Header Ads Widget

Responsive Advertisement

How many GPA or CGPA in any class/category | 30minuteeducation


 How many GPA or CGPA in any class/category



How many GPA or CGPA in any class/category #30minuteeducation
How many GPA or CGPA in any class/category #30minuteeducation




#30minuteeducation
 Published Date:29/12/20


কত পয়েন্টে কোন শ্রেণী/বিভাগ


গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ ১১/৫-১ (অংশ) /৫৮২ এবং শিম/শাঃ ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত,  

সিজিপিএ এর বিপরীত পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণী নিম্নরুপে নির্ধারিত হবে :


কত জিপিএ বা সিজিপিএ তে কোন শ্রেণী/বিভাগ --


এস. এস. সি /এইচ. এস. সি / ডিগ্রি / অনার্স / মাস্টার্স  জিপিএ / সিজিপিএ : ৪ এবং ৫ এর মধ্যে-------------


এস. এস. সি ও এইচ. এস. সি রেজাল্টের ক্ষেত্রে জিপিএ - ৫ স্কেলে --


(১) ৩.০০ থেকে ৫.০০ পর্যন্ত ১ম শ্রেণী/ বিভাগ
(২)  ২.০০ থেকে ২.৯৯ পর্যন্ত ২য় শ্রেণী/ বিভাগ
(৩) ১.০০ থেকে ১.৯৯ পর্যন্ত ৩য় শ্রেণী/ বিভাগ



ডিগ্রি,  অনার্স এবং মাস্টার্স রেজাল্টের ক্ষেত্রে জিপিএ - ৪ স্কেলে --


(১) ৩.০০ থেকে ৪.০০ পর্যন্ত ১ম শ্রেণী/ বিভাগ
(২)  ২.২৫ থেকে ২.৯৯ পর্যন্ত ২য় শ্রেণী/ বিভাগ
(৩) ১.০০ থেকে ২.২৪ পর্যন্ত ৩ শ্রেণী/ বিভাগ



কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, অনার্স এবং মাস্টার্স রেজাল্টের ক্ষেত্রে সিজিপিএ -- ৫ স্কেলে হয়।

(১) ৩.৭৫ থেকে ৫.০০ পর্যন্ত ১ম শ্রেণী/ বিভাগ
(২)  ২.৮১৩ থেকে ৩.৭৪ পর্যন্ত ২য় শ্রেণী/ বিভাগ
(৩) ১.০০ থেকে ২.৮১২ পর্যন্ত ৩য় শ্রেণী/ বিভাগ


#কত পয়েন্টে কোন শ্রেণী/বিভাগ | 

#কত জিপিএ বা সিজিপিএ তে কোন শ্রেণী/বিভাগ | 




You can check  out here another English Grammar link ...

👇👇👇👇👇👇


1.Rules of Modifier


2.Simple, Complex & Compound



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

1 Comments

  1. Wow fantastic your article. Very helpful in my educational life. Thank you vaiya....

    ReplyDelete

Please do not enter any spam link in the comment box.