Header Ads Widget

Responsive Advertisement

SSC 2021 History 5th Week Assignment Answer |SSC ২০২১ ইতিহাস এসাইনমেন্ট ৫ম সপ্তাহ উওর | SSC 5th week Answer | Two Learning | 30minuteeducation


SSC ২০২১ ইতিহাস 

এসাইনমেন্ট ৫ম সপ্তাহ উওর


SSC 2021 History 5th Week Assignment Answer |SSC ২০২১ ইতিহাস এসাইনমেন্ট ৫ম সপ্তাহ উওর | SSC 5th week Answer  | Two Learning | 30minuteeducation



Two Learning

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা


২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

 

    বিষয়: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা           বিষয় কোড: ১৫৩        স্তর: এস.এস.সি

 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর:


অ্যাসাইনমেন্ট শিরোনাম : প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন এবং জনপদ চিহ্নিত কর এবং নিজ জেলা কোন জনপদের অধীন তা বর্ণনা---

 


(ক) প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলো চিহ্নিত



 

মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ ‘বঙ্গ- কুষ্টিয়া, যশোর, নদীয়া, ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ।

* সমতট- কুমিল্লা ও নোয়াখালী।


* হরিকেল- পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট


* গৌড়- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, মালদহ ও পশ্চিম দিনাজপুর


* বরেন্দ্র- বগুড়া, পাবনা ও রাজশাহীর অংশবিশেষ।


* বরেন্দ্র- বগুড়া, পাবনা ও রাজশাহীর অংশবিশেষ


* পুণ্ড- বগুড়া, রাজশাহী ও রংপুর-দিনাজপুর জেলার অংশ।

চন্দ্রদ্বীপ- বরিশাল (বাকলা, ইসলামপুর)।

 

 

(খ) প্রাচীন বাংলার জনপদ গুলোর গুরুত্ব ব্যাখ্যা

 

জনপদ গুলোর গুরুত্ব:

 চতুর্থ শতক থেকে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল, সেন আমলের শিলালিপি ও বিভিন্ন । গ্রন্থে প্রাচীন বাংলার বিভিন্ন জনপদের নাম পাওয়া গেছে।

 

পুন্ড্র

পৌন্দ্রিক শব্দ থেকে পুনামের উৎপত্তি। এর অর্থ- আখ বা চিনি। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হলো পুণ্ডা বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। 


প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। সম্রাট অশোকের রাজত্বকালে প্রাচীন পুন্ড্র রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত হয়।

 

বর্তমান অবস্থান বগুড়া জেলার মহাস্থানগড়। বৈদিক সাহিত্য ও মহাভারতে এ জাতির উল্লেখ আছে। পাল রাজারা উত্তরবঙ্গকে তাদের পিতৃভূমি মনে করত। 

সেজন্য এর নামকরণ করেছিল বারিন্দ্রী। এই বারিন্দ্রী থেকে বরেন্দ্র শব্দের উৎপত্তি। বর্তমান করতোয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলই বরেন্দ্রভূমি নামে পরিচিত। 

গঙ্গা ও করতোয়া নদীর পশ্চিমাংশের মধ্যবর্তী। অংশকে রামায়ণে বারিন্দ্রীমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে।

 


গৌড়

প্রাচীন বাংলার জনপদ গুলোকে শশাঙ্ক গৌড় নামে একত্রিত করেন। পাণিনির গ্রন্থে। সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায়। 

কৌটিল্যের অর্থশাস্ত্র' গ্রন্থে এ জনপদের শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায়। হর্ষবর্ধনের শিলালিপি হতে প্রমাণিত হয় যে, সমুদ্র উপকূল হতে গৌড় দেশ খুব বেশি দূরে ছিল না।



👇👇👇👇

বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...



Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#twolearning #ssc_2021_history_5th_week_assignment_answer #ssc_2021_assignment_5th_week #SSC_Assignment_history_৫ম_সপ্তাহ

Post a Comment

0 Comments