এসএসসি পরীক্ষা ২০২১ ৩য় সপ্তাহ
অর্থনীতি এসাইনমেন্ট উত্তর
Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এস.এস.সি
পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২
অ্যাসাইনমেন্ট শিরোনাম : সূর্যের আলো ভূমি নদীর পানি এগুলোর কোনটি সম্পদ
বা সম্পদ নয় তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈশিষ্ট্য
উল্লেখ পূর্বক ব্যাখ্যা প্রদান এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ ।
উত্তর:
(ক) অর্থনৈতিক সম্পদের ধারণা
উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ
সম্পর্ক থাকে। এ দেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ নিচে দেওয়া হলো :
১. কৃষি সম্পদ
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের বিস্তৃত
এলাকা জুড়ে রয়েছে পলিসমৃদ্ধ উর্বর কৃষিজমি। আমাদের জমির উর্বরতা, অনুকূল
আবহাওয়া, বৃষ্টিপাত, নদ-নদী প্রভৃতি কৃষি উৎপাদনের সহায়ক।
আমাদের কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, আলু, , চা,
তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপন্ন হয়।
দেশের প্রায় ৬৩% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ের প্রায় ১৬% ভাগ কৃষি থেকে আসে।
২. খনিজ সম্পদ
বাংলাদেশ খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়।
এখানে এ পর্যন্ত যেসব খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে,তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া
হলো :
. প্রাকৃতিক গ্যাস : প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। ২০১৬ সালে পর্যন্ত দেশে ২৬টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।
উৎপাদনরত গ্যাসক্ষেত্রগুলো হলো বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাসটিলা, রশীদপুর, সিলেট ।
৩. প্রাণিজ সম্পদ : বাংলাদেশের সর্বত্র বিভিন্ন প্রজাতির পশু-পাখি দেখা যায়।
গৃহপালিত পশু-পাখির মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি প্রভৃতি প্রধান। এ ছাড়া সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে রয়েছে বাঘ, হাতি, হরিণ।
৪. শক্তি সম্পদ : কারখানা, যানবাহন ও যোগাযোগ, যান্ত্রিক চাষাবাদ,
গহকর্ম প্রতি ক্ষেত্রে শক্তি সম্পদের ব্যবহার।
৫. পানি সম্পদ: পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ,
যা প্রাণী ও উদ্ভিদের জীবনধারণের জন্য অপরিহার্য। দেশের কৃষিজ, বনজ, প্রাণিজ ও
শক্তি সম্পদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য পানি সম্পদ প্রয়োজন।
(খ) সম্পদের ৪টি বৈশিষ্ট্য
এস এস সি ২০২১ পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট পুরো উত্তরটি পেতে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখে নিন..
👇👇👇👇👇👇
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#TwoLearning
#ssc_assignment_2021
#3rd_Week_Economics_Answer
#SSC_Assignment_2021_Economics
Thank You............
0 Comments
Please do not enter any spam link in the comment box.