HSC Assignment 2021
Finance & Banking 5th Week Answer
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১
সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা পত্র : প্রথম
বিষয় কোড: ১১৭ স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৩
অ্যাসাইনমেন্ট
শিরোনাম :
অর্থের
সময় মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া
(ক) অর্থের সময়
মূল্যের ধারণা
সাধারণভাবে
আমরা পর্যালোচনা করলে দেখতে পাই, যে বর্তমানে অর্থ পাবার সুযোগ পাবে সে ভবিষ্যতে
সেই পরিমাণ অর্থ গ্রহণ করতে চাইবে না। কারণ আজকের ১০ টাকা ভবিষ্যতের ১০ টাকার সমান
নয়।
তাই বর্তমানের ১০ টাকা তার কাছে অধিক গ্রহণযোগ্য
বলে বিবেচিত হবে।কেননা ভবিষ্যতে প্রাপ্য ১০ টাকা বর্তমানে ১০ টাকার মূল্য সাধারণত
কম হয়ে থাকে। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের চেয়ে তারতম্য ঘটে থাকে
অর্থের সময়মূল্য বলে।
উদাহরণঃ
যদি
কোন ব্যক্তি কে বর্তমানে প্রদেয় 100 টাকা এক বছর পরে প্রদান করা হয় এবং সুদের
হার ১০% হয় সেক্ষেত্রে তাকে ১০০+ ১০= ১১০ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় লোকটি
ক্ষতিগ্রস্ত হবে। যদি এক বছর পরে তাকে 100 টাকায় পরিশোধ করা হয়
তাহলে
সে প্রকৃতপক্ষে পরিশোধ করা হবে ১০০X১০০/ ১১০=৯০.৯০ টাকা। তাই বলা যায় ভবিষ্যতে
যে অর্থ পাওয়া যাবে তার বর্তমান মূল্য কমে যাবে। একেই অর্থের সময়মূল্য বলা হয়।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#hsc_assignment_2021_5th_week_finance_answer #hsc_assignment_2021_5th_week #HSC_5th_Week_Finance_Assignment_Answer #twolearning #HSC_Finance_Banking_Assignment_Answer_5th_Week
0 Comments
Please do not enter any spam link in the comment box.