Header Ads Widget

Responsive Advertisement

কারিগরির এইচএসসি বিএম-ভোকেশনাল এসাইনমেন্ট কভার পেজ পিডিএফ ডাউনলোড | Technical HSC BM-Vocational Assignment cover page | 30minuteeducation



কারিগরির এইচএসসি বিএম-ভোকেশনাল 

এসাইনমেন্ট কভার পেজ 


Technical HSC BM-Vocational Assignment cover page | 30minuteeducation | two learning



এইচএসসি (বিএম-ভোক-ডিপ্লোমা) একাদশ শ্রেণির বোর্ড চূড়ান্ত পরীক্ষা ২০২১ এর এ্যাসাইনমেন্ট রুটিন:

 প্রিয় এইচএসসি (বিএম), এইচএসসি (ভোক) এবং ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আশারা করি তোমরা অনেক ভালো আছে। 

তোমরা হয়তো জেনে গেছো যে , বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এইচএসসি(বিএম), এইচএসসি (ভোক) এবং ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির এ্যাসাইনমেন্ট ২০২১ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


যেহেতু কোভিড ১৯ এর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। 

তাই একাদশ (বিএম, ভোক, ডিপ্লোমা) শ্রেণির ফাইনাল পরীক্ষা ২০২০ নিওয়া সম্ভব হয়নি।

 তবে এ্যাসাইনমেন্ট এর মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে তাত্ত্বিক চুড়ান্ত ও ব্যবহারিক চুড়ান্ত নম্বর সংগ্রহ করে ফলাফল চুড়ান্তকরনের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সিদ্ধান্ত নিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।


শিক্ষার্থীরদের স্বাস্থ্যঝুকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে শিক্ষার্থীদের অর্জিত শিখনফল মূল্যায়ন করার জন্য এ্যাসাইনমেন্ট এর বিষয়বস্তু তৈরি করে প্রতি সোমবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


করোনার কারণে দেশের সব পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে শিক্ষাবর্ষের পাঠ্যসূচি পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করা সম্ভব হয়নি। 

তারই পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) এর সহযেগিতায় ২০২১ শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের এইচএসসি (বিএম), এইচএসসি (ভােকেশনাল) 

এবং ডিপ্লোমা-ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিষয় ও ট্রেডভিত্তিক পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি প্রস্তুত করা হয়েছে। যা এর আগে বাের্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।



 নিয়মিত রুটিন অনুযায়ী এইচএসসি (বিএম), এইচএসসি (ভোক) এবং ডিপ্লোমা ইন কমার্স 

সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর প্রশ্নপত্রসহ সমাধান পেতে  Two Learning YouTube  চ্যানেলের এর সাথেই থাকুন।


================


👇👇👇👇

Our YouTube Channel Link.. Two Learning

===================




এইচএসসি (বিএম), এইচএসসি (ভোক) এবং ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির কভার পেজ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন


👇👇👇👇👇👇



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#TwoLearning

#এইচএসসি_পরীক্ষা_২০২১_অ্যাসাইনমেন্ট

#HSC_Assignment_2021_Update_News 


Thank You............



Post a Comment

0 Comments