পঞ্চম সপ্তাহের সমাজকর্ম এসাইনমেন্ট
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২২
সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর
বিষয়: সমাজকর্ম পত্র :
প্রথম বিষয় কোড: ২৭১ স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ১
অ্যাসাইনমেন্ট শিরোনাম : সমাজকর্মের
ক্ষেত্রগুলোকে চিহ্নিন্তকরণ পূর্বক এটি পাঠে ব্যক্তি, দল ও সমষ্টির উন্নতির সম্ভাব্যতা
নিরুপণ----
(ক) সমাজকর্মের
ধারণা ও বৈশিষ্ট্য:
সমাজকর্মের ধারণা:
সমাজকর্ম
হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, যা সমস্যাগ্রস্ত
ব্যক্তি, দল ও সমষ্টি তথা মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে মানুষ তার বস্তুগত ও
অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম
হয়ে উঠে।
সমাজকর্ম
ব্যক্তি, দল ও সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে এবং সমস্যা সমাধান
প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তাই সমাজকর্মকে empowering পেশা
হিসেবে অভিহিত করা হয়।
আধুনিক
শিল্পসমাজের বহুমুখী ও জটিল সমস্যা মোকাবিলার জন্য সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছে;
যদিও পেশাদার তথা আধুনিক সমাজকর্মের শিকড় প্রথিত রয়েছে পারস্পরিক সহমর্মিতা,
সহানুভূতি ও ধর্মীয় অনুপ্রেরণায় পরিকল্পিত সেচ্ছাসেবী সমাজসেবা কার্যক্রম ও
প্রচেষ্টার মধ্যে।
সমাজকর্মের বৈশিষ্ট্য:
১।
সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যাকারী কার্যক্রম
২।
সমাজকর্ম হচ্ছে একটি সামাজিক কার্যক্রম, প্রতিষ্ঠিত হয়েছে জনগোষ্ঠীর কল্যাণের
জন্য;মুনাফা অর্জনের জন্য নয়?
৩।
সমাজকর্ম হচ্ছে একটি সংযোগকারী কার্যক্রম, যার মাধ্যমে অসুবিধাগ্রস্ত ব্যক্তি ও
দল তাদের প্রয়োজন পূরণে সমষ্টির সম্পদকে কাজে লাগাতে পারে।
৪।
সমাজ প্রতিনিয়ত গতিশীল ও পরিবর্তনশীল। গতিশীল ও পরিবর্তনশীল সমাজে মানুষ যখন
সামাজিক পরিবেশের সঙ্গে আন্তক্রিয়ার সক্ষম হয় না, তখন সমাজকর্মী পরিবর্তন
প্রক্রিয়ায় তাকে সামঞ্জস্য বিধানে সক্ষম করে তোলে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#HSC_2022_Social_Work_1st_paper_Assignment_5th_week #পঞ্চম_সপ্তাহের_সমাজকর্ম_এসাইনমেন্ট_উত্তর #hsc_2022_assignment_5th_week_social_work_answer #hsc_2022_assignment_5th_week_answer #twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.