HSC Assignment 2021 3rd
Week Civics Answer
Two Learning Two Learning
মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা
২০২১ সালের এইচএসসি
পরীক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট
বিষয়: পৌরনীতি ও সুশাসন পত্র : দ্বিতীয় বিষয় কোড: ২৭০ স্তর: এইচএসসি
অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর: ২
অ্যাসাইনমেন্ট শিরোনাম : ১৯৪৭
সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালোচনা---
(ক)
১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য আলোচনা
১৯৩৫ সালে নতুন যে ভারত শাসন আইন প্রণয়নের প্রেক্ষাপট আলোচনা
করলে এর কারণ অনুসন্ধান করা যাবে...
(১) গণ আন্দোলন: ১৯১৯ সালেন মন্ট ফোর্ড সংস্কার আইন ভারতীয়দের আশা-আকাঙ্খা
ব্যর্থ হলে গান্ধীজির নেতৃত্বে ব্যাপক গণ আন্দোলন শুরু হয় ।
(২) বিপ্লবী কার্যকলাপ : এ সময়
ভারতের বিভিন্ন প্রান্তে বিপ্লবী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায় ফলে সরকার আতঙ্কিত হয়ে
পড়ে ।
(৩) জাতীয়তাবাদের প্রভাব : ভারতে ক্রমবর্ধমান
জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ব্রিটিশ সরকারকে ভাবিয়ে তোলে ।
(৪) সাইমন কমিশনের রিপোর্ট :
১৯৩০ সালে
সাইমন কমিশন ভারতীয় স্বায়ত্তশাসন বিষয়ে যে রিপোর্ট দেয় তা ভারত শাসন আইন
প্রণয়নের পথ খুলে দেয় ।
(৫) গোলটেবিল বৈঠক : সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার ভারতীয় নেতৃত্বের
সঙ্গে আলোচনা শুরু করে । এই আলোচনা গোলটেবিল বৈঠক নামে পরিচিত ।
এ
আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার সাংবিধানিক সংস্কার করতে বাধ্য হয় ।
(৬) শ্বেতপত্র প্রকাশ : এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ১৯৩৩ সালে একটি শেত্বপত্র প্রকাশ
করতে বাধ্য হয় যার ভিত্তিতে ব্রিটিশ
পার্লামেন্ট ১৯৩৫ সালে ভারত শাসন আইন পাস করে ।
আইনের শর্তাবলী :
কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে :
(১) ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন : এই আইনে ব্রিটিশ
ভারত ও দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় । দেশীয় রাজ্যগুলোর
যুক্তরাষ্ট্র এর যোগ দেওয়া এচ্ছিক হিসাবে গন্য হয়।
(২) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা: কেন্দ্রে পাঁচ বছর মেয়াদি এ দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের সিন্ধান্ত নেওয়া হয়।
নিম্নকক্ষ ফেডারেল এসেম্বলি
৩৭৫ জন এবং উচ্চকক্ষ কাউন্সিল অব স্টেট ২৬০ জন সদস্য নিয়ে গঠিত হবে বলে ঘোষিত হয়।
(৩) সাম্প্রদায়িক নির্বাচন: মুসলিম ও তফসিল
সদস্যদের জৈ পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়।
৪) মন্ত্রিপরিষদের দায়িত্ব: গভর্নর
জেনারেলের অধীনে একটি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের ওপর যুক্তরাষ্ট্রের শাসনভার
দেওয়া হয়। মন্ত্রীরা কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন বলে জানানো হয়।
৫) শাসন ক্ষমতা বিভক্তিকরণ: কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতকে সংরক্ষিত ও হস্তান্তরিত
এই দুভাগে ভাগ করা হয়। প্রতিরক্ষা, বৈদেশিক, ব্যাংক ইত্যাদি সংরক্ষিত বিষয়ে
গভর্নর জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়।
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
#30minuteeducation
0 Comments
Please do not enter any spam link in the comment box.