এইচএসসি ২০২১ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১
সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
পত্র: ১ম বিষয় কোড: ২৭৭ স্তর: এইচ.এস.সি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৫
অ্যাসাইনমেন্ট
শিরোনাম : বিশ্বব্যাপী ক্ষুদ্রায়তন একমালিকানা
ব্যবসায়ই এখনও সবচেয়ে জনপ্রিয় উক্তিটির যথার্থতা নিরূপণ
(ক) একমালিকান ব্যবসায়ের ধারণা
উদাহরণ:
স্বপন
বন্ধুদের নিকট থেকে টাকা নিয়েছে ব্যবসায়ের জন্য। ব্যবসায় লাভ হলে স্বপন একাই ভোগ
করে আবার ব্যবসায়ের সব দায় ও ক্ষতি স্বপনের। তাই ব্যবসায়টি স্বপনের একমালিকানা
ব্যবসায় হিসেবে গণ্য।
উদাহরণ হিসাবে,একটা গ্রামের বাজারের কথা যদি ভাবা যায়, তবে দেখা যাবে সেখানে ছোট ছোট মুদির দোকান, চা-পুরির, কাপড়ের দোকান।
কেউ শজি, কেউ মাছ বা গোশত বিক্রয় করছে। দর্জির দোকান, সেলুন ও কাপড়ের দোকান। এভাবে নানান দোকান আমরা যা দেখি-এর সবই একমালিকানা ব্যবসায়।
শহরের প্রাণকেন্দ থেকে
মহল্লা, কাঁচাবাজার, রাস্তার মোড় সর্বত্রই এ ধরনের ব্যবসায়ের ছড়াছড়ি।
(খ) একমালিকানার ব্যবসায়ের বৈশিষ্ট্য:
১.
সহজ গঠন: এই ব্যবসায় টি সহজেই গঠন করা যায় । কোন প্রকার আইনি জটিলতা নেই।
২.
স্বল্প মূলধন নিয়ে এ জাতীয় ব্যবসায় গঠন করা যায়। মালিক নিজেই এ মূলধন যোগান
দেন।
সাধারণত
নিজস্ব সঞ্চয় ও প্রয়োজনে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে
ব্যবসায় পরিচালনা করেন।
৩.
অধিকাংশ ক্ষেত্রেই একমালিকানা ব্যবসায় ক্ষুদ্র আকারের হয়ে থাকে। মূলধনের
স্বল্পতা ও
একজন
ব্যক্তির মালিকানার জন্য এর আয়তন সাধারণত ছোট হয়ে থাকে।
৪.
একমালিকানা ব্যবসায়ের সকল ঝুঁকি মালিককে এককভাবে বহন করতে হয়।
৫.
আইনের চোখে একমালিকানা ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই। মালিক ও ব্যবসায় অভিন্ন।
৬.
এ জাতীয় ব্যবসায়ের সম্পূর্ণ দায়-দায়িত্ব মালিকের। ফলে তার দায় অসীম। প্রয়োজনে
ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসায়ের দায় পরিশোধ করতে হয়।
৭.
পুরো ব্যবসায়ের একক মালিকানার জন্য লাভের সবটা মালিক একা ভোগ করেন। আবার লোকসানের
সম্মুখীন হলে মালিককেই এককভাগে তা বহন করতে হয়।
৮. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের
ইচ্ছার উপর নির্ভরশীল। কারণ ব্যবসায় চালু রাখা বা বন্ধ করা মালিকের আগ্রহের উপর
নির্ভর করে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
HSC_2021_Business_Management_7th_week_Assignment_Answer #HSC_2021_Business_studies_Assignment_7th_week #HSC_2021_beboshay_management_Assignment #commerce_Assignment #HSC_2021_Business_organization_and_management_Assignment_7th_week #7th_week_assignment #7th_week_assignment_for_hsc_2021 #এইচএসসি_২০২১_ব্যবসায়_সংগঠন_ও_ব্যবস্থাপনা_অ্যাসাইনমেন্ট #২০২১_সালের_এইচএসসি_এসাইনমেন্টের_উত্তর #২০২১_সালের_এইচএসসি_পরীক্ষার_ব্যবসায়_সংগঠন_ও_ব্যবস্থাপনা_উত্তর #ব্যবসায়_সংগঠন_ও_ব্যবস্থাপনা_এসাইনমেন্টের_উত্তর_এইচএসসি_২০২১ # ৭ম _সপ্তাহের__এসাইনমেন্টের_উত্তর #এইচএসসি_২০২১_এসাইনমেন্টের_উত্তর
#twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.