এইচএসসি বিএম হিসাববিজ্ঞান
এসাইনমেন্ট উত্তর ৬ষ্ঠ সপ্তাহ
২০২১
সালের এইচ.এস.সি (বিএম) পরীক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২
শ্রেণী: দ্বাদশ
বিষয় কোড: ১৮২৫ স্তর: এইচ.এস.সি (বিএম)
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ৪
অ্যাসাইনমেন্ট শিরোনাম : শিরোনামটি
তুমি তোমার কলেজ থেকে জেনে নিও..
(১) নং প্রশ্নের উত্তর:
চুক্তিই অংশীদারি কারবারের মূলভিত্তি
ভূমিকাঃ অংশীদারি ব্যবসায় গঠনে এর উদ্যোক্তাদের প্রথম কাজই হল নিজেদের মধ্যে এ ব্যবসায় গঠন, পরিচালনা ইত্যাদি বিষয়ে একটি চুক্তি সম্পাদন করা।
কোম্পানি যেভাবে আইন সৃষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান তেমনিভাবে অংশীদারি ব্যবসায় হল চুক্তিনির্ভর ব্যবসায় সংগঠন।
চক্তির দ্বারা যেভাবে অংশীদারদের মধ্যে অংশীদারি সম্পর্কের সৃষ্টি হয় সেভাবে কোন
কারণে চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান ঘটলে অংশীদারি ও সেই সাথে অংশীদারি ব্যবসায়ের
অবসান ঘটে।
অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তিঃ অংশীদারির অস্তিত্ব নির্ণয়ে অংশীদারি চুক্তিপত্র বা চুক্তিবদ্ধ সম্পর্ক অত্যন্ত। গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
একাধিক সদস্য, আইনসম্মত
ব্যবসায়ের অস্তিত্ব , মুনাফা অর্জনের উদ্দেশ্য, পারস্পরিক প্রতিনিধিত্ব ইত্যাদি
বিষয় অংশীদারির অন্যতম উপাদান। হিসেবে বিবেচিত হলেও এর মধ্যে অংশীদারি চুক্তিই ।
সর্বপ্রধান মৌলিক উপাদান হিসেবে গণ্য। অংশীদারি আইনের ৫ ধারায় এ সমর্থনেই বলা হয়েছে যে, অংশীদারির সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে, জন্মগত বাসর্বপ্রধান মৌলিক উপাদান হিসেবে গণ্য।
অংশীদারি আইনের ৫ ধারায় এ সমর্থনেই বলা হয়েছে যে, অংশীদারির
সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে , জন্মগত বা সামাজিক পদমর্যাদাবলে নয়।
সাধারণভাবে
কোন ব্যবসায়ে একাধিক সদস্য এবং মুনাফা বণ্টনের বৈশিষ্ট্য থাকলে তাকে অংশীদারি
ব্যবসায় মনে করা হয়। কিন্তু আইনগত বিচারে অংশীদারির অস্তিত্ব নির্ণয়ে
চুক্তিবদ্ধ সম্পর্কই মুখ্য বিবেচিত হয়ে থাকে।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
#hsc_bm_accounting_2_assignment_6th_week #hsc_bm_6th_week_accounting_2_assignment_answer #hsc_bm_accounting_2_assignment_answer_6th_week #twolearning #এইচএসসিবিএমদ্বাদশশ্রেণিহিসাববিজ্ঞানএসাইনমেন্টউত্তর


0 Comments
Please do not enter any spam link in the comment box.