এইচএসসি বিএম অ্যাসাইনমেন্ট ৮ম
সপ্তাহ হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১
২০২১
সালের এইচ.এস.সি (বিএম) পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১
শ্রেণী: একাদশ
বিষয় কোড: ১৮১৫
স্তর: এইচ.এস.সি (বিএম)
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৬
অ্যাসাইনমেন্ট শিরোনাম :
১নং প্রশ্নের উত্তর
ব্যাংক সমন্বয় বিবরণী
প্রস্তুত করার গুরুত্ব
কোন নির্দিষ্ট তারিখে নগদান বইয়ের ব্যাংকের ঘরের জেরের সাথে পাস বইয়ের জেরের মিল থাকার প্রয়োজন।
কারণ আমানতকারী তার প্রতিটি জমা ও খরচ তার রক্ষিত নগদান বইয়ের ব্যাংকের
ঘরে লিপিবদ্ধ করেন, তদ্রুপ ব্যাংক তাদের খতিয়ানের আমানতকারীর হিসাবে লেনদেনগুলো
লিপিবদ্ধ করে থাকে।
কিন্তু বাস্তব ক্ষেত্রে বিভিন্ন কারণে প্রায়
সবসময়ই দুটি উদ্ধৃত্ত সমান হতে দেখা যায় না। যেসব কারণে ব্যাংক সমন্বয় বিবরণী
প্রস্তুত করা হয় তা নিম্নে তুলে ধরা হলো:
সঠিক
আর্থিক চিত্র তুলে ধরা : হিসাব চূড়ান্তকরণ এই সঠিক আর্থিক
চিত্র তুলে ধরার জন্য একটি প্রস্তুত করা হয়।
নির্ভুলতা
প্রমাণ করা : আমানতকারীর নগদান বই এবং পাস বইয়ের
মধ্যকার দুটি জের বা উদ্ধৃত্তের গরমিলের নির্ভুলতা প্রমাণ করার উদ্দেশ্যে ব্যাংক
সমন্বয় বিবরণী তৈরি করা হয়ে থাকে।
অলিখিত লেনদেনওলো হিসাবভুক্ত করা:
ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে ব্যাংক সংক্রান্ত অলিখিত
লেনদেনগুলোর সমন্বয় দাখিলার মাধ্যমে উভয় বইতে হিসাবভুক্ত করা।
ভুল-ত্রুটি
উদঘাটন করা : নগদান বই ও পাস বই তে কোন ভুল ত্রুটি
হলে এ বিবরণী প্রস্তুত করে তা উদঘাটন করা হয়।
পরিশেষে বলা যায় যে, কোন প্রতিষ্ঠান নগদান বইয়ের ব্যাংক হিসাবের উদ্বৃত্তের সঠিকতা প্রমাণের জন্যই মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়।
এ বিবরণী আমানতকারী ও ব্যাংক
উভয়ের জন্যই কার্যকরী ভূমিকা পালন
করে।
২নং প্রশ্নের উত্তর
আলম এন্ড কোং-এর
ব্যাংক সমন্বয় বিবরণী
৩১ ডিসেম্বর ২০২০ সালের জন্য
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#30minuteeducation
#hsc_bm_accounting_1_assignment_8th_week #hsc_bm_8th_week_accounting_1_assignment_answer #hsc_bm_accounting_1_assignment_answer_8th_week #এইচএসসি_বিএম_একাদশ_শ্রেণি_হিসাববিজ্ঞান_এসাইনমেন্ট_উত্তর #twolearning #muktarhossain
0 Comments
Please do not enter any spam link in the comment box.