৬ষ্ঠ সপ্তাহের হিসাববিজ্ঞান
এসাইনমেন্ট ২০২২
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২২
সালের এস.এস.সি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: হিসাববিজ্ঞান বিষয় কোড: ১৪৬ স্তর: এস.এস.সি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট
শিরোনাম : লেনদেনের
বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণে এর প্রভাব নিরূপণ
(ক) নং প্রশ্নের উত্তর :
উদাহরণসহ লেনদেনের
ধারণা:
লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হল গ্রহণ ও প্রদান
অর্থাৎ দেওয়া নেওয়া ।হিসাব বিজ্ঞানের ভাষায় যেসব ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক
অবস্থার পরিবর্তন ঘটে সেসব ঘটনাকে লেনদেন বলে । লেনদেনের ফলে হিসাব সমীকরণের এক বা
একাধিক উপাদান এর পরিবর্তন ঘটবে।
যেমন,
৫০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলে, এর ফলে নগদ অর্থ কমে যায় এবং ক্রয় খরচের কারণে
মালিকানা স্বত্ব কমে যায়, ফলে এটি একটি লেনদেন।
অন্যদিকে,
৮,০০০ টাকা পণ্য বিক্রয় ফরমায়েশ পাওয়া গেলে ব্যবসায় এর আর্থিক অবস্থার কোন
পরিবর্তন হয়নি বলে এটি লেনদেন নয়।
(খ) নং প্রশ্নের উত্তর :
লেনদেনের প্রকৃতি/
বৈশিষ্ট্যঃ
লেনদেনের
ধারণাটিকে বিশ্লেষণ করলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়।
যথা, ১) অর্থের অংকে পরিমাপ যোগ্য প্রত্যেকটি
লেনদেন অবশ্যই অর্থের অংকে পরিমাপযোগ্য হবে।
২)
আর্থিক অবস্থার পরিবর্তনঃ প্রত্যেকটি লেনদেনের ফলে ব্যবসায় এর আর্থিক অবস্থার
পরিবর্তন ঘটবে।
৩)
দ্বৈত সত্তাঃ প্রত্যেকটি লেনদেনেই দুইটি পক্ষ থাকতে হবে। একটি সুবিধা প্রদানকারী
বা ক্রেডিট পক্ষ এবং অন্যটি সুবিধা গ্রহনকারী বা ডেবিট পক্ষ।
৪) স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্রঃ প্রত্যেকটি
লেনদেন হবে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র অর্থাৎ একটি
৫)
দৃশ্যমানতাঃ লেনদেন দৃশ্যমান বা অদৃশ্যমান হতে পারে।
৬)
ঐতিহাসিক ঘটনাঃ যে সকল আর্থিক ঘটনা ঘটে গেছে, সে গুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়।
ঐতিহাসিক ঘটনার লেনদেনকে ঐতিহাসিক লেনদেন বলা হয়।
(গ) নং প্রশ্নের উত্তর:
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#ssc_2022_accounting_assignment_6th_week_answer #class_10_accounting_assignment_6th_week #ssc_2022_assignment_6th_week #twolearning #6th_week_assignment_class_10
0 Comments
Please do not enter any spam link in the comment box.