Header Ads Widget

Responsive Advertisement

HSC Vocational Physics 1 Assignment Answer 2021 | HSC Vocational 2nd Week Assignment Physics 1 | HSC Vocational | 30minuteeducation


 এইচএসসি ভোকেশনাল পদার্থ ১

এসাইনমেন্ট উত্তর একাদশ শ্রেণি



HSC Vocational 2nd Week Assignment Physics 1 | HSC Vocational | 30minuteeducation



বাংলাদেশ কারিগরি ‍শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এইচ.এস.সি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

 


বিষয়: পদার্থ বিজ্ঞান-১      বিষয় কোড: ৮১৪১২   

  স্তর:  এইচ.এস.সি (ভোকেশনাল)                                                    শ্রেণী : একাদশ

 


অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২


অ্যাসাইনমেন্ট শিরোনাম : আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা অনুযায়ী এ মহাজগতের  কোন কিছুই পরম নয়, আপেক্ষিক ব্যাখ্যা---

 

 

(ক) পদার্থ বিজ্ঞান গবেষণায় বিভিন্ন তত্ত্বের ধারণ নীতি:

 

যেসব সাধারণ সূত্র বিজ্ঞান বা পদার্থবিজ্ঞানের ভিত্তি তাদেরকে বলা হয় নীতি। কোন যুক্তিতর্ক বা কাজের হিসাবে যে মৌলিক শর্ত বা তত্ত্বকে বিবেচনা করা হয় তাই নীতি। যে সকল প্রাকৃতিক সত্য স্পষ্টভাবে প্রমাণ। করা যায় এবং যার সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনা দেখাও প্রমাণ করা যায় তাকে নিতে বলা হয়।

 

সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্ত বা অবস্থায় সব সময় কি করবে তার বর্ণনা হল সূত্র। 

যখন যুক্তিও পর্যবেক্ষণে কোন তত্ত্ব অনেক পরীক্ষা-নিরীক্ষা সাহায্যে প্রমাণিত হয় এবং এর মূল কথাগুলো এক বা একাধিক বাক্যের মাধ্যমে বা সমীকরণ আকারে প্রকাশ করা হয় তখন তাকে সূত্র বলা হয়।

 সকল সূত্র তত্ত্ব কিন্তু সকল তত্ত্ব সূত্র নয়। কোন কোন সূত্র রয়েছে এর আবিষ্কারক ও প্রতিষ্ঠানের নামে যেমন রয়ালে সূত্র ও চার্লসের সূত্র।


 যেমন ভরবেগের নিত্যতা সুত্র শক্তির নিত্যতা বা সংরক্ষণ সূত্র, আবার কোন কোন সূত্রের নামকরণ করা হয়েছে আবিষ্কারক ও বিষয় ও বিষয়ের। নামে যেমন নিউটনের মহাকর্ষ সূত্র ও গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র।

 

 

স্বীকার্য :

যে সার্বিক বিবৃতি দিয়ে কোন বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয় তাকে স্বীকার্য বলা হয়। সাধারণত কোন বৈজ্ঞানিক তত্ত্ব একটি সার্বিক বিবৃতি দিয়ে শুরু হয়।


 স্বীকার্য হলো তা যা বিনা প্রমাণে সত্য বলে স্বীকার করে নিয়ে এর উপর ভিত্তি করে কোন যুক্তি বা তথ্য প্রদান করা হয়।

যেমন গ্যাসের অণুসমূহের গতি সম্পর্কে কিছু ধারনা কে সত্যের উপর ধরে নিয়ে গ্যাসের গতি সূত্র ব্যবহার করে গ্যাসের আচরণ ব্যাখ্যা করা হয়। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত দুটি মৌলিক স্বীকার্য উপর প্রতিষ্ঠিত।

 

 

(খ) স্থানের সনাতন ও আধুনিক ধারণা:

বিজ্ঞানী নিউটনের মতে স্থান একটি পরম জিনিস যা তার নিজের মধ্যে অবস্থান ও বাইরের পরিবেশে সঙ্গে সম্পর্ক নয় এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না।

যেমন কোন বস্তুর দৈর্ঘ্য বা পর্যবেক্ষণের গতির উপর নির্ভরশীল নয় এবং স্থির অবস্থায় অপরিবর্তনীয়।

স্থানের জ্যামিতির ধারণা প্রথম উপস্থাপন করে গণিতবিদ ইউক্লিড। তার মধ্যে আমাদের চারপাশে যা কিছু আছে সবই স্থান।

চিরায়ত পদার্থ বিজ্ঞানের মতে স্থান হল ত্রিমাত্রিক ইউক্লিডীয় স্থান যেখানে যে কোন অবস্থার তিনটি স্থানাঙ্ক ধারা বর্ণনা করা যেতে পারে।


গ্যালিলিও গতি ও ত্বরণের সূত্র স্থান কে ব্যবহার করেছেন। তার মতে স্থানের কোন শেষবার শুরু নেই। স্থান নিরবচ্ছিন্ন অতি ক্ষুদ্র অংশে ভাগ করা যায়।


 স্থান সময় বাকাল দ্বারা প্রভাবিত হয় না। স্থান মহাবিশ্বের একটি ধর্ম যা অভিলম্বিক ঘটনাকে পরস্পর অভিলম্বিক ত্রিমাত্রিক স্থানের বিবৃতি করতে সক্ষম করে।

 

 

(গ) ভরের সনাতন ও আধুনিক ধারণা:




বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


================

 সবার আগে সকল শ্রেণীর এ্যাসাইনমেন্ট সমাধান পেতে হলে আমাদের YouTube Channel টি এখনি Subscribe করে ফেলুন......


👇👇👇👇

Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#TwoLearning

#ssc_vocational_assignment_2021


#twolearning #hsc_vocational_2nd_week_assignment_physics_1 #এইচএসসি_ভোকেশনাল_একাদশ_শ্রেণি_পদার্থ_এসাইনমেন্ট_উত্তর #HSC_Vocational_2nd_Week_Assignment_Physics_1 #hsc_vocational_2nd_week_physics_assignment_1st_year #hsc_vocational_trade_assignment_answer_trade

Post a Comment

0 Comments