Header Ads Widget

Responsive Advertisement

Most Common Negative Emotions | Top 5 Negative Emotions | 30minuteeducation


Most Common Negative Emotions


10 Negative Emotions





যে  ৫টি নেগেটিভ ইমোশন তোমাকে পিছনে ফেলে দিচ্ছে:-)



Most Common Negative Emotions #30minuteeducation
Most Common Negative Emotions #30minuteeducation 


#30minuteeducation
Published Date: 15/08/2020



১. তুলনা (হিংসা)😠


অন্য কারো সাথে তুলনা করে তার success  মধ্যে ছিদ্র খোঁজার মানে হচ্ছে--



 তোমার যে হেডম নাই সেই মন খারাপকে সাময়িক সান্ত্বনা দেয়া। ও দুই নাম্বারি করেছে, সে ছেঁচড়া, তেলবাজ, খেত-আনসোসাল বলার মানে হচ্ছে---



 আমি নিজেকে এক নম্বর মনে করেও তার সাথে পারোনি তাই আফসোস করছি। সো, আজকের পর থেকে-- 

অন্যের সাথে তুলনা করতে হলে, তার এফোর্ট এর সাথে তোমার এফোর্টের তুলনা করো। 



তার স্ট্রাটেজির সাথে তোমার স্ট্রাটেজির তুলনা করো। এরপর কম্পেয়ার না করে, কমপ্লিট করো।😑







২. পটেনশিয়াল (আমি ডিজার্ভ করি)✊


দুনিয়ার সবচেয়ে লুজার মার্কা কথা হচ্ছে-- আমি এর চাইতে ভালো কিছু ডিজার্ভ করি।


 শুনো, সত্যি কথা হচ্ছে, তুমি যেটা পাইছো সেটাই তুমি ডিজার্ভ করো। এখন সেটা তোমার ভালো লাগুক বা না লাগুক-- 


সেটা দিয়ে দুনিয়ার কারো তেমন কিচ্ছু যায় আসে না। 

তোমার পটেনশিয়াল আছে বা তুমি কি ডিজার্ভ করো সেটা নিয়ে দুই মিনিটের বেশি চিন্তা করতে যেও না। 



তোমার কোন কিছু না হলে, কোন কিছুর পিছনে চেষ্টা করে না পেলে-- পরেরবার ট্রাই করে দেখো। 


ডিজার্ভ করি বলে, আজীবনের জন্য লুজার পজিশন রিজার্ভ করে বসে থেকো না।☝







৩. কেউ আমাকে দেখতে পারে না (লোনলি)😴



তোমার ফ্রেন্ড সংখ্যা কমে যাওয়ার দুইটা মানে হতে পারে। 


এক, হতে পারে তুমি তোমার টার্গেটে, তোমার নিজেকে ডেভেলপ করতে এতো ব্যস্ত, এতো ব্যস্ত যে-- আশেপাশের কারো পিছনে ফাও সময় দেয়ার মতো সময় তোমার হাতে নাই। 



আর তোমার ফ্রেন্ড সংখ্যা কমে যাওয়ার আরেকটা মানে হচ্ছে-- তুমি কারো সাথেই মিশতে চাও না। বা যাদের সাথে মিশতে গেছো তারা তোমার টাইপের মানুষ না। 



সো, চারজন নেগেটিভ ফ্রেন্ড থাকার চাইতে, ফ্রেন্ডহীন ভাবে বাসায় বসে ইউটিউব এ স্কিল ডেভেলপ এর ভিডিও দেখা অনেক ভালো।✌



How to increase your common sense...... Common Sense Fact Post





৪. ঘৃণা (হেটার্স)😴


হেটার্স নিয়ে আমার সিম্পল রুল-- 

তুমি বেঁচে থাকলে তোমার হেটার্স থাকবে।


 যেমন ধরো, তুমি যদি এই মুহূর্তে ইউটিউবে যাও। তাহলে এমন কোন ভালো বা চমৎকার ভিডিও খুঁজে পাবে না। 


যেটার মধ্যে ১০০০ এরও বেশি লাইক আছে আর একটাও ডিজলাইক নাই। 



সো, হেটার্স আর ডিজলাইক লাইফেরই একটা অংশ। 


তোমাকে যেটা করতে হবে--সেটা হচ্ছে তুমি দেখো, তোমার হেটার্স যদি ১০% এর কম হয় তাহলে ওদের ইগনোর করো। 


যদি ২৫% এর মতো হয় তাহলে তুমি যা করতেছো আরেকটু ভেবে দেখো। 


আর যদি হেটার্স ৫০% বা তার বেশি হয়, তাহলে তুমি কিছু একটা ভুল করতেছো।



 ট্রাই টু চেইঞ্জ সামথিং।✌


How Negative Emotions Affect Your Health - 



Most Common Negative Emotions #30minuteeducation
Most Common Negative Emotions #30minuteeducation




৫. ইগো (আমিই সেরা)😴


ইগো, আত্মঅহংকার, সুপিয়রিটি কমপ্লেক্স তোমার চারপাশে দেয়াল তৈরি করে দেয়। 


তোমার ইগো যত বেশি হবে, অন্যদের কাছে থেকে শিখা ততো কঠিন হবে। অন্য কারো থেকে তত বেশি পিছিয়ে পড়বে। 



তুমি এক সময় কই পড়ছিলা, কি খাইছিলা, কি রেজাল্ট করছিলা, তোমার বাপ কি ছিলো, এগুলা আজীবন গোনার টাইম তোমার থাকতে পারে, দুনিয়ার অন্য কারো নাই। 



সো, ইগো এর মুখোশ ছাড়ো। একজন বিনয়ী, নম্র, ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করো। 


লাইফ অনেক সহজ ও মজার হয়ে উঠবে।👌






If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain


Thank You............

Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.