্ভর করে।

যেমন- এ বছর করোনা পরিস্থিতির কারনে বই মেলা যথাযথ ভাবে হতে পারে নাই ।


যার ফলে স্টলে তেমন বই বিক্রি হয় নাই পক্ষান্তরে অনলাইন বুক শপেই অনেক বিক্রি বেড়েছে । 


বা এই করোনার কারনে মানুষ শপিং এর ক্ষেত্রে ফিজিক্যাল শপ এর থেকে বেশি অনলাইন শপ এর দিকেই ধাবিত হচ্ছে ।


তাই একটা ব্যবসার ক্ষেত্রে তার ভৌগলিক বা তার চারপাশের পরিবেশের অবস্তা বিবেচনায় রাখতে হয় ।




🟥𝐋-𝐋𝐞𝐠𝐚𝐥


ধরুন আপনি একটা ব্যবসা করতেছেন তখন দেখা গেল নতুন শ্রম আইন জারি হলো , বা আপনার উপর কপিরাইট অথবা অভিযোগ উঠেছে যে আপনার প্রতিষ্ঠান দ্বারা পরিবেশের ক্ষতি হচ্ছে এতে করে করে আপনার ব্যবসার উপর অনেক প্রভাব পড়তে পারে ।


তাই ব্যবসার ক্ষেত্রে এসব আইনগত বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে ।


👉সুতরাং ব্যবসা শুরু করার আগে Internal Factor গুলোর পাশাপাশি External Factor গুলোর দিকে খেয়াল রাখতে হবে ।




You can check  out here another English Grammar link ...

👇👇👇👇👇👇


1.Rules of Modifier


2.Simple, Complex & Compound




If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

0 Comments