Header Ads Widget

Responsive Advertisement

অংশীদারি ব্যবসায়ের উত্তোলন, মূলধন ও ঋণের সুদ নির্ণয় | Two Learning | 30minuteeducation

 

অংশীদারি ব্যবসায়ের উত্তোলনের সুদ |

মূলধনের সুদ | ঋণের সুদ নির্ণয়


অংশীদারি ব্যবসায়ের উত্তোলন, মূলধন ও ঋণের সুদ নির্ণয় | Two Learning | 30minuteeducation



অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়:

মূলধনের সুদ এর মত উত্তোলনের সুদ এর ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। এক্ষেত্রেও যদি চুক্তিপত্রে অংশীদারগণের উত্তোলিত অর্থের ওপর সুদ ধার্য করার কোনো শর্ত থাকে তাহলেই কেবল তাদের উত্তোলিত অর্থের উপর  সুদ ধার্য করা হয় অন্যথায় হবে না।


তবে সাধারণত অংশীদারগণের উত্তোলিত পণ্যের উপর  সুদ ধার্য করা হয় না। উত্তোলনের সুদ ব্যবসায় মুনাফা ।


কোন তারিখে উত্তোলন করা হয়েছে যদি উল্লেখ না থাকে : 

যেমন নবীন ২০২১ সালে সারা বছর ধরে ১০,০০০ টাকা উত্তোলন করেছেন । উক্ত বছরে নবীনের মোট উত্তোলনের পরিমাণ ১০,০০০ টাকা এবং উত্তোলনের সুদের হার ১০% ।



সমাধানঃ  উত্তোলনের সুদ = ১০,০০০*১০%*= ৫০০


কোন তারিখে উত্তোলন করা হয়েছে যদি উল্লেখ থাকে :

মাহিম ২০২১ সালের ১ এপ্রিল ১৫,০০০ টাকা উত্তোলন করেন উত্তোলনের সুদের হার ১০%। যদি ৩১ ডিসেম্বর ২০২১ অংকে থাকে তাহলে ৯ মাসের সুদ নির্ণয় করতে হবে।


সমাধানঃ     উত্তোলনের সুদ = ১৫,০০০*১০%*= ১১২৫


**মাহিম ২০২১ সালের ১ মে ৭,০০০ টাকা উত্তোলন করেন উত্তোলনের সুদের হার ৫%। যদি ৩১ ডিসেম্বর ২০২১ অংকে থাকে তাহলে সুদ নির্ণয় করো।


এই প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে দাও...?


এবার আলোচনা করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে উত্তোলনের সুদ নির্ণয়:


১. উত্তোলন যদি প্রতি মাসের প্রথমে হয় তাহলে উত্তোলনের সুদ নির্ণয় :


রবিনের উত্তোলনের সুদ = ২০০০*৫%*১৩/২= ৬৫০



২. উত্তোলন যদি প্রতি মাসের মাঝামাঝি হয় তাহলে উত্তোলনের সুদ নির্ণয় :

রানীর উত্তোলনের সুদ = ২০০০*৫%*৬ = ৬০০



৩. উত্তোলন যদি প্রতি মাসের শেষে হয় তাহলে উত্তোলনের সুদ নির্ণয় :

রাতুলের উত্তোলনের সুদ = ২০০০*৫%*১১/২= ৫৫০



এবার আলোচনা করবো ঋণের সুদ নির্ণয় :

ঋণের সুদের হার চুক্তিপত্রে অথবা অংকে দেওয়া না থাকলে সেক্ষেত্রে ৬% হারে সুদ নির্ণয় করতে হবে।



👇👇👇👇

বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation  

#উত্তোলনেরসুদনির্ণয় #মূলধনেরসুদ #ঋণেরসুদনির্ণয় #HSC #AdmissionTest #অংশীদারিব্যবসায়েরহিসাব #hscshortsyllabus2021ব্যবসায়শিক্ষা #hscaccounting2ndpaperchapter2

#twolearning


Post a Comment

0 Comments