HSC 2021 Economics
Assignment Answer 7th week
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১
সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: অর্থনীতি পত্র : ১ম
বিষয়
কোড: ১০৯
স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৫
অ্যাসাইনমেন্ট
শিরোনাম : উৎপাদনের পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধির
সাথে মোট ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক।
ক. এর উত্তর
উৎপাদন অপেক্ষক : উৎপাদনের চারিটি উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনকে সমন্বিত করে প্রযুক্তি জ্ঞানের সহায়তায় দ্রব্য বা পণ্য উৎপাদন করা হয়।
কাজেই দেখা যায়, উপকরণ ও প্রযুক্তি জ্ঞানের সাথে
উৎপাদনের একটি নির্ভরতার সম্পর্ক আছে।এই নির্ভরতার সম্পর্ককে যখন গানিতিকভাবে
প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদন অপেক্ষক বলে।
উৎপাদন অপেক্ষকে যে উপকরণগুলোর ব্যবহার হয় সময়ের উপর ভিত্তি করে ভূমি, প্রযুক্তি ইত্যাদিকে স্থির উপকরণ ও শ্রম, মূলধনকে পরিবর্তনশীল উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ স্বল্পকালীন সময়ে ভূমি ও প্রযুক্তিকে পরিবর্তন করা সম্ভব হয়না।
ফলে উৎপাদনের পরিবর্তন শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণ
যেমন শ্রম ও মূলধনের পরির্তনের মাধ্যমেই সম্ভব। কিন্তু দীর্ঘকালীন সময়ে সকল
উপকরণই পরিবর্তনশীল। এজন্যই অর্থনীতিতে স্বল্পকালীন ও দীর্ঘকালীন অপেক্ষক ধারণার
উদ্ভব ঘটেছে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
#30minuteeducation
#hsc_assignment_2021_7th_week_economics
#HSC_assignment_2021_economics_answer #assignment_hsc_2021_7th_week #hsc_2021_assignment_7th_week
#twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.