5 Strategies to Increase Common Sense
কমন সেন্স বাড়ানোর ৫ টি কৌশল
আপনার অতীতের সফলতা কিংবা কোনো একটা বিষয়ে পারদর্শিতার কারণে নিজের ভুলগুলো বেমালুম অস্বীকার করতে পারেন।
কিন্তু এ প্রবণতা এক ধরনের কনফার্মেশন বায়াস বা নিশ্চিত হওয়াজনিত পক্ষপাতদুষ্টতার তৈরি করে। মনোবিজ্ঞানীরা এ সমস্যাকে চিহ্নিত করেছেন বায়াস ব্লাইন্ড স্পট বা পক্ষপাতদুষ্ট অন্ধবিন্দু হিসেবে।
এ ধরনের ব্যক্তিরা নিজের ভুলগুলো স্বীকার করতে চায় না। এর ফলে অবচেতনভাবে পক্ষপাতমূলক
আচরণ করে। সৌভাগ্যের বিষয় হলো, ভুলগুলো ধরিয়ে দিতে মনোবিজ্ঞানীরা এ ধরনের লোককে খুঁজছে।
২. বিনয়ী হয়ে ভুল স্বীকার করতে
প্রস্তুত থাকুন
নিজের ভুল স্বীকার করতে কারো লজ্জিত হওয়া উচিত নয়—এমনটাই মনে করেছিলেন আঠারো শতকের কবি আলেকজান্ডার পোপ।
আজকের দিনে মনোবিজ্ঞানীদের ধারণা, এ ধরনের বিষয়কে, অর্থাৎ বিনীতভাবে নিজের ভুল স্বীকার করার বিষয়টিকে ওপেন-মাইন্ডনেস বা খোলামনা হিসেবে দেখা হয়।
আপনার মন কতটা খোলাসা, তা নির্ভর
করে অনিশ্চয়তার সঙ্গে কীভাবে আপনি লড়েন এবং নতুন কোনো তথ্য-প্রমাণ পেলে কত দ্রুত ও
ইচ্ছাকৃতভাবে আপনি মনকে পরিবর্তন করেন, তার ওপর।
৩. নিজের সঙ্গে তর্ক করুন
কোনো বিষয়ে অতি আত্মবিশ্বাসী কিংবা নিশ্চিত হওয়ার আগে এটির ঠিক বিপরীত যুক্তিগুলো ভাবা যেতে পারে।
আবার এ বিষয়ে অন্যদেরও
মত নেওয়া যেতে পারে। এতে করে নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত হবে। ভুল হওয়ার প্রবণতা
কমে যাবে।
৪. ভাবুন, যদি এমন হতো
কোনো একটা বিষয় যেভাবে ঘটেছে, তার বিপরীত অনেক চিন্তাভাবনাও করা সম্ভব। যেমন : ইতিহাসের কোনো শিক্ষার্থী ভাবতে পারেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি জয়ী হলে পৃথিবী কেমন হতো?
অথবা সতেরো শতকে ব্রিটেনে রাজতন্ত্র পুরোপুরি বিলোপ হয়ে গেলে পরিস্থিতি কেমন হতো?
