৯ম শ্রেনির তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি এসাইনমেন্ট
Two Learning
৯ম শ্রেণীর ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
উত্তর
শ্রেণি : ৯ম বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২
অ্যাসাইনমেন্ট শিরোনাম : ডিজিটাল বাংলাদেশে
ই-সার্ভিস, ই-গর্ভন্যান্স ও ই-কমার্স আমাদের জীবনকে করেছে সহজতর।
তারিখ:
১৫ সেপ্টেম্বর,
২০২১
বরাবর
প্রধান
শিক্ষক
কাপাশিয়া
উচ্চ বিদ্যালয়
রাজশাহী
বিষয়:
ডিজিটাল বাংলাদেশে ই-সার্ভিস, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স আমাদের জীবনকে করেছে সহজতর
বিষয়ক প্রতিবেদন।
জনাব, বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ নং কা.উ.বি- ০৯/২০২১ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২১ অনুসারে
“ডিজিটাল বাংলাদেশে ই-সার্ভিস, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স আমাদের জীবনকে
করেছে সহজতর" শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি।
ভূমিকা
একুশ শতক হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। পূর্বে সম্পদের যে ধারণা ছিল, বর্তমানে সেটি পুরোপুরি পাল্টে গেছে। একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপর দাড়াতে শুরু করেছে।
একুশ শতকে এসে দুটি নতুন বিষয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে- যার একটি হচ্ছে Globalization, অন্যটি হচ্ছে Internationalization।
এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
ই-সার্ভিস
ই-সার্ভিস এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক সার্ভিস। বর্তমানে ই-সার্ভিস বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা স্বল্প সময়ে দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করছে।
ই-পর্চা, ইএমটিএস, ই-পুর্জি, ইস্বাস্থ্যসেবা,
ই-টিকেটিং এই সের অর্ন্তভুক্ত ।
ই-সার্ভিস এর সুবিধাঃ
*সেবাগ্রহীতা
বাড়িতে বসেই সেবাদাতার সঙ্গে যোগাযোগ রাখতে পারে।
*স্বল্প
ও দ্রুততম সময়ে সেবা গ্রহণ করা যায়।
*নির্দিষ্ট
ও স্বল্প খরচে সেবা পাওয়া যায়।
*হয়রানি
ও বিড়ম্বনামুক্ত সেবা গ্রহণ নিশ্চিত করা যায়।
ই-গভর্ন্যান্স
ই-গভর্ন্যান্স (E-governance) এর পূর্ণরূপ হলো- ইলেকট্রনিক গভর্নেন্স (Electronic Governance) ।
ডিজিটাইজড
ইনফরমেশন তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যমের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার
করতে পারে । সরকারী কার্যক্রমে ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই-গভর্ন্যান্স ।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
#30minuteeducation
#class_9_assignment_2021_16th_week_ ICT #Class_9_Assignment_Answer_16th_week #assignment_class_9_ ICT _answer #Class_9_Assignment_Answer_2021 #twolearning
0 Comments
Please do not enter any spam link in the comment box.