হিসাবচক্র | জাবেদার শ্রেণিবিভাগ |
কারবারি বাট্টা ও নগদ বাট্টা নির্ণয়
আজকের পাঠের বিষয়বস্তু:
* হিসাবচক্র
*হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণিবিভাগ
*কারবারি বাট্টা ও নগদ বাট্টার ধারণা
প্রথমে আলোচনা করবো হিসাবচক্র...
হিসাব চক্র (Accounting Cycle) : হিসাব চক্র হিসাব সংক্রান্ত কার্যাবলীর
হিসাবকাল কেন্দ্রিক সুশৃঙ্খল ঘূর্ণায়মান অবস্থা।
হিসাব চক্র কারবারী লেনদেন সনাক্তকরণ ও
লিপিবদ্ধকরণের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে লেনদেন শ্রেণিভুক্তকরণ,সংক্ষিপ্তকরণ,
আর্থিক বিবরণী প্রস্তুত ও সমাপনী দাখিলার মাধ্যমে শেষ হয়।
হিসাব চক্রের পর্যায়ক্রমিক আবশ্যিক ধাপগুলো হল:
১. কার্য বিবরণী প্রস্তুতকরণ
২. বিপরীত দাখিলা দেয়া
৩. ভুল সংশোধনী দাখিলা দেয়া (পরিত্যাজ্য ধাপ)
লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার ধাপসমূহ :
১. লেনদেন বিশ্লেষণ
২. জাবেদা দাখিলা প্রদান
৩. জাবেদার তথ্যসমূহ খতিয়ানে স্থানান্তর।
এখন আলোচনা করবো : হিসাবের
প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণিবিভাগ
জাবেদা (Journal)
Journal শব্দটি এসেছে ফরাসী ‘Jour’ শব্দ থেকে।
যে হিসাবের খাতায় কোন ব্যবসায় প্রতিষ্ঠানের
দৈনন্দিন লেনদেনসমূহ রোজের ক্রমানুসারে দু তরফা দাখিলা পদ্ধতির সূত্রানুসারে লিপিবদ্ধ
করা হয় তাহাকে জাবেদা/জাবেদা দাখিলা/ জাবেদায়ন/দাখিলা বলে ।
জাবেদাকে যে যে নামে আখ্যায়িত করা হয় :
১. মৌলিক দাখিলার বই (Book
of Original Entry)
২. লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড (Chronological
Record of Transaction)
৩. হিসাব প্রক্রিয়ার প্রাথমিক বই (Book
of Basic Accounts)
৪. প্রাথমিক দাখিলার বই (Books
of Primary Entry)
৫. দৈনন্দিন দাখিলার বই (Books
of Daily Entry)
৬. সহকারী দাখিলার বই (Books
of Supporting Entry)
৭. আদি দাখিলার বই ইত্যাদি নামে অভিহিত করা হয়
(Books of Preliminary Account)
জাবেদা দাখিলার কাঠামোগত শ্রেণিবিভাগ :
জাবেদা
দাখিলাকে দুইভাগে ভাগ করা যায়। যথা- ১. সরল দাখিলা ২. মিশ্র দাখিলা।
জাবেদার শ্রেণিবিভাগ: (ক) সাধারণ বা প্রকৃত জাবেদা
১. প্রারম্ভিক জাবেদা,
২. সমন্বয় জাবেদা,
৩. সংশোধনী জাবেদা,
৪. সমাপনী জাবেদা
৫. স্থানান্তর জাবেদা,
৬. বিপরীত দাখিলা
(খ) বিশেষ জাবেদা
১. ক্রয় জাবেদা, ২. বিক্রয় জাবেদা,
৩. নগদ প্রাপ্তি জাবেদা, ৪. নগদ প্রদান
জাবেদা
৬. ক্রয় ফেরত জাবেদা, ৭. বিক্রয়
ফেরত জাবেদা
এখন আলোচনা করবো : কারবারি
বাট্টা ও নগদ বাট্টার ধারণা
বাট্টা
প্রধানত ২ প্রকার: যথা-
১. কারবারি বাট্টা (Trade Discount): ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া বা পাওয়া যায় তাই কারবারী বাট্টা এটি হিসাবের কোন ধাপে অন্তর্ভুক্ত হয় না।
এর ফলে আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয় না।
২. নগদ বাট্টা (Cash Discount): পণ্য ক্রয়-বিক্রয় থেকে উদ্ভূত দেনা-পাওনা
নিষ্পত্তির সময় যে বাট্টা পাওয়া যায় বা দেওয়া হয় তাই নগদ বাট্টা।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
#30minuteeducation
#cashdiscount
#হিসাবচক্র #জাবেদার_শ্রেণিবিভাগ #হিসাবের_বইসমূহ
#hsc_accounting_1st_year #admission
#twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.