Header Ads Widget

Responsive Advertisement

HSC 2022 Assignment 5th Week Social Work Answer | পঞ্চম সপ্তাহের সমাজকর্ম এসাইনমেন্ট | Social Work Assignment | Two Learning | 30minuteeducation


 পঞ্চম  সপ্তাহের সমাজকর্ম এসাইনমেন্ট



HSC 2022 Assignment 5th Week Social Work Answer | পঞ্চম সপ্তাহের সমাজকর্ম এসাইনমেন্ট | Social Work Assignment | Two Learning | 30minuteeducation



মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা


২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

 

    বিষয়: সমাজকর্ম     পত্র : প্রথম         বিষয় কোড: ২৭১       স্তর: এইচএসসি

 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর:

অ্যাসাইনমেন্ট শিরোনাম : সমাজকর্মের ক্ষেত্রগুলোকে চিহ্নিন্তকরণ পূর্বক এটি পাঠে ব্যক্তি, দল ও সমষ্টির উন্নতির সম্ভাব্যতা নিরুপণ----

 

 

(ক) সমাজকর্মের ধারণা ও বৈশিষ্ট্য:

 

 সমাজকর্মের ধারণা:

সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, যা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টি তথা মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে মানুষ তার বস্তুগত ও অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়ে উঠে।

 

 

সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে এবং সমস্যা সমাধান প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তাই সমাজকর্মকে empowering পেশা হিসেবে অভিহিত করা হয়।

 

 

আধুনিক শিল্পসমাজের বহুমুখী ও জটিল সমস্যা মোকাবিলার জন্য সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছে; যদিও পেশাদার তথা আধুনিক সমাজকর্মের শিকড় প্রথিত রয়েছে পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি ও ধর্মীয় অনুপ্রেরণায় পরিকল্পিত সেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও প্রচেষ্টার মধ্যে।

 

সমাজকর্মের বৈশিষ্ট্য:

১। সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যাকারী কার্যক্রম

২। সমাজকর্ম হচ্ছে একটি সামাজিক কার্যক্রম, প্রতিষ্ঠিত হয়েছে জনগোষ্ঠীর কল্যাণের জন্য;মুনাফা অর্জনের জন্য নয়?


৩। সমাজকর্ম হচ্ছে একটি সংযোগকারী কার্যক্রম, যার মাধ্যমে অসুবিধাগ্রস্ত ব্যক্তি ও দল তাদের প্রয়োজন পূরণে সমষ্টির সম্পদকে কাজে লাগাতে পারে।

 

৪। সমাজ প্রতিনিয়ত গতিশীল ও পরিবর্তনশীল। গতিশীল ও পরিবর্তনশীল সমাজে মানুষ যখন সামাজিক পরিবেশের সঙ্গে আন্তক্রিয়ার সক্ষম হয় না, তখন সমাজকর্মী পরিবর্তন প্রক্রিয়ায় তাকে সামঞ্জস্য বিধানে সক্ষম করে তোলে।


👇👇👇👇

বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...



Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#HSC_2022_Social_Work_1st_paper_Assignment_5th_week #পঞ্চম_সপ্তাহের_সমাজকর্ম_এসাইনমেন্ট_উত্তর #hsc_2022_assignment_5th_week_social_work_answer #hsc_2022_assignment_5th_week_answer #twolearning

Post a Comment

0 Comments