Header Ads Widget

Responsive Advertisement

HSC 2021 Accounting 1st Paper Short Syllabus Suggestion | HSC 2021 Accounting Suggestion | 30minuteeducation

 এইচএসসি ২০২১

হিসাববিজ্ঞান ১ম পত্র সাজেশন


HSC 2021 Accounting 1st Paper Short Syllabus Suggestion | HSC 2021 Accounting Suggestion | 30minuteeducation

হিসাবের বইসমূহ: (দ্বিতীয় অধ্যায়)

 

সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:

 

·       .লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় কর।

·      . প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।


·      . কারবারি বাট্টা / নগদ বাট্টার পরিমাণ নির্ণয় কর।


·      . যে সকল লেনদেনগুলো নগদান বইতে যাবে না তার মোট পরিমাণ নির্ণয় কর।


·       .৩ বা ৪ টি এন্ট্রির জাবেদা দাখিলা প্রস্তুত কর।

 

 

সৃজনশীল “ খ এবং গ “ নম্বর প্রশ্নের জন্য:

 

·       হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও / প্রমাণ করো যে : A= L + OE


·       ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা কর। (টেবুলার ছক)


·       নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলতে পারে।


·       সাধারণ জাবেদা দাখিলা প্রস্তুত করতে বলতে পারে।


·       নির্দিষ্ট কয়েকটা হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বলা হতে পারে (সাধারণ খতিয়ান ও সহকারে খতিয়ান)


·       তিনঘরা এবং অগ্রদ্ত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।

 


ব্যাংক সমন্বয় বিবরণী (তৃতীয় অধ্যায়)

 

 সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:

 

·       .বকেয়া চেক ও পরিবহনাধীন জমার পরিমাণ নির্ণয় করো।

·      . যে সকল লেনদেন নগদান বইতে লেখা হয়নি তার পরিমাণ নির্ণয় কর।

·      . যে সকল লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও।

 

 

 

সৃজনশীল “ খ এবং গ “ নম্বর প্রশ্নের জন্য:

 

·       . একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

·     .  প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

·      . উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

·     . আমানতকারীর বই সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো 

  . জাবেদা দাখিলা প্রস্তুত কর।

 

 

 

 

রেওয়ামিল: (৪র্থ অধ্যায়)

 

 সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:

 

·        .রেওয়ামিলে আসবে না এমন হিসাবের মোট পরিমাণ নির্ণয় কর।

·       .সমন্বিত ক্রয় নির্ণয় কর।

·       .মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।

·       .নীতিগত ভুল / বাদ পড়ার ভুলের পরিমাণ নির্ণয় করো।

 

সৃজনশীল “ খ এবং গ “ নম্বর প্রশ্নের জন্য:

 

·       .রেওয়ামিল প্রস্তুত কর।

·       .চলতি সম্পদ ও চলতি দায় এর পরিমাণ নির্ণয় কর।

·       .ভুলগুলো সংশোধনী দাখিলা দেখাও।

·      . অনিশ্চিত হিসাব প্রস্তুত কর।

·      . সংশোধিত রেওয়ামিল প্রস্তুত কর।

 

 

 

 বাকি অধ্যায় গুলো দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন..HSC 2021 Accounting Suggestion



===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation  

#HSC2021Accounting1stpapersuggestion #hscshortsyllabussuggestion2021accounting #hscexam2021 #twolearning #muktarhossain #টুলার্নিং #two #learning #2learning


Post a Comment

0 Comments