এইচএসসি ব্যবসায়
সংগঠন ও ব্যবস্থাপনা ২০২১ সাজেশন
ব্যবসায়ের মৌলিক
ধারণা : (প্রথম অধ্যায়)
সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:
· ব্যবসায়
কাকে বলে।
· শিল্প / প্রজনন শিল্প / বাণিজ্য / পণ্য বিনিময় / প্রত্যক্ষ সেবা / উপযোগ
/ প্রমিতকরণ / পর্যায়িতকরণ / সামাজিক ব্যবসায় কাকে বলে?
· আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা হয়েছে।
· সামাজিক ব্যবসায় ধারনার জনক কে?
· ব্যবসায়ের মুখ্য / মৌলিক উদ্দেশ্য কি?
সৃজনশীল “ খ “ নম্বর প্রশ্নের জন্য:
· শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন ব্যাখ্যা কর।
· ব্যবসায়ের বণ্টনকারী শাখা কোনটি এবং কেন? ব্যাখ্যা কর।
· মুনাফা কে কেন ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়।
· প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
· প্রমিতকরণ ও পর্যায়িতকরণ বলতে কি বুঝ? ব্যাখ্যা করো।
· সামাজিক ব্যবসায়ের ধারণাটি ব্যাখ্যা করো।
.
ব্যবসায় পরিবেশ
(দ্বিতীয় অধ্যায়)
সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:
· পরিবেশ / ব্যবসায় পরিবেশ / প্রাকৃতিক পরিবেশ / সামাজিক পরিবেশ / অর্থনৈতিক
পরিবেশ / রাজনৈতিক পরিবেশ / আইনগত পরিবেশ / প্রযুক্তিগত কাকে বলে?
· ব্যবসায় পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে।
· শ্রম শক্তির কোন পরিবেশের উপাদান?
সৃজনশীল “ খ “ নম্বর প্রশ্নের জন্য:
· ব্যবসায় পরিবেশ বলতে কি বুঝ? ব্যাখ্যা করো।
· প্রাকৃতিক পরিবেশ / সামাজিক পরিবেশ / অর্থনৈতিক পরিবেশ / রাজনৈতিক
পরিবেশ / আইনগত পরিবেশ / প্রযুক্তিগত কি বুঝ? ব্যাখ্যা কর।
· ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা কর।
একমালিকানা ব্যবসায়: (তৃতীয়
অধ্যায়)
সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:
· একমালিকানা ব্যবসায় কাকে বলে?
· অসীম দায় কি?
· সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?
· কোন ব্যবসার মালিক অবাধ স্বাধীনতা ভোগ করে?
· ট্রেড লাইসেন্স কি
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
#30minuteeducation
#hsc2021businessorganization1stpapersuggestion #hscshortsyllabussuggestion2021businessmanagement #hscexam2021 #twolearning #muktarhossain #টুলার্নিং #two #learning #2learning
0 Comments
Please do not enter any spam link in the comment box.