এইচএসসি ২০২১ ফিন্যান্স,
ব্যাংকিং ও বিমা ২য় পত্র শর্ট সিলেবাস সাজেশন
ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা: (প্রথম অধ্যায়)
সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:
(১) ব্যাংক কাকে বলে?
(২) বাণিজ্যিক ব্যাংক / বিশেষায়িত ব্যাংক / আঞ্চলিক
ব্যাংক / তালিকাভুক্ত ব্যাংক / অতালিকাভুক্ত
ব্যাংক / একক ব্যাংক / শাখা ব্যাংক / চেইন ব্যাংক কি?
(৩) ব্যাংকিং / তারল্য / গারনিশি অর্ডার /
ব্যাসেল-২ কি?
সৃজনশীল “ খ “ নম্বর প্রশ্নের জন্য:
(১) ব্যাসেল-১ ও ব্যাসেল-২ বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
(২) ব্যাংককে অর্থনীতির চালকাশক্তি বলা হয় কেন? ব্যাখ্যা কর।
(৩) "ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে"- ব্যাখ্যা কর।
(৪) শাখা ব্যাংক/ চেইন ব্যাংক বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
(৫) ব্যাংককে ধার করা অর্থেক ধারক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
(৬) ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয় কেন? ব্যাখ্যা কর।
কেন্দ্রীয় ব্যাংক: (দ্বিতীয় অধ্যায়)
সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:
(১)
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
(২)
ঋণ নিয়ন্ত্রণ / ব্যাংক হার / ব্যাংক হার নীতি / খোলাবাজার নীতি / জমার হার
পরিবর্তন নীতি / ঋণের বরাদ্দকরণ নীতি কি?
(৩)
বিধিবদ্ধ রিজার্ভ / নিকাশ ঘর / বিহিত মুদ্রা / মুদ্রাস্ফীতি কি?
(৪)
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
সৃজনশীল “ খ “ নম্বর প্রশ্নের জন্য:
(১)
কোন ব্যাংকে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়? ব্যাখ্যা কর।
(২)
ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংককে বলা হয়? ব্যাখ্যা কর।
(৩)
"কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার"- ব্যাখ্যা কর।
(৪)
ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
(৫)
ব্যাংক হার নীতি / খোলাবাজার নীতি / জমার হার পরিবর্তন নীতি / ঋণের বরাদ্দকরণ
নীতি বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
(৬)
নিকাশ ঘর বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
চেক, বিল অব এক্সচেঞ্জ
ও প্রমিসরি নোট:
(৬ষ্ঠ অধ্যায়)
সৃজনশীল
“ ক “ নম্বর প্রশ্নের জন্য:
(১) চেক কি? (২) আদেষ্টা / আদিষ্ট / প্রাপক / অনুমোদনকারী
কি?
(৩) বাহক চেক / হুকুম চেক / দাগকাটা চেক /
ভ্রমণকারীর চেক / বাসি চেক কি?
(৪) হস্তান্তরযোগ্য ঋণের দলিল / বিনিময় বিল /
অঙ্গীকারপত্র কি?
সৃজনশীল “ খ “ নম্বর প্রশ্নের জন্য:
(১) হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কি বুঝ?।
ব্যাখ্যা কর।
(২) চেকের অনুমোদন বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
(৩) বাহক চেক / হুকুম চেক / দাগকাটা চেক /
অগ্রিম চেক বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
(৪) বাহক চেক, হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ
কেন? ব্যাখ্যা কর।
(৫) বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার বেশি
নিরাপদ কেন? ব্যাখ্যা কর।
(৬) বিনিময় বিল / অঙ্গীকারপত্র বলতে কি বুঝ?
ব্যাখ্যা কর।
ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং: (নবম অধ্যায়)
সৃজনশীল
“ ক “ নম্বর প্রশ্নের জন্য:
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
#30minuteeducation
#HSC2021FinanceandBanking2ndpapersuggestion #HSC2021Suggestion #2021hscshortsyllabussuggestion2021
#twolearning #muktarhossain #টুলার্নিং #two #learning #2learning
0 Comments
Please do not enter any spam link in the comment box.