Header Ads Widget

Responsive Advertisement

HSC Vocational Electronic Control 3rd Week Assignment Answer | ইলেকট্রনিক কন্ট্রোল এসাইনমেন্ট উত্তর | Two Learning | 30minuteeducation

 

ইলেকট্রনিক কন্ট্রোল 


এসাইনমেন্ট উত্তর


HSC Vocational Electronic Control 3rd Week Assignment Answer | ইলেকট্রনিক কন্ট্রোল এসাইনমেন্ট উত্তর | Two Learning | 30minuteeducation



বাংলাদেশ কারিগরি ‍শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এইচ.এস.সি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট


বিষয়: ইলেকট্রনিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশন-১     পত্র : ১ম     বিষয় কোড: ৮২৮১১   

                স্তর:  এইচ.এস.সি (ভোকেশনাল)                   শ্রেণী : একাদশ


 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর:

অ্যাসাইনমেন্ট শিরোনাম :  সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার এবং, নেটওয়ার্ক থিওরেম এর বর্ণনা—


(ক) থাইরিস্টরের প্রকারভেদ :


থাইরিষ্টর (THYRISTOR) ধারণা:


থাইরিষ্টর হল চার বা ততোধিক স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস যা সাধারণত PNPN ডিভাইস নামে পরিচিত।


থাইরিষ্টর শব্দটি গ্রিক “থাইরা” থেকে নেওয়া হইছে যার অর্থ “দরজা” যা “খোলা বা বন্ধ” বুজায়। অর্থাৎ থাইরিষ্টর একটি সেমিকন্ডাক্টর সুইচ যা অতি উচ্চ ব্রেকদাউন ভোল্টেজ এবং খুব বেসি কারেন্ট গেইন সম্পন্ন।


এক কথায় বলতে পারি- থাইরিষ্টর একটি গেইন কন্ট্রোলড সেমিকন্ডাক্টর সুইচ।


থাইরিস্টর হলো পি এবং এন-টাইপ উপাদানের চারটি স্তরের সমন্বয়ে গঠিত সলিড স্টেট অর্ধপরিবাহী যন্ত্র। এটি বিশেষত একটি দ্বৈত অবস্থার সুইচ।


যখন এটির গেট ট্রিগারকৃত তড়িৎ প্রবাহ গ্রহণ করে, তখন এটি সংযোগ পায় এবং যন্ত্রটির আড়াআড়িতে বিভব বিপরীত বায়াসড না হওয়া পর্যন্ত সংযোগের অবস্থা চলতেই থাকে, অথবা যতক্ষণ পর্যন্ত বিভব বিচ্ছিন্ন করা না হয় (বিশেষ কিছু ক্ষেত্রে)।


তিন প্রান্ত বিশিষ্ট থাইরিস্টরের নকশা করা হয় ধনাত্মক (অ্যানোড) থেকে ঋণাত্মক (ক্যাথোড) প্রান্তে প্রবাহিত বেশি তড়িৎ প্রবাহের মাত্রা নিয়ন্ত্রণের জন্য এবং এটির অন্য প্রান্তের সামান্য তড়িৎ প্রবাহের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে উক্ত দুই প্রান্তের তড়িৎ প্রবাহের মাত্রা নিয়ন্ত্রিত হয়, এই প্রান্তটি গেট হিসাবে পরিচিত।


বিপরীতে, দুই প্রান্ত বিশিষ্ট থাইরিস্টর নকশা করা হয়েছিল সুইচ চালু করতে, যখন এটির দুই প্রান্তের বিভব পার্থক্য যথেষ্ট বেশি হয়।


থাইরিস্টরের প্রকারভেদঃ

১. এস. সি. আর (SCR)

২. ডায়াক (DIAC)

৩. ট্রায়াক(TRIAC)

৪. ইউ. জে . টি (UJT)

৫.পুট (PUT


থাইরিস্টরের প্রকারভেদঃ

এসিএস

এসিএসটি

ধনাত্মক গেট থাইরিস্টর --- ধনাত্মক প্রান্তের কাছে এন-টাইপ স্তরে থাইরিস্টরের গেট থাকে।

অপ্রতিসম সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার।


দ্বিমুখী নিয়ন্ত্রণ থাইরিস্টর --- পৃথক গেট প্রান্তের সাথে দুটি থাইরিস্টর কাঠামো ধারণকারী একটি দ্বিমুখী সুইচিং যন্ত্র।


👇👇👇👇

বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...



Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#HSC_Vocational_Electronic_Control_3rd_week_Assignment #hsc_vocational_assignment_answer_2021 #hsc_vocational_assignment #এইচএসসি_ভোকেশনাল_ইলেকট্রিক_কন্ট্রোল_এবং_কমিউনিকেশন_এসাইনমেন্ট_একাদশ_শ্রেণি #hsc_2021_vocational_electronic_control_and_communication_assignment #twolearning


Post a Comment

0 Comments