এইচএসসি ভোকেশনাল ইলেকট্রনিক কন্ট্রোল
একাদশ শ্রেণির ৭ম সপ্তাহের এসাইনমেন্ট
বাংলাদেশ কারিগরি
শিক্ষা বোর্ড
২০২১
সালের এইচ.এস.সি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: ইলেকট্রনিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশন-১
পত্র : ১ম বিষয় কোড: ৮২৮১১
স্তর: এইচ.এস.সি (ভোক) শ্রেণী
: একাদশ
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৭
অ্যাসাইনমেন্ট শিরোনাম : বিভিন্ন
ইন্ডাষ্ট্রিয়াল কন্ট্রোল বর্তনীর অপারেশন
১নং প্রশ্নের উত্তর
ইলুমিনেশন কন্ট্রোল
বর্তনী"
চিত্রে (ক) ল্যাম্পে সরবরাহকৃত এসি পাওয়ারকে নিয়ন্ত্রণের মাধ্যমে এর ইলুমিনেশন বা উজ্জ্বলতার নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখানো হলো।
সার্কিটে ইনপুট সাপ্লাই ভোল্টজের
+ve অথবা, -ve অর্ধ-সাইকেলের মান বাড়তে থাকলে ক্যাপাসিটর C1 ও C3
চার্জ হতে থাকে।
যখনই ক্যাপাসিটর C3 এর আড়াআড়ি ভোল্টজ ডায়াকের ব্রেকওভার ভোল্টজের চেয়ে বেশি হয় তখনই ডায়াকটি রং হয় এবং কন্ডাকশনে যায়।
ফলে ক্যাপাসিটর C3 কন্ডাকটিং ডায়াকের মাধ্যমে ডিসচার্জ হতে
থাকে। এতে ট্রায়াকের গেট ট্রিগার প্রাপ্ত হয় এবং ডিভাইসটি টার্ন-অন হয়ে
ল্যাম্পে এসি পাওয়ার সরবরাহ করে।
এখানে
সার্কিটের রেজিস্ট্যান্স R2 এর মানকে নিয়ন্ত্রণ করে ক্যাপাসিটরের
চার্জ হওয়ার হারকে নিয়ন্ত্রণ করা যায়। যার ফলে ইটপুট এসি সাপ্লাইয়ের + ve
কিংবা – ve অর্ধ-সাইকেলের ঠিক কোনো বিন্দুতে TRIAC ট্রিগার হতে তা নিয়ন্ত্রণ করা
যায়।
চিত্র
; (খ)-তে সাপ্লাই ভোল্টেজ ওয়েভ এবং নিয়ন্ত্রণ আউটপুট ভোল্টেজ ওয়েভ দেখানো
হলো। নিয়ন্ত্রিত এ আউটপুট ভোল্টেজের মাধ্যমেই ল্যাম্পের ইলুমিনেশন বা উজ্জ্বলতা
নিয়ন্ত্রিত হয়।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#hsc_vocational_electronic_control_and_communication_7th_week_2021 #hsc_voc #hsc_vocational_trade_1 #Hsc_vocational_assignment_answer #hsc_vocational_electronic_control_and_communication_assignment_2021 #hsc_vocational_electronic_control_and_communication_answer_class_11 #এইচএসসি_ভোকেশনাল_ইলেকট্রনিক_কন্ট্রোল_এবং_কমিউনিকেশন_এসাইনমেন্ট #twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.