Header Ads Widget

Responsive Advertisement

Bangladesh Budget 2020-21| Integrated Budget | Budget BD


Bangladesh Budget 2020-21




জাতীয় বাজেট ২০২০-২০২১






Bangladesh Budget 2020-21 #30minuteeducation
Bangladesh Budget 2020-21 #30minuteeducation



#30minuteeducation
Published Date:18/08/2020




Budget Of Bangladesh......



বাজেট ঘোষণা– ১১ জুন ২০২০।



✔ বাজেট পাশ– ৩০ জুন ২০২০।



✔ বাজেট কার্যকর– ১ জুলাই ২০২০।



✔ বাজেট– ৪৯তম (একটি অন্তর্বর্তী কালীন বাজেটসহ ৫০তম )।



✔ ঘোষক– অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল (অর্থমন্ত্রী হিসেবে তার ২য় বাজেট 

এবং আওয়ামী লীগ সরকারের ২০তম বাজেট)।



✔ বাজেটের স্লোগানঃ 'অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা'।



✔ মোট বাজেট– ৫,৬৮,০০০ কোটি টাকা।



✔ ঘাটতি বাজেট– ১,৮৯,৯৯৭ কোটি টাকা।



| Budget Of Bangladesh | 




✔ মোট আয়– ৩,৮২,০১৬ কোটি টাকা।



✔ উন্নয়ন বাজেট– ২,১১,৬৮৩ কোটি টাকা।



✔ জিডিপি প্রবৃদ্ধি– ৮.২%।



✔ মুদ্রাস্ফীতি– ৫.৪%।



✔ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ– ২,০৫,১৪৫ কোটি টাকা।



✔ সাধারণ করমুক্ত আয়সীমা– ৩ লাখ টাকা।




✔ নারী ও ৬৫ উর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা– ৩.৫০ লাখ টাকা।




✔ প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়সীমা– ৪ লাখ টাকা।




✔ মুক্তিযুদ্ধাদের করমুক্ত আয়সীমা– ৪.২৫ লাখ টাকা।




✔ করোনা প্রনোদনা প্যাকেজ– ১,০৩,১১৭ কোটি টাকা।




✔ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের কর অব্যাহতি সীমা– ৩৬ লাখ টাকা।



✔ সর্বমোট রাজস্ব প্রাপ্তি– ৩,৭৭,৮১০ কোটি টাকা।



✔ জনপ্রশাসন খাতে বরাদ্দ (সর্বোচ্চ)– ১,১৩,১৬০ কোটি টাকা (যা মোট বাজেটের ১৯.৯%)।



✔ শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ– ৮৫,৭৬২ কোটি টাকা (যা মোট বাজেটের ১৫.১%)।



✔ পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ– ৬৪,৫৮০ কোটি টাকা (যা মোট বাজেটের ১১.৪%)।



✔ স্বাস্থ্য খাতে বরাদ্দ– ২৯,২৪৭ কোটি টাকা (যা মোট বাজেটের ৫.১%)।




বাজেটে সরকারের চলমান ৭ টি মেগা প্রকল্পে বরাদ্দের পরিমাণ


➤ পদ্মা সেতু = ৫০০০ কোটি টাকা।


➤ পদ্মা সেতুর রেল সংযোগ = ৩৮৩৪ কোটি টাকা।


➤ মেট্রোরেল = ৪৩৭০ কোটি টাকা।


➤ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র = ১৫,৬৯১ কোটি টাকা।


➤ পায়রা গভীর সমুদ্র বন্দর = ৩৫০ কোটি টাকা।


➤ মহেশখালী মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র = ৩৩৭০ কোটি টাকা।


➤ দোহাজারি রামু-কক্সবাজার রেললাইন = ১৫০০ কোটি টাকা।






পরবর্তী আপডেট পেতে Email দিয়ে subscribe করে Follow করতে পারো।✌



If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain



Thank you.... 


Post a Comment

0 Comments