এইচএসসি ভোকেশনাল ইলেকট্রনিক কন্ট্রোল
এবং কমিউনিকেশন
৩য় সপ্তাহের এসাইনমেন্ট দ্বাদশ শ্রেণি
বাংলাদেশ কারিগরি শিক্ষা
বোর্ড
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এইচ.এস.সি
(ভোকেশনাল)
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
বিষয়: ইলেকট্রনিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশন-১ পত্র : ২য় বিষয় কোড: ৮২৮২১
স্তর: এইচ.এস.সি (ভোকেশনাল) শ্রেণী
: দ্বাদশ
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৩
অ্যাসাইনমেন্ট শিরোনাম : সংখ্যাপদ্ধতি ও কোডসমূহ
(ক)
৮৪২১, এক্সেস-৩ কোড ও অন্যান্য বিসিডি কোড
৮৪২১ কোড:
BCD
এর পূর্ণ অর্থ Binary Coded Decimal, এই কোড পদ্ধতি বাইনারী বিট ও ডেসিম্যাল
ডিজিটের মধ্যে সম্পর্ক সৃষ্টিকারী কোড এবং এই পদ্ধতিতে প্রতিটি ডেসিম্যাল ডিজিটকে
এনকোড করার জন্য ৪বিট বাইনারী সংখ্যা
প্রয়োজন।
উদাহরণসরূপ: (35)10 কে BCD তে এনকোড করলে পাই (00110101)BCD যেখানে (35)10 এর সমতূল্য বাইনারী সংখ্যাটি (100011)2 হবে।
উল্লেখিত উদাহরণটি হতে ইহা স্পষ্ট যে, কোন দশমিক সংখ্যাকে BCD কোডে রূপান্তর করতে সাধারণ বাইনারী রূপান্তরের তুলনায় অধিক সংখ্যক বিট প্রয়োজন।
ডিজিটাল সিস্টেমে ইনপুট এবং আউটপুট অপারেশনে BCD কোড
ব্যবহৃত হয়।
Two Learning
BCD কোডটি ৮৪২১ কোড নামেও পরিচিত, কারন BCD কোডের চারটি বিটের স্থানীয় মান বা ওয়েট ৪, 4, 2, 1 এর মাধ্যমে প্রকাশিত হয়।
BCD কোডের
LSB এর মান 20 বা 1, পরবর্তী উচ্চতর গুরুত্ত্ব সম্পন্ন বিটের মান 2' বা 2
পরবর্তী উচ্চতর বিটের মান 22 বা 4 এবং MSB এর মান 23 বা ৪।
এ কারনে এটি একটি ওয়েটেড কোড এবং এই কোডে
গাণিতিক অপারেটরের অপারেশন যেমনঃ যোগ, বিয়োগ ইত্যাদি করা সম্ভব।
যেহেতু 0x8+1x4+0x2+1x1=5 সুতরাং আমরা বলতে পারি
(0101)BCD এর প্রতিটি বিটের ওয়েটসমূহের মাধ্যমে ডেসিম্যাল অংক 5 কে
প্রতিস্থাপন করা যায়।
যেহেতু BCD কোডে চারটি বাইনারী বিট ব্যবহার করা হয় সেহেতু বিটসমূহের বিন্যাসের মাধ্যমে সর্বোচ্চ 0 থেকে 15 পর্যন্ত দশমিক সংখ্যাসমূহ প্রকাশ করা সম্ভব।
কিন্তু বাস্তবে BCD কোডের মাধ্যমে শুধুমাত্র 0 থেকে
9 পর্যন্ত দশমিক সংখ্যাসমূহকে প্রকাশ করা হয়।
যদিও
বাইনারী কোডসমূহ 1010,1011, 1100, 1101, 1110, 1111 যথাক্রমে।
দশমিক সংখ্যা 10, 11, 12, 13, 14, 15 কে প্রকাশ।
করে তথাপি এই কোডসমূহ BCD পদ্ধতিতে ব্যবহৃত হয় না।
সুতরাং
এই ৬টি কোডসমূহকে বলা হয় নিষিদ্ধ কোড এবং ৬টি কোডের গ্রুপকে BCD পদ্ধতির নিষিদ্ধ
গ্রুপ বলা হয়।
এক্সেস-৩ কোড:
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#HSC_Vocational_Electronic_Control_3rd_week_Assignment #এইচএসসি_ভোকেশনাল_ইলেকট্রনিক_কন্ট্রোল_এবং_কমিউনিকেশন_৩য়_সপ্তাহের_এসাইনমেন্ট_দ্বাদশ_শ্রেণি #hsc_vocational_assignment_answer_2021 #hsc_vocational_assignment #এইচএসসি_ভোকেশনাল_ইলেকট্রিক_কন্ট্রোল_এবং_কমিউনিকেশন_এসাইনমেন্ট_দ্বাদশ_শ্রেণি #hsc_2021_vocational_electronic_control_and_communication_assignment #twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.