Header Ads Widget

Responsive Advertisement

Class 6 ICT Assignment Answer 17th Week |৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট |17th Week | Two Learning | 30minuteeducation


 ৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ 

প্রযুক্তি এসাইনমেন্ট


Class 6 ICT Assignment Answer 17th Week |৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট |17th Week | Two Learning | 30minuteeducation

৬ষ্ঠ শ্রেণীর ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর

          শ্রেণি :  ৬ষ্ঠ                    

   বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর:  

অ্যাসাইনমেন্ট শিরোনাম : আমার ব্যবহৃত ডিভাইস গুলোর তালিকা তৈরী করে ব্যবহার প্রক্রিয়া

 

তারিখ: ২২/০৯/২০২১

বরাবর

প্রধান শিক্ষক

কাপাশিয়া উচ্চ বিদ্যালয়

রাজশাহী

বিষয়: আমার ব্যবহৃত ডিভাইস গুলোর তালিকা তৈরী করে ব্যবহার প্রক্রিয়া

সূত্র:

জনাব,

বিনীত নিবেদন এই যে,আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র/ ছাত্রী...

                            আমার ব্যবহৃত ডিভাইস গুলোর আলোচনা করা হলো:

টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার...

 


টেলিভিশন: পৃথিবীর প্রায় সব দেশেই টেলিভিশন ব্যবহার করা হয়। মূলত বিনাদেনের মাধ্যম হিসেবে টেলিভিশন ব্যবহার করা হয়।

আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে।


বিনাদেনের পাশাপাশি আমাদের দেশে টেলিভিশনে গণশিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবারপরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলাতে প্রচার করে থাকে।



মোবাইল ফোন: প্রতিদিন দীর্ঘ সময় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস গুলির মধ্যে মোবাইল ফোন অন্যতম। মোবাইলের ব্যাবহার এখন শুধুমাত্র যোগাযোগতেই থেমে নেই, শপিং, ব্যাংকিং, অনলাইন পড়াশোনা,


বিনোদন সব কিছুতেই মোবাইল ফোনের ব্যাবহার মোবাইল ফোনের ব্যবহার এখন আর সমাজের নির্দিষ্ট কোন স্তরে সীমাবদ্ধ নেই।


সমাজের সর্বস্তরের মানুষের কাছেই মোবাইল ফোন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা প্রয়োজনীয় বস্তু। উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব পরিবারেই মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।


বিশেষ প্রয়োজনীয় ও আকর্ষণীয় সকল সুবিধা সমাজের সব স্তরের মানুষের সামর্থ্যের মধ্যে পাওয়া যায় বলে অধিকাংশ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। ভবিষ্যতে মোবাইল ফোনের ব্যাবহার আরও বাড়বে বলে আশা করা যায়।



কম্পিউটার: কম্পিউটারের ব্যাবহার আমাদের দেশে সমস্ত ক্ষেত্রে, ব্যাক্তিগত ও সামাজিক জীবনে নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন।


কম্পিউটার কর্ম জীবনে ব্যাবহারিক ক্ষেত্রে খুলে দিয়েছে একের পর এক নতুন দিগন্ত। অনেক জন মানুষের কাজ।


একমুহূর্তে নির্ভুল ভাবে করতে পারে কম্পিউটার। দৈনন্দিন জীবনে সবকাজেই রয়েছে কম্পিউটারের ব্যাবহার।ব্যাংকের কাজ নির্ভুল ও তাড়াতাড়ি করে দেয়।


শেয়ার বাজারকে নির্ভুল প্রদর্শন করে। স্কুল,কলেজ অফিস আদালত সমস্ত ক্ষেত্রে তথ্য জমার কাজ করে।চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কম্পিউটারের ব্যাবহার।

উল্লেখযোগ্য। মুদ্রণ শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার।

👇👇👇👇

বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#muktarhossain

#30minuteeducation    

#class_6_assignment_2021_17th_week_ICT #Class_6_Assignment_Answer_17th_week #assignment_class_6_ICT_answer #Class_6_Assignment_Answer_2021 #twolearning


Post a Comment

0 Comments