Spoken English Structure
আজকে আমরা সুন্দর তিনটি Spoken English স্ট্রাকচার শিখবো ।
1.
একটি কাজ করতে থাকার সময় কর্তা আরেকটি কাজ করল বা করবে এমন বুজালে
while/when + present
participle.
while
walking along the street, I saw a beautiful girl.(রাস্তা দিয়ে হাটার সময় আমি একজন সুন্দরি মেয়ে দেখলাম)
While talking with that girl,I felt love (ঐ মেয়েটির সাথে কথা বলার সময় আমি ভালবাসা অনুভব করেছিলাম)
Spoken English Structure #-30minuteeducation |
2.
verb এর শেষে র এমন মিনিং যেমন (যাওয়ার,পাস করার, করার) এমন অর্থ প্রকাশ করতে আমরা Gerund ইউস করব।।
এক্সাম্পল দেখি বিষয় টা ক্লিয়ার করি।।
I
am sorry for his going there (তার সেখানে যাওয়ার জন্য আমি দুঃখিত)
I
have heard of his passing (আমি তার পাস করার কথা শুনেছি)
He
denied doing the work (সে কাজটি করতে অনিচ্ছা করল)
3.Quasi passive verb এর পর adjective বসে adverb নয়।
sugar
tastes good(not well)
iron feel
soft(not softly)
কমন ২০টি ইংরেজি ডায়ালগ যা প্রায়ই ব্যবহার করি👇
1.Come
to the point - আসল কথা বল।
2.Keep
quiet - চুপ কর।
3.It’s
enough - যথেষ্ট হয়েছে।
4.What
an idea! - কি বুদ্ধি!
5.How
peaceful! - কি শান্ত!
6.Let
me see - আমাকে দেখতে দাও।
7.No
more buts - আর কোন কিন্তু নয়।
8.
I don’t care. - আমার কিছু যায় আসেনা।
9.Let's
run away - চলো এক্ষুনি পালাই।
10.Let's
sit somewhere - চল কোথায় ও বসে।
11.
I tend to think - আমার কেন যেন মনে হয়
12.Don't
say anymore - আর কিছু বলো না।
13.Speak
with care - সাবধানে কথা বল।
14.How
strange! - কি অদ্ভুত!
15.How
absurd! - কি বাজে বকছো!
16.By
the grace of Allah - আল্লাহর রহমতে।
17.Good
riddance! - যাক বাঁচা গেল!
18.Do
it at once! - এক্ষুনি কর!
19.It’s
sound good - তোমার কথা ভালো লাগছে।
20.Wow,
what a slight! - ওয়াও, কত সুন্দর একটা দৃশ্য!
21.On
my part - আমার পক্ষ থেকে।
22.Nothing
is impossible - কোন কিছুই অসম্ভব নয়।
Hello Viewers,
You can check it out here another English
Grammar link ...👇👇👇👇👇
3.admission english exam topics
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank You............
1 Comments
outstanding your post.....
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.