Header Ads Widget

Responsive Advertisement

HSC BM Accounting Assignment 4th Week Answer | বিএম হিসাববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর একাদশ শ্রেণি | 2021 | Two Learning | 30minuteeducation


এইচএসসি বিএম হিসাববিজ্ঞান

এসাইনমেন্ট চতুর্থ সপ্তাহ


HSC BM Accounting Assignment 4th Week Answer | বিএম হিসাববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর একাদশ শ্রেণি | 2021 | Two Learning | 30minuteeducation


বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা


২০২১ সালের এইচ.এস.সি (বিএম) পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

 

    বিষয়: হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-১     শ্রেণী: একাদশ     

                                                                     বিষয় কোড: ১৮১৫     স্তর: এইচ.এস.সি (বিএম)

 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর:

অ্যাসাইনমেন্ট শিরোনাম :  শিরোনামটি তুমি ‍তোমার কলেজ থেকে ‍জেনে নিও..

 

(ক) নং প্রশ্নের উত্তর:

 

সমাধানঃ

১। কোন কোন ভুল রেওয়ামিলে ধরা পড়ে না আলোচনা করা হলো:

 

রেওয়ামিল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করেলেও, এমন কিছু ভুল আছে যা রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে ধরা পড়ে না। 

এ জাতীয় ভুলকে রেওয়ামিলের সীমাবদ্ধতাও বলা হয়। এ জাতীয় ভুল স্বাভাবিক ভাবে ধরা না পড়লেও এদের সম্পর্কে জানা থাকা দরকার যাতে এ জাতীয় ভুল সংঘঠিত না হয় বা সংঘঠিত হলেও ধুত উৎঘাটন করা যায়।

 

 নিম্নে এ জাতীয় ভুল সম্পর্কে আলোচনা করা হলো:

ভুল প্রধানত দুই প্রকার।

যথা: ১। করণিক ভুল এবং               ২। নীতিগত ভুল

 (ক) বিচ্যুতি বা বাদ পড়ার ভুল

(খ) লেখার ভুল

 (গ) বে-দাখিলার ভুল

(ঘ) পরিপূরক ভুল।


১। করণিক ভুল : হিসাববিজ্ঞানের কার্যাবলি বিভিন্ন শ্রেণিতি বিভক্ত করে বিভিন্ন ব্যক্তিবর্গ কর্তৃক হিসাবরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। 

ব্যক্তি হিসাব সংরক্ষণের সমান পারদর্শী নয় বলে হিসাবে করণিক ভুল হয়ে থাকে।

 যেমন-করিমের নিকট হতে ৫.০০০/টাকার পণ্য ক্রয় বিষয়টি ভুলবশত ডেবিট পাশে ৫০০/- টাকা এবং ক্রেডিট পাশে ৫০০/- টাকা লেখা হলো।


এ ধরণের ভুল হলে রেওয়ামিল মিলে যায় এবং রেওয়ামিল হতে এ ভুল নির্ণয় করা সম্ভব হয় না।

 

 ভুলের প্রকৃতি অনুযায়ী করণিক ভুলকে আবার চার ভাগে ভাগ করা যায়।

 

যথা: (ক) বিচ্যুতি বা বাদ পড়ার ভুল, (খ) লেখার ভুল, (গ) বেদাখিলার ভুল এবং (ঘ) পরিপূরক ভুল।

 

২। নীতিগত ভুল:  হিসাববিজ্ঞানের স্বীকৃত নীতি না মানার ফলে হিসাবে অর্থাৎ মুনাফা জাতীয় কোন লেনদেনকে মূলধন জাতীয় হিসাবে লেখা বা মূলধন জাতীয় কোন লেনদেনকে মুনাফা জাতীয় হিসাবে লেখা।


যেমন- আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে লেখা এবং পণ হয়কে আসবাবপত্র হিসাবে লেখা। নীতগত ভূলকে আবার দুই ভাগে ভাগ করা যায়।


যথা: (ক) মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লেখা (খ) মূলধন জাতীয় হিসাবকে মুনাফ জাতীয় হিসাবে লেখা।



👇👇👇👇

বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...



Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#twolearning #hsc_bm_accounting_assignment_4th_week_answer #hsc_bm_accounting_1_assignment_4th_week #এইচএসসি_বিএম_হিসাববিজ্ঞান_এসাইনমেন্ট_চতুর্থ_সপ্তাহ

Post a Comment

0 Comments