এইচএসসি বিএম অ্যাসাইনমেন্ট ৮ম
সপ্তাহ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২
২০২১
সালের এইচ.এস.সি (বিএম) পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ শ্রেণী: দ্বাদশ
বিষয় কোড: ১৮২৭ স্তর: এইচ.এস.সি (বিএম)
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৬
অ্যাসাইনমেন্ট শিরোনাম : ব্যবসায়
প্রতিষ্ঠানে নির্দেশনার ধারণা বিশ্লেষণ-।
(ক) নং প্রশ্নের উত্তর:
নির্দেশনার
সংজ্ঞা:
নির্দেশনা বলতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের নির্দেশ প্রদান কে বোঝায়। নির্দেশনার শুধু কর্মীদের আদেশ প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; অধঃস্তন কর্মীদের সম্ভাব্য ।
সকল প্রচেষ্টা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ব্যবহারের উদ্দেশ্যে
আদেশ,উপদেশ, অনুরোধ, পরামর্শদান, প্রত্যক্ষ বা পরোক্ষ সমন্বিত যাবতীয় কার্য এর
সাথে সংশ্লিষ্ট।
নিম্নে নির্দেশনার কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা উল্লেখ করা হলো:
(i) Prof. Newman বলেন, যে
পন্থায় একজন নির্বাহী তার অধঃস্তন কর্মীদের উপদেশ প্রদান করেন বা কর্মপন্থার
ইঙ্গিত করেন তাকে নির্দেশনা বলে।
(ii)
Marshal E. Demok এর মতে, নির্দেশনা কার্য হল প্রশাসনের হৃদপিণ্ড, যা কর্মপন্থা
নির্ধারণ, আদেশ ও নির্দেশ প্রদান এবং গতিশীল নেতৃত্বদানের সাথে জড়িত।
(ill)
Koontaz and o, Donnell বলেন, অধীন কর্মীদের তত্ত্বাবধান ও পরিচালনা সংক্রান্ত সকল
প্রকার নির্বাহী কাজ হল নির্দেশনা।
(iv)
Dale and Michelon এর মতে, নির্দেশনা হচ্ছে কর্মীদের কি করতে হবে এবং তারা সর্বোচ্চ
ক্ষমতা প্রয়োগ করে সে কাজ করবে কিনা তা দেখা।
পরিশেষে বলা যায়, নির্দেশনা হলো উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান নিয়োজিত কর্মীদের সামর্থের সর্বোচ্চ ব্যবহারের নিমিত্তে তাদের কার্য সম্বন্ধে অবহিত করণ,
আদেশ-নির্দেশ প্রদান, পরামর্শদান তথা প্রয়োজনীয় তত্ত্বাবধান ও গতিশীল নেতৃত্বদানের এক অবিরাম প্রক্রিয়া।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#30minuteeducation
#hsc_bm_8th_week_assigment_management_2_class_12 #hsc_bm_management_2_8th_week_assignment_2021 #hsc_bm_management_assignment_2021 #hsc_bm_management_assignment_answer #hsc_bm_management_2_assignment_2021#management_assignment_hsc_bm #management_2_assignment_hsc_bm_2021 #management_2_assignment_hsc_bm #management_assignment__hsc_bm #এইচএসসি_বিএম_ব্যবস্থ_২_এসাইনমেন্ট_উত্তর #twolearning #muktarhossain
0 Comments
Please do not enter any spam link in the comment box.