Header Ads Widget

Responsive Advertisement

এসএসসি ২০২১ পৌরনীতি ও নাগরিকতা নতুন এসাইনমেন্ট এর উত্তর | SSC 2021 Civics New Assignment Answer | Two Learning | 30minuteeducation

 

এসএসসি ২০২১ পৌরনীতি ও নাগরিকতা

নতুন এসাইনমেন্ট এর উত্তর



SSC 2021 Civics New Assignment Answer | Two Learning | 30minuteeducation

Two Learning

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

 

    বিষয়: পৌরনীতি ও নাগরিকতা             বিষয় কোড: ১৪০                         স্তর: এস.এস.সি


অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১


অ্যাসাইনমেন্ট শিরোনাম :  বাংলাদেশে বিদ্যমান পরিবার ব্যবস্থা ও একটি আদর্শ পরিবারের কার্যাবলি বিশ্লেষণ--

 

 

বিষয় : Civics and Citizenship

 

শিরোনামঃ   Analysis of the Existing Family System in Bangladesh and the Activities/ Functions of an Ideal Family.

 

 

ক) পরিবার ও পরিবারের ধরনঃ

 

পরিবারঃ  সমাজ স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার। বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা, তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে উঠে- তাকে পরিবার বলে।

 

পরিবারের ধরণ ও শ্রেণিবিভাগঃ আমরা সবাই পরিবারে বাস করি। কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠনকাঠামো এক রকম নয়। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ করা যায়।

 

 যেমন:

(১) বংশ গণনা ও নেতৃত্ব

(২) পারিবারিক কাঠামো ও (৩) বৈবাহিক সূত্র।

১. বংশ গণনা ও নেতৃত্ব : এ নীতির ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়।

 যথা- পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার । পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পিতার বংশপরিচয়ে পরিচিত হয় এবং পিতা পরিবারে নেতৃত্ব দেন। আমাদের দেশের অধিকাংশ পরিবার এ ধরনের।


অন্যদিকে, মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশপরিচয়ে সন্তানরা পরিচিত হয় এবং মা পরিবারে নেতৃত্ব দেন। আমাদের দেশে গারোদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়।

 



২. পারিবারিক কাঠামো: পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়।

 যথা  (ক) একক ও  (খ) যৌথ পরিবার।

 

একক পরিবারঃ একক পরিবার মা-বাবা ও ভাই-বোন নিয়ে গঠিত হয়। এ ধরনের পরিবার ছোট হয়ে থাকে।


যৌথ পরিবারঃ যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে। যৌথ পরিবার বড় পরিবার। বাংলাদেশে উভয় ধরনের পরিবার রয়েছে। তবে বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে। মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি।

 

(৩) বৈবাহিক সূত্র : বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ করা যায়।

যথা (ক) একপত্নীক (খ) বহুপত্নীক ও (গ) বহুপতি পরিবার।




বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


================

 সবার আগে সকল শ্রেণীর এ্যাসাইনমেন্ট সমাধান পেতে হলে আমাদের YouTube Channel টি এখনি Subscribe করে ফেলুন......


👇👇👇👇

Our YouTube Channel Link.. Two Learning

===================



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#TwoLearning

#hsc_assignment_2021


#SSC_Assignment_2021_Civics_Answer #পৌরনীতি_ও_নাগরিকতা_নতুন_এসাইনমেন্ট_এর_সমাধান #twolearning #civics_assignment_solution_2021 #ssc_2021_assignment_answer #ssc_assignment_2021_civics_new_answer #ssc_civics_2nd_week_assignment_answer


Post a Comment

0 Comments