Header Ads Widget

Responsive Advertisement

বই নিয়ে ২৭টি মজার তথ্য | 27 Facts About Books | 30minuteeducation

 

বই নিয়ে কিছু মজার তথ্য 


জেনে নেওয়া যাক বই নিয়ে মজার কিছু তথ্য 



বিশ্বের যে কয়টি বই আজ অব্দি সর্বোচ্চ পঠিত হয়েছে, তা হলো পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, মাও সে–তুঙের উক্তি ও হ্যারি পটার।


জেনে নেওয়া যাক বই নিয়ে মজার কিছু তথ্য


০১.নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর।



বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation




০২.'বঙ্গীয় শব্দকোষ' নামক অভিধানটি তৈরি করতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কতদিন লেগেছিল? প্রায় গোটা জীবন। সেইসঙ্গে ছিল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই।




বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation



০৩. মহাভারত পৃথিবীর মধ্যে এক মাত্র বই বা মহাকাব্য যার মধ্যে ১২০০ বেশি চরিত্র আছে।


বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation



০৪.ভার্জিনিয়া উলফ তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।




বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation




০৫.সবচেয়ে চুরি হয় যে বইটি, সেটা হলো বাইবেল।




বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation



০৬.রুজভেল্ট প্রতিদিন গড়ে ১ টি বই পড়তেন


০৭.শুধুমাত্র দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে।


০৮.ভিক্টর হুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ।




বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation



০৯.হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।



বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation





১০.মাথা পিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড।




বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation



১১.বইপড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।




বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation



১২.ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিনের সাজা মাফ হয়।


১৩.হারি (Hurry), এডিকশন (Addiction) এসব শব্দ শেক্সপিয়ারের আবিস্কার



১৪.নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।





আরো পড়ুন: ডার্ক ম্যাটার কী? | What is Dark Matter?





১৫.লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন।



১৬. পৃথিবীতে একটি মাত্র বই আছে যেটা কোনো ভাষাতে অনুবাদ করা যায়নি বহু চেষ্টা করেও, বইটির নাম - সুকুমার রায় এর *আবোল তাবোল*




বই নিয়ে কিছু মজার তথ্য | 30minuteeducation




১৭. বিশ্বব্যাপী যত বই বিক্রি হয়, তার ৬৮% কেনেন নারীরা।


১৮. যেসব পোকা বইয়ের বাঁধাই কেটে খেয়ে জীবনধারণ করে, তাদের অনুকরণ করেই ‘বইয়ের পোকা’ শব্দযুগল বইপড়ুয়াদের জন্য ধার নেওয়া হয়েছে।



১৯. বিশ্বের সবচেয়ে দামি বইয়ের নাম ১৬৪০ বে সাম, যা বিক্রি হয়েছে ১৪ দশমিক ২ মিলিয়ন ডলারে।



২০. হ্যারি পটারকে ভালবাসেন? জেনে রাখুন, বইটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আমেরিকায় সবচেয়ে বেশিবার নিষিদ্ধ হয়েছে।



২১. টাইপরাইটারে লেখা প্রথম বইয়ের নাম অ্যাডভেঞ্চারস অব টম সয়ার।



২২. প্রথম বেস্টসেলার বই হিসেবে পরিচিতি পায় অ্যালিস ব্রাউনের ফুলস অব নেচার


২৩. বিশ্বের সবচেয়ে বড় বই হলো দ্য ক্লেংক এটলাস, যার দৈর্ঘ্য ১ দশমিক ৭৫ মিটার এবং প্রস্থে এটি ১ দশমিক ৯০ মিটার চওড়া।



২৪. কাগজে–কলমে এখন পর্যন্ত বই প্রকাশিত হয়েছে ১৩০ মিলিয়ন।



২৫. পুরনো বইয়ের গন্ধ শুঁকতে অনেকেরই ভালো লাগে। এই ভালো লাগা বা ভালোবাসার রোগকে বলা হয় ‘বিবলোসমিয়া’





আরো পড়ুন: মহাবিশ্বের সূচনা | বিগ ব্যাং থিওরি | মায়াবী জগত






২৬. বিশ্বের যে কয়টি বই আজ অব্দি সর্বোচ্চ পঠিত হয়েছে, তা হলো পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, মাও সে–তুঙের উক্তি ও হ্যারি পটার।



২৭. মার্সেল প্রুস্তের ইন সার্চ অব লস্ট টাইম পৃথিবীর সবচেয়ে দীর্ঘ উপন্যাস, যা তেরটি খণ্ডে বিভক্ত এবং ১ দশমিক ৩ মিলিয়ন শব্দ দিয়ে লিখিত।




If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation

#twolearning #facts_about_books #টুলার্নিং #two #learning #2learning #voiceofmuktar


Post a Comment

1 Comments

Please do not enter any spam link in the comment box.