১০ম শ্রেণির অর্থনীতি
এসাইনমেন্ট ২০২২
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২২
সালের এস.এস.সি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: অর্থনীতি বিষয় কোড: ১৪১ স্তর: এস.এস.সি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট
শিরোনাম : বিভিন্ন অর্থনৈতিক
ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ
(ক) বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার ধারণা ব্যাখ্যা:
সমাজে মানুষের সম্পত্তির অধিকার, উৎপাদন পদ্ধতি, বিনিময় পদ্ধতি, বণ্টন পদ্ধতি, ভোগ পদ্ধতি বা ভোগ ক্ষেত্রে স্বাধীনতা, শ্রম নিয়োগ,
ব্যবসায়-বাণিজ্যের গতি-প্রকৃতি প্রভৃতি বিষয়ে অর্থনৈতিক কার্যাবলি
সম্পাদনে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ
প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়।
সকল সমাজেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান প্রভৃতি সমস্যার স্বরূপ প্রায় একই কিন্তু বিভিন্ন সমাজে প্রাপ্ত সম্পদের সাপেক্ষে সমাধান পদ্ধতির ভিন্নতা রয়েছে।
সমাধান পদ্ধতির ভিন্নতা অনুযায়ী পৃথিবীতে বিকল্প অর্থনৈতিক
ব্যবস্থা প্রচলিত আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো :
• ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
• সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক
অর্থব্যবস্থা
• মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা
• ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা
১। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা (Capitalistic Economy): ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে।
ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ এবং তাঁর অনুসারীরা এ অর্থনীতির দৃঢ়
প্রবক্তা ও সমর্থক। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এরূপ একটি অর্থনৈতিক ব্যবস্থা
যেখানে প্রত্যেক ব্যক্তি উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ
করে।
সুতরাং যে অর্থব্যবস্থায় ব্যক্তি সম্পদের মালিকানা এবং
ব্যক্তিস্বাতন্ত্র বিদ্যমান থাকে এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম
প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলা হয়।
V. l. Lenin এর মতে, “ধনন্ত্র বলতে উৎপাদনের ঐ উন্নত স্তরকে বোঝায়
যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয়।”
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#১০ম_শ্রেণির_অর্থনীতি_এসাইনমেন্ট_২০২২ #১০ম_শ্রেনির_অর্থনীতি_এসাইনমেন্ট_৭ম_সপ্তাহ_2022 #ssc_2022_class_10_economics_assignment_7th_week_answer #assignment_class_10_economics #twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.