Header Ads Widget

Responsive Advertisement

HSC Accounting 1st Paper Chapter 2 | হিসাব সমীকরণ | HSC | Admission | অধ্যায় ২ | Accounting Equation | Two Learning | 30minuteeducation


 হিসাব সমীকরণ | Accounting Equation | basic |

hsc accounting 1st paper chapter 2

HSC | Admission | অধ্যায় -২


HSC Accounting 1st Paper Chapter 2 | হিসাব সমীকরণ | HSC | Admission | অধ্যায় ২ | Accounting Equation | Two Learning | 30minuteeducation


হিসাববিজ্ঞান-১ম পত্রের ৩০ দিনের কোর্স সম্পূর্ণ ফ্রিতে :


বিষয়: হিসাববিজ্ঞান-১ম              

   ক্লাস-২             বিষয় কোড: ২৫৩



লেকচার টপিক:

                      ‍দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ


আজকের পাঠের বিষয়বস্তু:   * হিসাব সমীকরণ প্রস্তুতকরণ..

     

প্রথমে আমরা শিখবো:  হিসাব সমীকরণ প্রস্তুতকরণ (Preparation of Accounting Equations)


যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদানসমূহ তথা সম্পত্তি দায় ও মালিকানা স্বত্ত্বের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে ।

 

 হিসাব সমীকরণের উপাদান ৩ টি । সম্পত্তি (Assets), দায় (Liabilities) মালিকানাস্বত্ত্ব (Owner's Equity)। ব্যবসায়ের দুইটি মৌলিক উপাদান।


এগুলো নিচে আলোচনা করা হলো :

 

১. সম্পত্তি: একটি ব্যবসায় প্রতিষ্ঠানে যে সকল পরিসম্পদ রাখা হয় এবং যা ব্যবসায়ের জন্য আরো সম্পদ সৃষ্টিতে সাহায্য করে ও উপযোগ সৃষ্টি করে তাকে সম্পত্তি বলা হয়।

 যেমন- দালানকোঠা, আসবাবপত্র, বিক্রয়ের জন্য মজুদমাল ইত্যাদি।

 


২. স্বত্ত্বাধিকার : সম্পত্তির উপর যে অধিকার থাকে তার নাম স্বত্ত্বাধিকার। স্বত্ত্বাধিকার শব্দটি সম্পত্তির সাথে জড়িত। সম্পত্তি থাকলেই স্বত্ত্বাধিকার থাকবে।


 যেমন- জনাব মজনু ১,০০,০০০ টাকা ব্যবসায়ের মুলধন হিসাবে যোগান দিল । 


এর ফলে ব্যবসায়ের নগদ সম্পদ বৃদ্ধি পেল ১,০০,০০০ টাকা। সেই সাথে তার ১,০০,০০০ টাকার একটি স্বত্ত্বাধিকার।


হিসাব সমীকরণ (Accounting Equation) :

ব্যবসায় প্রতিষ্ঠানে দায় থেকে সম্পদ সৃষ্টি হয়।




মৌলিক হিসাব সমীকরণটি হলো :

সম্পত্তি = দায় + মালিকানাস্বত্ত্ব । (Assets = Liabilities + Owner's Equity)


অংশীদারী ব্যবসায়ের মৌলিক হিসাব সমীকরণটি হলো : সম্পত্তি = দায় +অংশীদারদের স্বত্ব (Assets = Liabilities + Partner's Equity)


কোম্পানির মৌলিক হিসাব সমীকরণটি হলো : সম্পত্তি = দায় +শেয়ারহোল্ডারদের স্বত্ব (Assets = Liabilities + Shareholder's Equity)



👇👇👇👇

বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation      

#hsc_accounting_1st_paper_chapter_2 #accounting_equation #হিসাব_সমীকরণ #টেবুলার_ছক #twolearning

#HSC #Admission         

Post a Comment

0 Comments