এইচএসসি ২০২১ ইসলামের ইতিহাস
এসাইনমেন্ট উত্তর
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এইচএসসি
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্র : প্রথম বিষয় কোড: ২৬৭ স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট শিরোনাম :
আরব প্রাক ইসলামি যুগে শহরবাসি ও মরুবাসি
যাযাবরদের জীবনে আর্থসামাজিক রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবসমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো।
(ক) প্রাক ইসলামিযুগে শহরবাসী এবং মরুবাসী আরবদের
আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য
ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দুই শ্রেণিতে বিভক্ত করা যায় -শহরের স্থায়ী বাসিন্দা ও মরুবাসী/ মরুবা, সী যাযাবর, যারা বেদুইন’ নামে পরিচিত।
এ
আচার-ব্যবহার, জীবনযাত্রার প্রণালী, ধ্যান-ধারণা,আশা-আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ
রয়েছে ।
অনেক মরুবাসী আরব বেদুইন জীবন
ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে অপরদিকে দারিদ্রের কষাঘাত সহ্য করতে না
পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দা বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে ।
নিম্নে তাদের আর্থসামাজিক অবস্থার পার্থক্য
বর্ণনা করা হলো :
মরুবাসী :
ü বেদুইনরা
পশুর তৃণের সন্ধান এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো
ü তারা ছিলো স্বাধীনচেতা ও বেপরোয়া।
ü তাদের প্রধান পেশা ছিল লুটতরাজ ।
ü তাদের সমাজে অভাবঅণটন লেগেই থাকত।
শহরবাসী :
Ø তারা জনবসতিপূর্ণ এলাকায় বসবাস করত।
Ø কৃষিকার্য ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ছিল তাদের জীবিকার
প্রধান মাধ্যম।
Ø তারা ছির রুচিসম্পন্ন ও মার্জিত।
Ø তাদের আর্থিক অবস্থা ছিল সচ্ছল ।
(খ) প্রাক ইসলামি যুগের রাজনৈতিক অবস্থা
তমসার যুগে আরবের রাজনৈতিক অবস্থা অতীব শোচনীয় এবং নৈরাশ্যজনক ছিল ।
শহরবাসী আরবগণের রাজনৈতিক অবস্থা
তুলানামূলকভাবে কিছুটা ভালো থাকলেও মরুবাসী আরবগণের রাজনৈতিক আকাশ মেঘাচ্ছন্ন ও
নৈরাজ্যজনক ছিল।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#TwoLearning
#hsc_assignment_2021
0 Comments
Please do not enter any spam link in the comment box.