█▒▒▒ ব্রেকিং নিউজ
▒▒▒█
.
🔳 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
সার্কুলার প্রকাশিত হয়েছে।
🔳 পরীক্ষা হবে শর্ট সিলেবাসে।
✅ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
২০২১-২২ ভর্তি পরীক্ষার সর্বশেষ দেখে নাও ✅
🔳 আবেদনের যোগ্যতা
:
☑️ বিজ্ঞান
:8.00
☑️ মানবিক বিভাগ : 7.00
☑️ বাণিজ্য :
7.50
☑️ প্রাথমিক আবেদন
শুরু ২৫ মে- ৯ জুন।
☑️ প্রাথমিক আবেদন
ফি ৫৫ টাকা।
☑️ প্রাথমিক আবেদন
শেষে সিলেকশন রেজাল্টের পর চুড়ান্ত আবেদন ১৫ জুন -২৮ জুন।
☑️ চুড়ান্ত আবেদন ফি ১১০০ টাকা।
☑️ প্রতি ইউনিটে
পরীক্ষা দিতে পাবে ৭২,০০০ জন। পরীক্ষা হবে
চার শিফটে। প্রতি শিফটে ১৮,০০০ জন পরীক্ষা দিতে পাবে।
🔳 পরীক্ষার তারিখ
:-
☑️ C- ইউনিট ( বিজ্ঞান
বিভাগ)=২৫ জুলাই,
☑️ A- ইউনিট ( মানবিক
বিভাগ)=২৬ জুলাই
☑️ B- ইউনিট (বাণিজ্য বিভাগ ) =২৭ জুলাই
১ম শিফট = সকাল ৯ -১০ টা
২য় শিফট = সকাল ১১-১২ টা
৩য় শিফট=দুপুর ১-২ টা
৪র্থ শিফট = দুপুর ৩-৪ টা।
প্রশ্ন ভিন্ন হবে এবং
মেধাতালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে।
🔳 পরীক্ষা হবে ১০০ নম্বরের।
MCQ থাকবে ৮০ টি। কোন রিটেন নাই।
প্রতিটি প্রশ্নের মান ১.২৫।
নেগেটিভ মার্ক ০.২০।
পাস মার্ক ৪০
🔳 A- ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর প্রশ্নপত্রে ক, খ, গ ৩টি অংশ থাকবে।
যেখানে-
ক. বাংলা- ৩০ নম্বর
খ. ইংরেজি- ৩০ নম্বর
গ. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর
মোট ১০০ নম্বর।
🔳 A- ইউনিট (মানবিক
+ বিভাগ পরিবর্তন)
১. বাংলা- ৩০ নাম্বার
২. ইংরেজি- ৩০ নাম্বার
৩. সাধারণ জ্ঞান- ৪০ নাম্বার।
মোট ১০০ নম্বর।
প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ +
১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর মানবিক থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০%
শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।
🔳 B- ইউনিট ( এ ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য
শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন)
🔳 শুধু বাণিজ্য শাখা
থেকে পরীক্ষার্থীদের নম্বর বণ্টন-
১. ইংরেজি- ২৫ নাম্বার
২. আইসিটি- ১৫ নাম্বার।
৩. হিসাববিজ্ঞান- ২৫ নাম্বার
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫ নাম্বার
৫. বাংলা- ১০ নাম্বার
মোট ১০০ নম্বর।
🔳 B- ইউনিট- অবাণিজ্য
শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন
১. ইংরেজি- ৩০ নাম্বার
২. বাংলা- ২০ নাম্বার।
৩. সাধারণ জ্ঞান- ২৫ নাম্বার।
৪. আইসিটি- ২৫ নাম্বার।
মোট ১০০ নম্বর।
বিঃদ্রঃ ব্যবসা প্রশাসন ইনিস্টিউট (আইবিএ)
বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫-এর মধ্যে নূন্যতম ১০ এবং অ-বানিজ্য শাখায়
ইংরেজি ৩০-এর মধ্যে নূন্যতম ১২ পেতে হবে।
প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ +
১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর ব্যবসা থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০%
শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।
🔳 C- ইউনিট (এই ইউনিটে
সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে)
সেক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগের
শিক্ষার্থীদের নম্বর বণ্টন
‘ক’ শাখার বাধ্যতামূলক অংশ: পাশ নম্বর- ২৫
১. পদার্থ ২৫টি প্রশ্ন
২. রসায়ন ২৫টি প্রশ্ন
৩. আইসিটি ৫টি প্রশ্ন
‘খ’ শাখা ঐচ্ছিক অংশ হতে যে কোন ১টি উত্তর করতে হবে। পাশ নম্বর ১০
১. গণিত ২৫টি প্রশ্ন
২. জীব বিজ্ঞান ২৫টি প্রশ্ন
৩. গণিত + জীব বিজ্ঞান ২ টি প্রশ্ন থাকবে।
(বিঃদ্রঃ যারা গনিত + জীব বিজ্ঞান উভয় থেকে উত্তর করবে তারা বিজ্ঞানের
সকল বিভাগের জন্য বিবেচিত হবে।)
অ-বিজ্ঞান শিক্ষার্থীদের নম্বর বণ্টন
১. বাংলা ২৫টি প্রশ্ন
২. ইংরেজি ২৫টি প্রশ্ন
৩. সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান- ৩০টি প্রশ্ন.
(বিঃদ্রঃ সকল প্রশ্নের মান ১.২৫ করে মোট ৮০টি প্রশ্নে ১০০ নম্বর।)
=====-------------------====
If you like my content, feel free to share it on your favorite social network.
Author,
#muktarhossain
#30minuteeducation
#twolearning #ruadmission2022 #ru_admission_circular_2022 #টুলার্নিং #two #learning #2learning #voiceofmuktar
0 Comments
Please do not enter any spam link in the comment box.