যেসব দেশে যা যা নিষিদ্ধ
আপনি কী জানেন? পাকিস্তান, সৌদি আরব, ও ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালন করা নিষিদ্ধ।
দুই হাজার সতেরো সালের দিকে পাকিস্তানের সরকার ভালোবাসা দিবস পালন করা নিষিদ্ধ করে। এর পেছনে কারণ ছিল, ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসে যে ভালোবাসার প্রকাশ করা হয় সেটা ইসলামের কোন ঐতিহ্য এবং শরীয়া মোতাবেক না।
হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব, কোন দেশে কোন বিষয় নিষিদ্ধ, তা নিয়ে। আশা করবো আর্টিকেল টি আপনাদের ভালো লাগবে।
উত্তর কোরিয়ায় চুলের হেয়ার স্টাইল নিষিদ্ধ।
দুই হাজার তেরো সালের দিকে উত্তর কোরিযার লিডার কিম জং উন সবার জন্যে নিষিদ্ধ করেন চুলের হেয়ার স্টাইল।
বিষয়টি সত্যি রোমাঞ্চকর, কারণ সরকার শুধু মাত্র ২৮ টি চুলের স্টাইল অনুমোদন দিয়েছে যার মধ্যে আঠারো টি মহিলাদের জন্য এবং দশ টি পুরুষদের জন্য।
তবে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে কিম জং উন উনার হেয়ার স্টাইল টি ওই লিস্টে যুক্ত করেননি যাতে করে উনার হেয়ার ষ্টাইল সবার থেকে আলাদা থাকে।
চুইংগাম ( সিঙ্গাপুরে নিষিদ্ধ )।
উনিশশো বিরানব্বই সালে সিঙ্গাপুরে চুইংগাম কেনা বেচা নিষিদ্ধ করা হয়। তবে নিষিদ্ধ করার পেছনে বেশ কিছু কারণও রয়েছে বটে।
চিউইং গাম অ্যাপার্টমেন্ট বা বাসা বাড়ির রক্ষণাবেক্ষণের সমস্যা সৃষ্টি করে, ডাকবাক্সের, চাবি রাখার জায়গায়, ও লিফটের বাটনে লোকজন চুইংগাম লাগিয়ে মানুষদের হেনস্থা করত।
চুইংগাম রাস্তার পাশে, সিড়ির নিচে, এবং যত্তসব জায়গায় পরে মাটির সাথে লেগে থাকত। তাই চুইংগাম সিঙ্গাপুরের সরকার নিষিদ্ধ করে।
কানাডায় "baby walker" বা শিশুদের খেলনার রিক্সা নিষিদ্ধ।
দুই হাজার চার সালের এপ্রিলের দিকে কানাডার ফেডারেল সরকার শিশুদের খেলনার রিক্সা বেচা, কেনা,ও ইমপোর্ট এক্সপোর্ট বন্ধ করে দেয়।
তবে এর পেছনে সরকারের বেশ কিছু কারণ ছিল যেমন শিশুরা উপযুক্ত দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি অর্জন করেনি তাই তাদের এসব খেলনা দিয়ে পরিচর্যা করা ঝুঁকি হয়ে যায়।
অন্যদিকে শিশুরা এসব baby walker ব্যবহার করতে জানে না যার ফলে তারা যেকোনো সময় হামাগুড়ি খেয়ে মাথায় আঘাত পেতে পারে।
আরো পড়ুন: ডার্ক ম্যাটার কী? | What is Dark Matter?
টাইম ট্রাভেল নিয়ে নির্মিত সিনেমা (চায়নাতে নিষিদ্ধ)।
জনপ্রিয়তার তুঙ্গে অন্যতম "Back to the future" টাইম ট্রাভেল সিনেমা।
দুই হাজার এগারো সালের দিকে চায়নাতে নিষিদ্ধ করা হয় টাইম ট্রাভেল নিয়ে নির্মিত সিনেমাগুলো।
নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উঠে আসে টাইম ট্রাভেলস সিনেমা গুলো ইতিবাচক চিন্তাভাবনা এবং অর্থপূর্ণ কোন কিছু বহন করেনা বিধায় চীনের ফিল্ম, রেডিও ও টেলিভিশন রাজ্য প্রশাসন নিষিদ্ধ করে ।
উত্তর কোরিয়ায় বাইবেল নিষিদ্ধ।
কিম জং উন বাইবেলকে পশ্চিমাদের সিম্বল হিসেবে ভেবে থাকেন যার কারণে তিনি দেশটিতে বাইবেল নিষিদ্ধ করেন।
তবে বাইবেল নিয়ে এর পরবর্তীতে একটি ঘটনা ঘটে থাকে, দুই হাজার চৌদ্দ সালে, উত্তর কোরিয়ায় একজন আমেরিকান নাগরিক সফরে থাকাকালীন তিনি ভুলবশত রেস্টুরেন্টের একটি বাথরুমে বাইবেল ভুলে ফেলে এসেছিলেন। এবং এই ভুল করার কারণে তাকে পাঁচ মাসের জন্য জেল খাটতে হয়েছে।
পাকিস্তান ইন্দোনেশিয়া ও সৌদি আরবে ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ।
পাকিস্তান, সৌদি আরব, ও ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালন করা নিষিদ্ধ। দুই হাজার সতেরো সালের দিকে পাকিস্তানের সরকার ভালোবাসা দিবস পালন করা নিষিদ্ধ করে।
এর পেছনে কারণ ছিল, ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসে যে ভালোবাসার প্রকাশ করা হয় সেটা ইসলামের কোন ঐতিহ্য এবং শরীয়া মোতাবেক না।
এছাড়াও এই ভালোবাসা দিবসের নাম নিয়ে অনেকে (বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা) নোংরামি, বেহায়াপনা ও অশ্লীল কর্মকাণ্ড করতেছে। (আলহামদুলিল্লাহ !
একটা মহৎ কাজ করেছে তারা বাংলাদেশেও এই নোংরামি দিবসকে নিষিদ্ধ করা উচিত)। আপনারা কি মনে করেন?
আরো পড়ুন: মহাবিশ্বের সূচনা | বিগ ব্যাং থিওরি | মায়াবী জগত
গ্রিসে মহিলাদের উঁচু জুতা পরা নিষিদ্ধ।
গ্রীসের সরকার দুই হাজার নয় সালে মহিলাদের জন্য উঁচু জুতা বা High heels পড়া নিষিদ্ধ করে। তবে এটা শুধু গ্রিসের স্থাপত্য, শিল্প ঐতিহ্যগত জায়গায় পড়ে যাওয়া যাবে না।
তাদের দাবি ছিল উঁচু জুতা যেকোনো সময় ভেঙ্গে স্থাপত্য নষ্ট করে দিতে পারে। মেয়েদের কথা একবারও চিন্তা করলো না, কী মনে করেন বন্ধুরা?
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
#30minuteeducation
#twolearning # #টুলার্নিং #two #learning #2learning #voiceofmuktar
0 Comments
Please do not enter any spam link in the comment box.