Header Ads Widget

Responsive Advertisement

অধ্যায় :২ | দুতরফা দাখিলা পদ্ধতি | হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় | হিসাবের বই সমূহ | HSC | Admission | Two Learning | 30minuteeducation

 

২- অধ্যায় | দুতরফা দাখিলা পদ্ধতি

হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়

হিসাবের বই সমূহ

 HSC | Admission


২- অধ্যায় | দুতরফা দাখিলা পদ্ধতি | হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় | হিসাবের বই সমূহ | HSC | Admission | Two Learning | 30minuteeducation



বিষয়: হিসাববিজ্ঞান-১ম                  ক্লাস-১                                বিষয় কোড: ২৫৩


লেকচার টপিক:

                     ‍দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ


আজকের পাঠের বিষয়বস্তু:   *দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা..


      *  হিসাবের ‍ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী (হিসাবের শ্রেণিভিত্তিকও সমীকরণ ভিত্তিক)

 

প্রথমে আমরা শিখবো দু'তরফা দাখিলা হিসাব পদ্ধতি...


দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি (Double Entry System)

 

*হিসাবরক্ষণের মূল ভিত্তি হল- দুতরফা দাখিলা পদ্ধতি।

*দুতরফা মানে দুটি পক্ষ।


//কর্মচারীকে বেতন প্রদান ৫০০০ টাকা।

              জাবেদা: বেতন হিসাব ডে: ৫০০০/-

                     নগদান হিসাব ক্রে: ৫০০০/-


একটি পক্ষ সুবিধা গ্রহণ করে অপর পক্ষ সুবিধা প্রদান করে। সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট এবং সুবিধা প্রদানকারী হিসাব ক্রেডিট।

 


এখন দেখবো দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে?:

১৪৯৪ সালে ইতালির ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ লুকা ডি প্যাসিওলি (Luca de Pacioli)

হিসাবরক্ষণের বিজ্ঞানভিত্তিক দু তরফা দাখিলা পদ্ধতির উপর বইটি প্রকাশ করেন বইটির নাম 

Summia De Arithmetica Geometrica Proportion et Proportionalita.


দু তরফা দাখিলা পদ্ধতির উপর দ্বিতীয় বইটি প্রকাশ হয় ১৫১৮ সালে জার্মানিত ।



দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য ও সুবিধা:

*প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে। *দ্বৈত স্বত্তা

//নগদে বেতন প্রদান ২০০০ টাকা লেনদেন কি হবে?

        জাবেদা:   বেতন হিসাব ডে: ২০০০/-

                                 নগদান হিসাব ক্রে: ২০০০/-

*ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ অবশ্যই সমান হবে।


*প্রতিষ্ঠান এবং মালিক সম্পূর্ণ পৃথক স্বত্ত্বা হিসাবে বিবেচিত হবে।

 

   //মালিক ১,০০,০০০ টাকা ব্যবসায় মূলধনস্বরুপ আনয়ন করলেন।

জাবেদ:    নগদান হিসাব ডে: ১০০০০০/-

                                     মূলধন হিসাব ক্রে: ১০০০০০/-

 

*হিসাববিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে বিবেচিত এটি।


*সকল লেনদেনের পরিপূর্ণ হিসাব রাখা সম্ভব হয় বলে এটি একটি পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা ।

*ডেবিট=ক্রেডিট


*গাণিতিক শুদ্ধতা যাচাই


*লাভ-লোকসান নিরুপণ


কয়েকটি নৈবক্তিক দেখে নেওয়া যাক:

১. দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝায়- (ক) সম্পত্তি ও নামিক হিসাব সমূহ   

 (খ) দুটি জাবেদার ব্যবহার

(গ) দুটি জাবেদা ও একটি খতিয়ানের ব্যবহার     

(ঘ)  প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষের লিপিবদ্ধকরণ

 

 

*. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-


 (ক) রিপোটিং পদ্ধতি 

(খ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি

  (গ) লিপিবদ্ধকরণ পদ্ধতি  

(ঘ) ডেবিট ও ক্রেডিট নির্ণয় পদ্ধতি

কোনটি সঠিক উত্তর? কমেন্টে জানিয়ে দাও...      



👇👇👇👇

বিস্তারিত দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation               

#hsc_accounting_1st_paper_chapter_2 #Double_Entry_System #হিসাবের_ডেবিট_ক্রেডিট_নির্ণয় #হিসাবের_বইসমূহ #HSC #Admission #twolearning      

Post a Comment

0 Comments