এ ধরনের ভাবনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে
আমাদের অপ্রস্তুত হয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে।
৫. কর্মসংশ্লিষ্ট নীতিগত বিষয়গুলো এড়িয়ে যাবেন না
প্রতিটি কাজ বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট মূল কিছু বিষয় থাকে, যেগুলো মেনে চললে কাজে সফলতা বা পেশাগত সমৃদ্ধি আসে।
এ বিষয়গুলো মেনে চললে সহজেই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উড্ডয়ন ও অবতরণের মৌলিক কিছু তালিকা যুক্তরাষ্ট্রের বিমানচালকদের শেখানো হয়েছিল।
এতে
করে সে সময়ে তাদের দুর্ঘটনাজনিত মৃত্যু অর্ধেকে নামানো সম্ভব হয়েছিল। ছোট একটা কাগজে
লেখা কিছু নির্দেশনাও হয়তো অনেক সময় বহু লোকের জীবন বাঁচানোর জন্য যথেষ্ট হতে পারে।
ব্যক্তিত্ববান হওয়ার কিছু সহজ কমন সেন্স
১.নিজের কাছে সৎ থাকাঃ
বিব্রতকর পরিস্থিতিগুলো সবসময়ই অপ্রীতিকর । আপনি যা নন তা হওয়ার চেষ্টা করবেন না ।
নতুন কারো সাথে পরিচিত হওয়ার সময় যদি তাদের সাথে আপনার কোনো বিষয়ে মিল না থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই । তাদের সাথে হালকা কথাবার্তা চালিয়ে যান এবং বন্ধুসুলভভাবে প্রশ্ন করুন ।
ধরে নিন,আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে নতুন কিছু বন্ধু বানাতে চান ।
কিন্তু কোনো একজনের সাথে কথা বলতে আপনার বিরক্ত
লাগছে । সেক্ষেত্রে কোনরকম অভিনয় না করে, বিনয়ের সাথে আলাপচারীতা শেষ করুন ।
২.আনন্দে থাকাঃ
সবসময় ভালো কিছুর খোঁজ করুন, ইতিবাচক ধারণা রাখুন এবং হাসিখুশি থাকুন । একজন সুখী মানুষকে কেউ বাঁধা দিতে পারে না ।
এর অর্থ
এই নয় যে, আপনাকে নিজের সাথে প্রতারণা করতে হবে বা নিজের অনুভুতিগুলো ধামাচাপা দিতে
হবে ।
কোনো কিছু আপনার বিরক্তির কারণ
হওয়া সত্ত্বেও হাসিখুশি ভাব ধরে রাখতে হবে এমনটা নয় । সবকিছুর ভালো দিক খুঁজে বের করুন
এবং তা নিয়ে আনন্দে থাকুন ।
৩.জনপ্রিয় হওয়ার চেষ্টা না করাঃ
অন্যদের কাছে জনপ্রিয় হওয়া যদি আপনার মূল লক্ষ্য হয়ে থাকে, তবে আপনি আপনার আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছেন ।
তাই নয় কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন একটি নির্ভরতার ফ্রেন্ড সার্কেল তৈরি করুন, আপনি যাদের প্রতি আন্তরিক এবং যারা আপনার প্রতি অমায়িক ।
এমন কিছুর পেছনে ছুটবেন না যে, আপনার অসংখ্য বন্ধু থাকতে হবে ভেবে শুধু সংখ্যায় বন্ধু বাড়াচ্ছেন ।
যাদের সঙ্গ
আপনার ভাল লাগে শুধু তাদেরকে সাথে থাকুন । যদি সেটা সংখ্যায় প্রচুর হয় তাহলে ভাল, সংখ্যায়
মাত্র তিনজন হলেও চলবে ।
৪.নিজের আগ্রহ বাড়ানোঃ
যেকোনো বিষয়ে কথা বলার আগ্রহ থাকাটা ভালো ব্যক্তিত্বের অন্যতম একটি প্রধান গুণ । এর মানে এমন না যে, কোন একটি দুর্বোধ্য বিষয়ে শুধুমাত্র আপনার আগ্রহ আছে বলেই সেটা শিখে ফেলতে হবে ।
আবার আপনি যদি খুব সহজে
ও মজার করে কোন কিছু অন্যদেরকে বোঝাতে বা শেখাতে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি
কি পছন্দ করেন, কি করেন না, সেটাও ব্যাপার না ।
তাই প্রতিদিন কিছু না কিছু অন্তত
পড়ুন । বিনোদনমূলক কিছু দেখুন এবং নতুন নতুন শখ তৈরীর মাধ্যমে নিজের অভিজ্ঞতা বাড়ান
।
৫.যেকোনো বিষয়ে মতামত দেওয়াঃ
এটাও আগের পয়েন্টে যেটা উল্লেখ
করেছি, ঠিক আগ্রহ বাড়ানোর মতই ব্যাপার । আপনি যখন অন্যের সাথে কোন একটি বিষয়ে কথা বলতে
যাবেন, খুব স্বাভাবিকভাবেই আপনি চাইবেন, সেই বিষয়টিতে আপনার ধারণা থাকুক ।
রাজনীতি, খেলাধুলা,বিনোদন অথবা
অন্য যেকোনো ব্যাপারে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করুন ।
কথা বলতে গিয়ে নিজের মতামত প্রকাশ করুন । কারো কথার সাথে সমর্থন অথবা দ্বিমত প্রকাশ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। নম্র ভাষায় নিজের যুক্তি উপস্থাপন করুন ।
যারা নিজের মত প্রকাশ করতে সক্ষম, এমন ব্যক্তিত্বকে মানুষজন
সমীহ করে ।
5 Strategies to Increase Common Sense #30minuteeducation |
কমনসেন্স খেলা -১
আসুন এবার আমরা মস্তিষ্ক পরীক্ষা
করি ???
