The Gibraltar Strait
has Separated Some Countries
জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে
#30minuteeducation
Published Date: 19/09/2020
চলো জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে শব্দ গুলোর ব্যাখ্যা জানার জন্যে এতদিন মরিয়া হয়েছিলে,আর সেজন্যই তোমাদের জন্য আমার আজকের এই পোস্ট।
প্রণালি কী
প্রণালী হলো দুটো নদী বা সমুদ্রের সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা।
উদাহরন:- জিব্রালটার প্রণালী। এই প্রণালীর ভিতর দিয়ে,দক্ষিন আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর মিলিত হয়েছে। যা স্পেন ও মরক্কো কে পৃথক করেছে।
অন্তরীপ কী
অন্তরীপ হচ্ছে এক ধরনের ভূমিরূপ। ভূগোলের পরিভাষায়,ভূ-পৃষ্ঠের কোনো অংশ ক্রমশ সরু হয়ে,কোন জল অংশে(সাধারনত সাগর) প্রবেশ করলে,সেই সংকীর্ণ পথকে অন্তরীপ বলা হয়।
অন্তরীপের ভৌগলিক আয়ুষ্কাল সাধারনত কম হয়।
উদাহরন:- স্পেন ও মরক্কোর মধ্যে জিব্রালটার প্রণালীর মধ্যে দিয়ে প্রবেশ করা ভূমধ্যসাগর এবং এর আশে-পাশে অবস্থিত ইউরোপের কয়েকটি দেশ সমূহ।
হৃদ কী
হৃদ হলো ভূ-বেষ্টিত লবনাক্ত বা মিষ্টি স্থির পানির বা জলের বড় আকারের জলাশয়। হৃদ উপসাগর বা ছোট সাগরের মত মহাসমুদ্রের সাথে সংযুক্ত নয়।
তাই এতে জোয়ার-ভাটার সৃষ্টি হয় না। বিভিন্ন ভূতাত্ত্বিক কারনে হৃদের সৃষ্টি হতে পারে।
উদাহরন:- কাস্পিয়ান সাগর,সুপিরিয়র হৃদ,ভিক্টোরিয়া হৃদ বিশ্বের তিনটি বৃহত্তম হৃদ। পৃথিবীর প্রায় অর্ধেক হৃদই কানাডায় অবস্থিত।
উপত্যকা কী
দুটি পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল বা অসমতল,ঢালু,প্রশস্ত ভূমিক্ষেত্র। এর ভিতন দিয়ে নদী প্রবাহিত হতেও পারে আবার নাও হতে পারে।
পর্বতের শীর্ষ বরফ গলা পানি বা বৃষ্টির পানির স্রোত,যখন পর্বতের খাড়া ঢাল বেয়ে দ্রুতবেগে নেমে আসে,তখন পাহাড়ের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমানবয়ে ধীরে ধীরে হাজার হাজার হাজার বছর ধরে উপত্যকার সৃষ্টি হয়।
অনেক সময়,হিমবাহ অর্থ্যাৎ বরফের নদী পর্বতের শীর্ষ থেকে ধীরে ধীরে নিচে নামার সময়,উচু নিচু শিলাপথ গুলোকে সরিয়ে চূর্ণ করে,সমতল মাটির স্তর সৃষ্টি করে এবং ফলে উপত্যকার সৃষ্টি হয়।
আবার কখনো কখনো কোন নদী গতিপথ বদলালে এর পুরাতন অববাহিকাটি উপত্যকার জন্ম দেয়। এটি ভ্যালি নামেও পরিচিত।
চলুন,বাংলাদেশের কতিপয় উপত্যকার নাম ও অবস্থানের নাম জেনে নেওয়া যাক:-
1. ভেঙ্গি ভ্যালি = কাপ্তাই লেক।
2. বালিশিয়া ভ্যালি = মৌলভীবাজার।
3.হালদা ভ্যালি = খাগড়াছড়ি।
4. সাজেক ভ্যালি = রাঙ্গামাটি।
5.সাঙ্গু ভ্যালি = চট্টগ্রাম।
6. নাপিতখালি ভ্যালি = কক্সবাজার।
7. মাইনমুখী ভ্যালি = রাঙ্গামাটি।
গিরিপথ কী
অনেকক্ষেত্রে, পাহাড় পেরিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায় না। তবে পাহাড়ের এপার থেকে ওপারে যাওয়ার অনেক সময় স্বাভাবিক পথ থাকে।
এ পথগুলো কখনো উঠে-নেমে বহু দূর্গম স্থান হয়ে চলে গেছে। মাঝে নদী,খাদ কত যে প্রাকৃতিক বাধা।
তবু মানুষ এই বাধাপূর্ণ পথ দিয়েই পাহাড়-পর্বত পার হতে হয়। আর এই পথকেই গিরিপথ বলে।
উদাহরন:- খাইবার ও বোলান গিরিপথ। এ দুটি গিরিপথ পাহাড়-পর্বত পেরিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের সাথে যুক্ত করেছে।
ভাই,অনেক কষ্ট করে উইকিপিডিয়া ঘেটে ঘেটে,খাতায় নোট করেছি। তারপর প্রায় 1 ঘন্টা সময় নিয়ে পোস্টটা লেখছি।
দয়া করে আমার এই পোস্টটা কপি করিস না,তাহলে কষ্ট পাবো। কপি করলে মেনশন দিস। আর তার থেকে ভালো হবে,পোস্টটা শেয়ার করে তোর টাইমলাইনে রাইখে দিস।
| প্রণালি কী |
| গিরিপথ কী |
| হৃদ কী |
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#Muktar_Hossain
Thank You............
1 Comments
Good post
ReplyDeletePlease do not enter any spam link in the comment box.