Header Ads Widget

Responsive Advertisement

HSC BM 2021 Business Organization & Management 2nd Week Assignment Answer | HSC 2021 BM Management 1 Answer | 30minuteeducation

 

এইচএসসি বিএম ব‍্যবসায় সংগঠন

ও ব‍্যবস্থাপনা ১ এসাইনমেন্ট উত্তর একাদশ শ্রেণি



HSC 2021 BM Management 1 Answer | 30minuteeducation




Two Learning


বাংলাদেশ কারিগরি ‍শিক্ষা বোর্ড


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা


২০২১ সালের এইচ.এস.সি (বিএম) ফাইনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

 

 বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা –১   শ্রেণী: একাদশ  বিষয় কোড: ১৮১৭  স্তর: এইচ.এস.সি (বিএম)       

 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২

অ্যাসাইনমেন্ট শিরোনাম : উদ্যোক্তা উন্নয়নে ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর ভূমিকা নিরুপণ-----

 

ব্যবসায়ের ধারণা :

 

ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন এবং এর সহায়ক সবরকম বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্যকে ব্যবসা বলে।

 


আইনানুসারে, ব্যবসা বলতে সেই সংগঠনকে বুঝায়, যা অর্থের বিনিময়ে ভোক্তাকে পণ্য বা সেবা কিংবা, দুটো সুবিধাই প্রদান করে।


 পুঁজিবাদ অর্থনীতিতে ব্যবসায় লক্ষণীয়ভাবে বিদ্যমান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 এখানে প্রায়, সব ব্যবসায় প্রতিষ্ঠান ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়, যা গঠন করা হয় মূলত মুনাফা অর্জন করে মালিকের পুঁজি বৃদ্ধির জন্যে।


ব্যবসায় মুনাফার জন্য ব্যক্তি মালিকানার ব্যবসায় প্রতিষ্ঠান গুলোর মালিক বা পরিচালকবৃন্দের মূল উদ্দেশ্যের মধ্যে একটি হলো, ঝুঁকি গ্রহণ ও কার্যের বিপরীতে বিনিয়োগকৃত পুঁজি ফেরত পাওয়া মুনাফাবিহীন বা রাষ্ট্র মালিকানার অধীনেও ব্যবসায় করা যায়।

 

 

উদ্যোক্তা উন্নয়নে পরিবেশের ধারনা :

আশেপাশের পরিবেশ যেমন ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে ঠিক তেমনি ব্যবসায়ের উদ্যোগ নেওয়ার জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। আমাদের দেশে মেধা ও দক্ষতার ঘাটতি না থাকলে, রয়েছে অনুকূল পরিবেশের অভাব যার ফলে নতুন।


উদ্যোগক্তা তৈরি হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য অনুকূল পরিবেশের উপাদানগুলো ব্যাখ্যা করা হল:

 


উন্নত অবকাঠামো: ব্যবসা পরিচালনা করার জন্য অবকাঠামোগত উপাদানের যেমন বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করা প্রয়োজন। কেননা ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এই সকল উপাদান থাকা আবশ্যক।


 

সরকারি পৃষ্ঠপোষকতা: সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা। উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব সরকার কর্তৃক সিদ্ধান্ত। 

যেমন স্বল্প বা বিনা সুদে ঋণ প্রদান ও কর মওকুফ, প্রণোদনা ইত্যাদির মাধ্যমে ব্যবসা উদ্যোগের সম্প্রসারণ বৃদ্ধি করা সম্ভব।


 

আর্থ-সামাজিক স্থিতিশীলতা: অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অনেকাংশেই ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সহায়তা করে।

 অন্যদিকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ব্যবসায় উদ্যোগ এর পরিবেশ সৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।


অনুকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতিঃ অনুকূল আইন-শৃঙ্খলা ব্যবসায় স্থাপন ও পরিচালনায় সহায়তা করে।

অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকির সৃষ্টি করে।


পর্যাপ্ত মূলধনের প্রাপ্যতাঃ  মূলধন হলো ব্যবসায়ের প্রাণ। যেকোন ব্যবসায় উদ্যোগের সফলতা বাস্তবায়নের জন্য প্রয়োজন অর্থ ও মূলধনের। 

মূলধনের স্বল্পতার কারণে বেশিরভাগ ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা সম্ভব হয় না। তাই আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।



প্রশিক্ষণের সুযোগঃ   কোন বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ একান্ত প্রয়োজন প্রশিক্ষণ কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে।



 অনেক উদ্যোক্তার মধ্যে সফল উদ্যোক্তার বেশ কিছু বৈশিষ্ট্য ও গুণ জন্মগতভাবে থাকে।

 কিন্তু অনেক সময় উদ্যোক্তা নিজেই নিজের গুণগুলো সম্পর্কে জানে না। প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান গুণগুলোকে আরো উন্নয়ন করা যায় । 


এভাবে প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব।




বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


================

 সবার আগে সকল শ্রেণীর এ্যাসাইনমেন্ট সমাধান পেতে হলে আমাদের YouTube Channel টি এখনি Subscribe করে ফেলুন......


👇👇👇👇

Our YouTube Channel Link.. Two Learning

===================

If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation

#TwoLearning

#hsc_assignment_2021



#twolearning #HSC_BM_Management_1_Assignment_Answer #hsc_bm_management_assignment #hsc_2021_bm_Business_Organization_2nd_week_assignment_answer #hsc_bm_business_organization_2nd_week_assignment_answer #hsc_bm_assignment_2021

Post a Comment

0 Comments