আগে নিজেকে যাচাই করুন পরে উত্তর দেখুন, উত্তর দেওয়া আছে ...?
১) দীপুর মায়ের তিন সন্তান। প্রথম
সন্তানের নাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম। তৃতীয় সন্তানের নাম কী? ২) মাউন্ট এভারেষ্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ
পর্বতশৃঙ্গের নাম কী ছিল?
৩) বাংলায় আমরা কোন শব্দের বানানটা
সব সময় ভুল লিখি?
৪) একটা দৌড় প্রতিযোগিতায় আপনি
দ্বিতীয় রানারকে টপকে গেলেন। আপনি এখন এই দৌড়ে কত নম্বরে আছেন?
৫) ডিমের কুসুমটা সাদা, নাকি ডিমগুলোর
কুসুমটা সাদা। কোন কথাটা ঠিক?
৬) যদি কোনও বিমান ভারত আর পাকিস্তানের
ঠিক সীমান্তে ভেঙে পড়ে। তাহলে বেঁচে থাকা মানুষদের কোন দেশে দাহ করা হবে?
৭) ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। বাসটা প্রথম স্টপেজে থামল। সেই স্টপেজে দু জন নামল, তিনজন উঠল। পরের স্টপেজে ৬ জন নামল, দু জন উঠল।
তার পরের স্টপেজে ১২ জন উঠল, ৯ জন নামল। বাসে উঠলেই ভাড়া ৬ টাকা। এখন বলুন
তো বাস ড্রাইভারের নাম কী?
৮) মনে করুন আপনাকে অপহরণ করে একটা ঘরে আটকে রাখা হয়েছে। ঘর থেকে পালানোর তিনটে দরজা। একটার বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে, পালালেই গায়ে আগুন ধরে যাবে।
দ্বিতীয় দরজার বাইরে ৫০ জন সশস্ত্র রক্ষী, পালালেই তারা খুন করে ফেলবে। তৃতীয় দরজার বাইরে তিন মাস কিছু না খাওয়া একটা সিংহ।
পালাতে আপনাকে
হবেই। তাহলে আপনি কোন দরজা দিয়ে পালাবেন?
৯) A হল B-এর বাবা। কিন্তু A,
B-এর বাবা নয়। তাহলে B, A-এর কে হয়?
১০) আপনি জলের মধ্যে কী করে হাঁটবেন?
উত্তর--
১) দীপু,
২) মাউন্ট এভারেষ্টই ছিল শুধু আবিষ্কার হয়নি,
৩) ভুল বানানটা আমরা সব সময় ভুল লিখি।
৪) দ্বিতীয় স্থানেই থাকবেন। কারণ আপনি দ্বিতীয় রানারকে টপকেছেন, প্রথম তো প্রথমেই আছে,
৫) দুইটোই ভুল, ডিমের কুসুমের রঙ হলুদ।
৬) আরে বাবা প্রশ্নটা ভাল করে দেখুন যারা বেঁচে আছে তাদের দাহ করতে যাবেন কেন?
