Header Ads Widget

Responsive Advertisement

HSC 2021 Business Organization 4th Week Assignment Answer | HSC 2021 4th Week Business Studies Answer | Two Learning | 30minuteeducation

 

২০২১ সালের এইচএসসি পরীক্ষার চতুর্থ সপ্তাহের

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

অ্যাসাইনমেন্টের উত্তর


HSC 2021 Business Organization 4th Week Assignment Answer | HSC 2021 4th Week Business Studies Answer | Two Learning | 30minuteeducation



মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

 

    বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা                                                পত্র : প্রথম          

                              বিষয় কোড: ২৭৭             স্তর: এইচএসসি

 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর:

অ্যাসাইনমেন্ট শিরোনাম : ব্যবসায় প্রতিষ্ঠানের সিধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ--

 

(ক) ব্যবসায় পরিবেশের ধারণা:

ব্যবসায়ের পরিবেশ হলো একটি ব্যবসায়কে প্রভাবিত করে এমন সমস্ত বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণগুলির সমষ্টি। যেমন: কর্মচারী, গ্রাহকদের চাহিদা এবং প্রত্যাশা, পরিচালনা, ক্লায়েন্ট, সরবরাহকারী, মালিক,

 সরকার কর্তৃক কার্যক্রম, প্রযুক্তির উদ্ভাবন, সামাজিক প্রবণতা, বাজারের প্রবণতা, অর্থনৈতিক সমষ্টি, প্রাকৃতিক অবস্থা ইত্যাদি।


এই কারণগুলি ব্যবসায় এবং ব্যবসায় পরিস্থিতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

সুতরাং, পরিবেশের যেসব উপাদান ও অবস্থার মাধ্যমে ব্যবসায়ের কার্যাবলিকে প্রভাবিত করে, তাদের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে।

 

পরিবেশের বিভিন্ন প্রকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের কারণে ব্যবসায় ব্যাপকভাবে প্রভাবিত হয়, এসব উপাদনগুলি ব্যবসায়ের জন্য অনুকুল হতে পারে, আবার প্রতিকূল বা ক্ষতির কারণও হতে পারে। 

কিন্তু কোনো ব্যবসায় কখনো এসব উপাদানগুলি এড়িয়ে চলতে পারে না।

 

ব্যবসায় পরিবেশ যে কোনও ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ব্যবসায় পরিবেশের উপর নির্ভর করে অনেক ধরনের ব্যবসায় গড়ে উঠে।

যেমন: আমাদের দেশে পাট চাষ ভালো হয় যার ফলে পাঠ শিল্প গড়ে উঠেছে, আবার মধ্যপ্রাচ্যের দিকে তেল খনি থাকায় তেল শিল্প গড়ে উঠেছে, আমেরিকা প্রযুক্তি দিয়ে এগিয়ে থাকায় তারা প্রযুক্তি নির্ভর শিল্প করছে।

 

(খ) ব্যবসায়ের ব্যষ্টিক পরিবেশের উপাদান সমূহঃ

 

         অভ্যন্তরীণ                                                        

           কর্মচারী                                                           

          পরিকল্পনাকারী                                                      

          অভ্যন্তরীণ সরবরাহকারী                                           

          উৎপাদনের উপকরণ                                              

 

বাহ্যিক

প্রতিযোগী

জনগোষ্ঠী

 গ্রাহক

 মধ্যস্থকারবারী



নিচে উপাদানগুলোর বর্ণনা দেওয়া হলো:

// প্রতিযোগীঃ

প্রায় প্রত্যেকটি কোম্পানিকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। বিশেষ করে সমজাতীয় কোম্পানিগুলোকে এই প্রতিযোগিতা ব্যাপকভাবে মোকাবেলা করতে হয়।

 বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিটি কোম্পানি চেষ্টা করছে সর্বোচ্চ বাজার শেয়ার দখল করতে। তাই তারা প্রতিনিয়ত ভোক্তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করতে ব্যস্ত।

 

// কর্মচারীঃ

ব্যবসার ব্যষ্টিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কর্মচারী। এরা মূলত ব্যবসায়ের যাবতীয় কার্যক্রম 

যেমনঃ উৎপাদন থেকে শুরু করে সব ধরনের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পাদন করে থাকে। এটা সরাসরি প্রতিষ্ঠান উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি জড়িত।

 

// জনগোষ্ঠিঃ

জনগোষ্ঠী হলো এমন একটি দল বা গোষ্ঠী যারা কোম্পানির উদ্দেশ্য অর্জনের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে পারে।

 তাই বিপণন পরিকল্পনা প্রণয়ন করার জন্য বিপণনকারীকে বাজারের অধিকাংশ জনগণের কথা বিবেচনা করতে হয়।



👇👇👇👇

বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...



Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#hsc_2021_4th_week_busines_studies_assignment_answer #twolearning #4thWeekBusinessManagementAssignment #HSC2021BusinessOrganizationandmanagementAssignment #HSC2021BusinessStudiesAssignment

Post a Comment

0 Comments