এইচএসসি ২০২১
হিসাববিজ্ঞান ১ম পত্র সাজেশন
হিসাবের বইসমূহ:
(দ্বিতীয় অধ্যায়)
সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:
· .লেনদেন
নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট টাকার পরিমাণ নির্ণয় কর।
· . প্রারম্ভিক
মূলধনের পরিমাণ নির্ণয় কর।
· . কারবারি
বাট্টা / নগদ বাট্টার পরিমাণ নির্ণয় কর।
· . যে
সকল লেনদেনগুলো নগদান বইতে যাবে না তার মোট পরিমাণ নির্ণয় কর।
· .৩
বা ৪ টি এন্ট্রির জাবেদা দাখিলা প্রস্তুত কর।
সৃজনশীল “ খ এবং গ “ নম্বর প্রশ্নের জন্য:
· হিসাব সমীকরণের উপর লেনদেনের
প্রভাব দেখাও / প্রমাণ করো যে : A= L + OE
· ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে
হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা কর। (টেবুলার ছক)
· নগদ প্রাপ্তি ও নগদ প্রদান
জাবেদা প্রস্তুত করতে বলতে পারে।
· সাধারণ জাবেদা দাখিলা প্রস্তুত
করতে বলতে পারে।
· নির্দিষ্ট কয়েকটা হিসাবের
খতিয়ান প্রস্তুত করতে বলা হতে পারে (সাধারণ খতিয়ান ও সহকারে খতিয়ান)
· তিনঘরা এবং অগ্রদ্ত্ত পদ্ধতিতে খুচরা
নগদান বই প্রস্তুত কর।
ব্যাংক সমন্বয় বিবরণী
(তৃতীয় অধ্যায়)
সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:
· .বকেয়া
চেক ও পরিবহনাধীন জমার পরিমাণ নির্ণয় করো।
· . যে
সকল লেনদেন নগদান বইতে লেখা হয়নি তার পরিমাণ নির্ণয় কর।
· . যে
সকল লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও।
সৃজনশীল “ খ এবং গ “ নম্বর প্রশ্নের জন্য:
· . একক
জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
· . প্রচলিত
পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
· . উভয়
জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
· . আমানতকারীর
বই সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো
. জাবেদা
দাখিলা প্রস্তুত কর।
রেওয়ামিল: (৪র্থ অধ্যায়)
সৃজনশীল “ ক “ নম্বর প্রশ্নের জন্য:
· .রেওয়ামিলে
আসবে না এমন হিসাবের মোট পরিমাণ নির্ণয় কর।
· .সমন্বিত
ক্রয় নির্ণয় কর।
· .মোট
সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।
· .নীতিগত
ভুল / বাদ পড়ার ভুলের পরিমাণ নির্ণয় করো।
সৃজনশীল “ খ এবং গ “ নম্বর প্রশ্নের জন্য:
· .রেওয়ামিল
প্রস্তুত কর।
· .চলতি
সম্পদ ও চলতি দায় এর পরিমাণ নির্ণয় কর।
· .ভুলগুলো
সংশোধনী দাখিলা দেখাও।
· . অনিশ্চিত
হিসাব প্রস্তুত কর।
· . সংশোধিত
রেওয়ামিল প্রস্তুত কর।
বাকি অধ্যায় গুলো দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন..HSC 2021 Accounting Suggestion
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
#30minuteeducation
#HSC2021Accounting1stpapersuggestion #hscshortsyllabussuggestion2021accounting #hscexam2021 #twolearning #muktarhossain #টুলার্নিং #two #learning #2learning
0 Comments
Please do not enter any spam link in the comment box.