এইচএসসি বিএম হিসাববিজ্ঞান
এসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ
বাংলাদেশ কারিগরি
শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১
সালের এইচ.এস.সি (বিএম) পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১ শ্রেণী: একাদশ
বিষয় কোড: ১৮১৫
স্তর: এইচ.এস.সি (বিএম)
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৩
অ্যাসাইনমেন্ট শিরোনাম : শিরোনামটি তুমি তোমার কলেজ থেকে
জেনে নিও..
(ক) নং প্রশ্নের উত্তর:
সমাধানঃ
১।
কোন কোন ভুল রেওয়ামিলে ধরা পড়ে না আলোচনা করা হলো:
রেওয়ামিল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করেলেও, এমন কিছু ভুল আছে যা রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে ধরা পড়ে না।
এ জাতীয় ভুলকে রেওয়ামিলের সীমাবদ্ধতাও বলা হয়। এ জাতীয়
ভুল স্বাভাবিক ভাবে ধরা না পড়লেও এদের সম্পর্কে জানা থাকা দরকার যাতে এ জাতীয়
ভুল সংঘঠিত না হয় বা সংঘঠিত হলেও ধুত উৎঘাটন করা যায়।
নিম্নে এ জাতীয় ভুল সম্পর্কে আলোচনা করা হলো:
ভুল
প্রধানত দুই প্রকার।
যথা:
১। করণিক ভুল এবং ২। নীতিগত
ভুল
(ক) বিচ্যুতি বা বাদ পড়ার ভুল
(খ)
লেখার ভুল
(গ) বে-দাখিলার ভুল
(ঘ)
পরিপূরক ভুল।
১। করণিক ভুল : হিসাববিজ্ঞানের কার্যাবলি বিভিন্ন শ্রেণিতি বিভক্ত করে বিভিন্ন ব্যক্তিবর্গ কর্তৃক হিসাবরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
ব্যক্তি হিসাব সংরক্ষণের সমান পারদর্শী নয় বলে হিসাবে
করণিক ভুল হয়ে থাকে।
যেমন-করিমের নিকট হতে ৫.০০০/টাকার পণ্য ক্রয়
বিষয়টি ভুলবশত ডেবিট পাশে ৫০০/- টাকা এবং ক্রেডিট পাশে ৫০০/- টাকা লেখা হলো।
এ
ধরণের ভুল হলে রেওয়ামিল মিলে যায় এবং রেওয়ামিল হতে এ ভুল নির্ণয় করা সম্ভব হয়
না।
ভুলের প্রকৃতি অনুযায়ী করণিক ভুলকে আবার চার
ভাগে ভাগ করা যায়।
যথা:
(ক) বিচ্যুতি বা বাদ পড়ার ভুল, (খ) লেখার ভুল, (গ) বেদাখিলার ভুল এবং (ঘ) পরিপূরক
ভুল।
২। নীতিগত ভুল: হিসাববিজ্ঞানের
স্বীকৃত নীতি না মানার ফলে হিসাবে অর্থাৎ মুনাফা জাতীয় কোন লেনদেনকে মূলধন জাতীয়
হিসাবে লেখা বা মূলধন জাতীয় কোন লেনদেনকে মুনাফা জাতীয় হিসাবে লেখা।
যেমন-
আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লেখা এবং পণ হয়কে আসবাবপত্র হিসাবে লেখা। নীতগত
ভূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
(ক) মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লেখা (খ) মূলধন জাতীয় হিসাবকে
মুনাফ জাতীয় হিসাবে লেখা।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#twolearning #hsc_bm_accounting_assignment_4th_week_answer #hsc_bm_accounting_1_assignment_4th_week #এইচএসসি_বিএম_হিসাববিজ্ঞান_এসাইনমেন্ট_চতুর্থ_সপ্তাহ
0 Comments
Please do not enter any spam link in the comment box.