৭) বাস ড্রাইভার তো এখানে আপনি, তাই আপনার নামটাই বাসের ড্রাইভারের নাম হবে।
৮) তৃতীয় দরজা দিয়ে পালান। কারণ তিন মাস না খেলে সিংহ এমনিতেই মারা যাবে। মরা সিংহের পাশ দিয়ে পালাতে অসুবিধা হওয়ার কথা নয়,
৯) B হল A-এর মেয়ে,
১০) জলটাকে আগে
বরফে পরিণত করলেই ওই জলের ওপর হাঁটা যাবে।
অন্তত তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিলে বুঝতে হবে আপনার মাথা সজাগ আছে, তবে আপনার ওপর কোনও মানসিক চাপ আছে।
যদি আপনি অন্তত পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে বলতে হবে আপনার মস্তিষ্ক দারুণ সজাগ আছে। সাতটা দিলে বুঝতে হবে আপনার বুদ্ধিমত্তা বাকিদের টেক্কা দেবে।
তার বেশি হলে আপনি নিজেকে
বুদ্ধিমান বলে দাবি করতেই পারেন।
2. সঠিক নিয়মে লেখাপড়া করার নিয়ম
3.How to Teach Your Child to Talk Nicely
আলবার্ট আইনস্টাইন এর ১২টি উক্তি
ও কমন সেন্স
১. যে কখনো ভুল করেনি, সে কখনো
নতুন কিছু করার চেষ্টাই করেনি ।
২. আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর । আমার চিন্তাগুলো ৯৯ বারই ভুল হয়েছে, তবে শততম বারে আমি সফল হয়েছি ।
৩. আপনি যদি অন্যদের অনুসরন করে তাদের সাহায্য নিয়ে সামনে এগিয়ে যান, তবে হয়তো একদিন তাদের অবস্থানে পৌঁছাতে পারবেন ।
কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরী করে চলেন, তাহলে হয়তো এমন এক সাফল্যমন্ডিত
স্থানে পৌঁছাবেন, যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি ।
৪. আমি ভেড়ার নেতৃত্বে সিংহ
বাহিনীকে ভয় পাই না, সিংহের নেতৃত্বে ভেড়ার পালকে ভয় পাই ।
৫. গতকাল থেকে শিখুন, আজকের দিনটিকে
নিয়ে বেঁচে থাকুন, আশাটা করুন আগামীকালের জন্যে । তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
প্রশ্ন করা থামাবেন না ।
৬. আপনাকে আগে খেলার নিয়মটি শিখতে
হবে, তারপরেই আপনি অন্যদের চেয়ে ভাল খেলতে পারবেন ।
৭. মহৎ ব্যক্তিরা সব সময় ভয়ানক
বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছে থেকে
৮. যারা আমাকে সাহায্য করে নাই,
আমি তাদের প্রতি কৃতজ্ঞ । কারণ তারা সাহায্য না করায় আমি নিজের কাজ নিজে করতে শিখেছি
।
৯. শান্তি কখনোই শক্তি প্রয়োগ
করে আনা যায় না, একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব
১০. এই পৃথিবী কখনো খারাপ মানুষের
খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও চুপ করে থাকে,
তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে ।
১১. স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই
ভুলে যাবার পর যা অবশিষ্ট থাকে তা-ই হলো প্রকৃত শিক্ষা ।
১২. সাফল্যবান মানুষ না হয়ে বরং
মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে ।
Hello Viewers,
You can check it out here another Common Sense link ...👇👇👇👇👇
1.নিজেকে স্মার্ট ও বুদ্ধিমান হিসাবে তুলে ধরুন
2.What is Common sense in simple language
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank you....
1 Comments
Nice your post
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.