Header Ads Widget

Responsive Advertisement

HSC Assignment 2021 3rd Week Civics Answer | HSC Assignment 2021 3rd Week Answer | HSC Civics Answer | 30minuteeducation | twolearning


 HSC Assignment 2021 3rd 

Week Civics Answer



HSC Assignment 2021 3rd Week Answer | HSC Civics Answer | 30minuteeducation | twolearning



Two Learning                                                                             Two Learning

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট

 

    বিষয়: পৌরনীতি ও সুশাসন        পত্র : দ্বিতীয়            বিষয় কোড: ২৭০          স্তর: এইচএসসি

 

অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর:

অ্যাসাইনমেন্ট শিরোনাম : ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালোচনা---

 

(ক) ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য আলোচনা

 

১৯৩৫ সালে নতুন যে ভারত শাসন আইন প্রণয়নের প্রেক্ষাপট আলোচনা করলে এর কারণ অনুসন্ধান করা যাবে...

 

(১) গণ আন্দোলন:  ১৯১৯ সালেন মন্ট ফোর্ড সংস্কার আইন ভারতীয়দের আশা-আকাঙ্খা ব্যর্থ হলে গান্ধীজির নেতৃত্বে ব্যাপক গণ আন্দোলন শুরু হয় ।

 

(২) বিপ্লবী কার্যকলাপ : এ সময় ভারতের বিভিন্ন প্রান্তে বিপ্লবী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায় ফলে সরকার আতঙ্কিত হয়ে পড়ে ।

 

(৩) জাতীয়তাবাদের প্রভাব : ভারতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ব্রিটিশ সরকারকে ভাবিয়ে তোলে ।

 

(৪) সাইমন কমিশনের রিপোর্ট :  ১৯৩০ সালে সাইমন কমিশন ভারতীয় স্বায়ত্তশাসন বিষয়ে যে রিপোর্ট দেয় তা ভারত শাসন আইন প্রণয়নের পথ খুলে দেয় ।


(৫) গোলটেবিল বৈঠক : সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করে । এই আলোচনা গোলটেবিল বৈঠক নামে পরিচিত ।


এ আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার সাংবিধানিক সংস্কার করতে বাধ্য হয় ।


 

(৬) শ্বেতপত্র প্রকাশ : এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ১৯৩৩ সালে একটি শেত্বপত্র প্রকাশ করতে বাধ্য হয় যার  ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্ট ১৯৩৫ সালে ভারত শাসন আইন পাস করে ।

 

 

আইনের শর্তাবলী :

 

কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে :

 

(১) ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন : এই আইনে ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় । দেশীয় রাজ্যগুলোর যুক্তরাষ্ট্র এর যোগ দেওয়া এচ্ছিক হিসাবে গন্য হয়।

 

(২) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা: কেন্দ্রে পাঁচ বছর মেয়াদি এ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের সিন্ধান্ত নেওয়া হয়। 

নিম্নকক্ষ ফেডারেল এসেম্বলি ৩৭৫ জন এবং উচ্চকক্ষ কাউন্সিল অব স্টেট ২৬০ জন সদস্য নিয়ে গঠিত হবে বলে ঘোষিত হয়।

 

(৩) সাম্প্রদায়িক নির্বাচন: মুসলিম ও তফসিল সদস্যদের জৈ পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়।

 

৪) মন্ত্রিপরিষদের দায়িত্ব: গভর্নর জেনারেলের অধীনে একটি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের ওপর যুক্তরাষ্ট্রের শাসনভার দেওয়া হয়। মন্ত্রীরা কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন বলে জানানো হয়।

 

৫) শাসন ক্ষমতা বিভক্তিকরণ: কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতকে সংরক্ষিত ও হস্তান্তরিত এই দুভাগে ভাগ করা হয়। প্রতিরক্ষা, বৈদেশিক, ব্যাংক ইত্যাদি সংরক্ষিত বিষয়ে গভর্নর জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়।


👇👇👇👇

বিস্তারিত অ্যাসাইনমেন্টটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন...


================

 সবার আগে সকল শ্রেণীর এ্যাসাইনমেন্ট সমাধান পেতে হলে আমাদের YouTube Channel টি এখনি Subscribe করে ফেলুন......


👇👇👇👇

Our YouTube Channel Link.. Two Learning

===================


If you like my content, feel free to share it on your favorite social network.

Author,

#Muktar_Hossain

#30minuteeducation



#twolearning #hsc_assignment_2021_3rd_week_answer #HSC_Civics_Assignment_2021_3rd_Week_Answer #hsc_assignment_2021_civics_answer #২০২১_সালের_এইচএসসি_এসাইনমেন্ট_সমাধান_তৃতীয়_সপ্তাহ

Post a Comment

0 Comments